গণপরিষদ ও ভারতের সংবিধান রচনা: (Making of Indian Constitution).


১৯৩৪ সালে M. N. Roy প্রথম গণপরিষদের ধারণা দেন। কংগ্রেসের পক্ষ থেকে গণপরিষদ গঠনের দাবী প্রথম তোলা হয় ১৯৩৫ সালে। সেই দাবী গ্রহণ করা হয় ১৯৪০ সালের August মাসে। ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের উদ্দেশ্যে ব্রিটেনের শ্রমিক সরকার ১৯৪৬ সালের ২৪শে March ক্যাবিনেট মিশন ভারতে প্রেরণ করেন।


ক্যাবিনেট মিশনের সদস্যগণ:
  • স্যার পেথিক লরেন্স (তিনি ছিলেন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া এবং মিশনের প্রধান)।
  • স্যার স্ট্যাফোর্ড ক্রিপস।
  • এ.ভি. আলেকজান্ডার।

ক্যাবিনেট মিশনের সুপারিশ:
  •  ব্রিটিশ শাসিত ভারত ও আঞ্চলিক রাজ্যগুলিকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে এবং ক্ষমতা বণ্টন নীতি গৃহিত হবে।
  •  ভারতের হিন্দু অধ্যুষিত প্রদেশগুলি ‘’, মুসলিম অধ্যুষিত প্রদেশগুলি '' এবং বাংলা ও আসাম প্রদেশকে ‘’ শ্রেণিভুক্ত করা হবে।
  •  এই প্রদেশগুলির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠিত হবে।
  •  সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে গণপরিষদ গঠন ও প্রাদেশিক আইনসভার নির্বাচন হবে।
  •  কোনো প্রদেশ ইচ্ছা করলে নতুন সংবিধান রচনা করতে পারবে।
  •  এছাড়া নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত ভারতের প্রধা রাজনৈতিক দল সমূহের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে।
গণপরিষদের সদস্য:
  • ক্যাবিনেট মিশনের প্রস্তাব (১৬ মে, ১৯৪৬) অনুসারে গণপরিষদের আসন সংখ্যা নির্ধারিত হয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে, মোট আসন- ৩৮৯ জন। 
  • প্রসঙ্গত দেশ ভাগের পর গণপরিষদের সদস্য সংখ্যা হয় ২৯৯ জন। 
  • দেশ ভাগ ও পৃথক গণপরিষদ গঠনের কথা ঘোষণা করা হয় মাউন্টব্যাটেন প্ল্যান (৩ জুন, ১৯৪৭) দ্বারা।
  • গণপরিষদের গঠনের জন্য নির্বাচন হয় ১৯৪৬ সালের জুলাই মাসে।
  • জনসংখ্যার ভিত্তিতে আসন বণ্টন হয়। সাধারণত ১০ লক্ষ জনসংখ্যাতে ১ জন করে সদস্য নির্ধারিত হয়।

গণপরিষদের ভোটদান:
  • নির্বাচনে INC ২০৮টি, All India Muslim League ৭৫টি এবং অন্যান্য ছোটো ও নির্দল প্রার্থীরা ১৫টি আসনে জয়ী হয়।
  • সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে এই নির্বাচন হয়নি। একক হস্তাস্তরযুক্ত সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সমস্ত বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ও সমস্ত সম্প্রদায়ের মানুষ যাতে স্থান পায় সেদিকে লক্ষ্য রাখা হয়। মুসলিম লিগ প্রথমে গণপরিষদে যোগ না দিলেও ২৬ অক্টোবর ১৯৪৬-এ যোগ দেয় এবং ১৯৪৭ সালের ২৬শে July গণপরিষদ ত্যাগ করে।
  • ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর দিল্লির Constitution Hall-এ গণপরিষদের প্রথম অধিবেশন বসে। যোগদান করেন ২০৭ জন সদস্য। সভাপতিত্ব করেন ড. সচ্চিদানন্দ সিংহ।
  • ড. রাজেন্দ্র প্রসাদ ১১ডিসেম্বর, ১৯৪৬ গণপরিষদের সভাপতি নির্বাচিত হন এবং সহ-সভাপতি হন হরেন্দ্র কুমার মুখার্জী। তিনি একই সঙ্গে ভারতীয় খ্রীস্টানদের প্রতিনিধিত্ব করেন। অন্য সহ-সভাপতি ভি.টি.কৃষ্ণমাচারি।

সংবিধানের প্রস্তাবনা রচনা:
প্রথম অধিবেশনে ১৩ ডিসেম্বর ১৯৪৬ জওহরলাল নেহেরু 'Objective Resolution' পেশ করেন, যা সংবিধানের দর্শন, গঠন ও মূল বিষয় কী হবে তা নির্ধারিত করে। এর উপর ভিত্তি করে ‘সংবিধানের প্রস্তাবনা' রচিত হয়। 
  • প্রথম অধিবেশন শেষ হয় ২৩ ডিসেম্বর ১৯৪৬। 
  • পঞ্চম অধিবেশন থেকে গণপরিষদ (১৪ আগস্ট ১৯৪৭) সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে ওঠে।
  • সংবিধান তৈরির খসড়া কমিটি (Drafting committee) গঠিত হয় ১৯৪৭ সালের ২৯ আগস্ট। 
  • খসড়া কমিটির অধিবেশন হয়েছিল ১১টি। মোট কার্য দিবস ১১৪ দিন।

খসড়া কমিটির সদস্য:
  •  বি. আর. আম্বেদকর (Chairman)।
  •  এন. গোপালস্বামী আয়েঙ্গার।
  •  কে. এম. মুন্সী।
  •  মহঃ সহিদুল্লা।
  •  এন. মাধব রাও (বি. এল. মিত্র-র জায়গায়)। 
  •  টি. টি. কৃষ্ণমাচারি (ডি. পি. খৈতান মারা যাবার পর)।
  •  আলাদি কৃষ্ণস্বামী আয়ার।

খসড়া কমিটি সংবিধান প্রকাশ:
  • খসড়া কমিটি খসড়া সংবিধান প্রকাশ করে ২১ ফেব্রুয়ারি ১৯৪৮। 
  • এরপর ভারতীয় জনগণকে ৪ মাস সময় দেওয়া হয় তাদের মতামত দেবার জন্য। 
  • এরপর দ্বিতীয় খসড়া প্রকাশ করে অক্টোবর ১৯৪৭।
  • খসড়া কমিটি প্রাথমিক পর্বে সংবিধানে রাখে ৩১৫টি ধারা ও ১৩টি তপশিল। 
  • চূড়ান্ত পর্বে রাখা হয় ৩৯৫টি ধারা ৮টি তপশিল ২২টি অংশ।
  • গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় ২৬ নভেম্বর ১৯৪৯ এবং এই দিন থেকেই নাগরিকত্ব, নির্বাচনের মতন গুরুত্বপূর্ণ ১৫টি ধারা কার্যকরী হয়। এই দিন স্বাক্ষর করেন ২৮৪ সদস্য।
  • বাকী সংবিধানের অংশ কার্যকরী হয় ২৬ জানুয়ারি ১৯৫০। গণপরিষদে জাতীয় পতাকা গ্রহণ করা হয় ২৩ জুলাই ১৯৪৭।
  • জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্গালী বেঙ্কাইয়া
  • জাতীয় সংগীত গৃহীত হয় ২৫ জানুয়ারি ১৯৫০।
  • গণপরিষদ ড. রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করে ২৪ জানুয়ারি ১৯৫০।
  • গণপরিষদে কমিউনিস্ট সদস্য ছিলেন সোমনাথ লাহিড়ী।
  • গণপরিষদে সাংবিধানিক পরামর্শদাতা ছিলেন বেনিগাল নার্সিং রাও (B.N. Rao)।
  • সংবিধান তৈরিতে মোট সময় লাগে ২ বছর ১১ মাস ১৮ দিন এবং খরচ হয় ৬৪ লক্ষ টাকা।
  • মোট কমিটি গঠন করা হয়েছিল ১৩টি।
  • ২৬ নভেম্বর ১৯৪৯-এর পূর্বে ১৯৩৫ সালের 'ভারত শাসন আইন' দ্বারা ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত হত।
  • বর্তমানে সংবিধানের ৪৪৮টি ধারা, ১২টি তপশিল ২৫টি অংশ রয়েছে। 
  • ভারতের আসল সংবিধানটি হাতে লিখেছিলেন- প্রেম বিহারী নারায়ন রায়জাদা।
  •  প্রতিটি পৃষ্ঠায় অনন্যভাবে শান্তিনিকেতনের শিল্পীরা সাজিয়েছিলেন। বিত্তহর রামমোহন সিনহা এবং নন্দলাল বসুর নেতৃত্বে।
  • প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫১ থেকে ফেব্রুয়ারি ১৯৫২।

ভারতীয় সংবিধানের জনক:— ড. বি. আর আম্বেদকর।

সংবিধান দিবস:— ভারতের সংবিধান গ্রহণের স্মরণে আমাদের দেশে প্রতিবছর ২৬ নভেম্বর 'সংবিধান দিবস' (Samvidhan Divas) পালিত হয়।

  • ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের গণপরিষদ ভারতের সংবিধান গ্রহণ করে, যা ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে কার্যকর হয়।
  • দুর্গাদাস বসু ছিলেন একজন ভারতীয় আইনবিদ এবং আইনজীবি। তিনি ১৯৫০ সালে ভারতের সংবিধান সম্পর্কিত মন্তব্য এবং ভারতীয় সাংবিধানিক আইন সম্পর্কিত কেসবুক লিখেছেন (Commentary on the Constitution of India in 1950 and Casebook on the Indian Constitutional Law)।
  • Government of India Act was the biggest source for the Constitution of India.
  • সংবিধান কার্যকর করার জন্য ২৬ জানুয়ারি দিনটিকে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছিল কারণ ১৯৩০ সালের এই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের (ডিসেম্বর ১৯২৯) সিদ্ধান্ত অনুযায়ী 'পূর্ণ স্বরাজ' দিবসটি পালিত হয়েছিল। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের পরিবর্তে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল।
  • গণপরিষদের শেষ অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল ২৪ জানুয়ারি ১৯৫০।
গণপরিষদের কমিটি ও তার সভাপতিগণ:
                                                                                                                                                                                                                                   
কমিটির নামসভাপতি
খসড়া কমিটি
(Drafting Committee)
ডঃ বি. আর. আম্বেদকর
স্টিয়ারিং কমিটি
(Steering Committee)
ডঃ রাজেন্দ্র প্রসাদ
কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি
(Union Powers Committee)
জহরলাল নেহেরু
কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি
(Union Constitution Committee)
জহরলাল নেহেরু
প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি
(States Committee)
জহরলাল নেহেরু
মৌলিক অধিকার-সংক্রান্ত সাব কমিটি
(Fundamental Rights Sub-Committee)
জে. বি. কৃপালণি
মৌলিক অধিকার, সংখ্যালঘু, আদিবাসী বিষয়-সংক্রান্ত কমিটি
(Advisory Committee on Fundamental Rights, Minorities, Tribal and Excluded Areas)
সর্দার বল্লভ ভাই প্যাটেল
সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি
(Minorities Sub-Committee)
এইচ. সি. মুখার্জি
সভার কার্যাবলি সম্পর্কিত কমিটি
(Committee on the Functions of the Constituent Assembly)
জি. ভি. মাভলঙ্কার
জাতীয় পতাকা সম্পর্কিত কমিটি
(Ad hoc Committee on the National Flag)
ডঃ রাজেন্দ্র প্রসাদ

একটি মন্তব্য পোস্ট করুন for "গণপরিষদ ও ভারতের সংবিধান রচনা: (Making of Indian Constitution)."