রাষ্ট্রপতিশাসিত সরকার: (Presidential Government).


রাষ্ট্রপতিশাসিত সরকার বলতে কী বোঝায়?

উঃ- রাষ্ট্রপতিশাসিত সরকারে আইন ও শাসনবিভাগ পরস্পর পৃথক থাকে এবং উভয় বিভাগ পৃথকভাবে দায়িত্ব সম্পাদন করে। শাসনবিভাগের শীর্ষে থাকেন একজন নির্বাচিত রাষ্ট্রপতি, যিনি একাধারে শাসন বিভাগের প্রধান এবং রাষ্ট্রপ্রধান। কিন্তু তিনি আইনসভার সদস্য নন, আইন সভার আস্থা-অনাস্থার ওপর তাঁর পদ নির্ভরশীল নয়। রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য মন্ত্রীপরিষদ থাকতে পারে, কিন্তু মন্ত্রীরা রাষ্ট্রপতির সহকর্মী নন, অধস্তন কর্মচারী মাত্র। মন্ত্রীরা তাঁদের কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়িত্বশীল থাকেন। রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য জনগণ দ্বারা নির্বাচিত হন।

রাষ্ট্রপতিশাসিত সরকারের বৈশিষ্ট্যঃ
উঃ-
  •  রাষ্ট্রপতিশাসিত সরকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ভিত্তিতে পরিচালিত হয়৷ আইন, শাসন ও বিচার- সরকারের তিনটি বিভাগ পরস্পর থেকে আলাদা থাকে।
  •  রাষ্ট্রপতি জনগণ দ্বারা নির্দিষ্ট সময় অন্তর নির্বাচিত হন।
  •  রাষ্ট্রপতি আইনসভার সদস্য নন। আইনসভার আস্থা-অনাস্থার ওপর তাঁর পদ নির্ভরশীল নয়।
  •  রাষ্ট্রপতি একদিকে রাষ্ট্রপ্রধান, অন্যদিকে শাসকপ্রধান।
  •  সংবিধান সমস্ত ক্ষমতার উৎস।

রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণাবলীঃ
উঃ-
  •  সাফল্যের সঙ্গে জরুরী অবস্থা মোকাবিলা করার ক্ষেত্রে রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থা বিশেষভাবে কার্যকর। তিনি এককভাবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতেও তাকে কার্যকর করতে পারেন।
  •  বহুদলসমন্বিত রাষ্ট্র অনেক সময় কোনো রাজনৈতিকদল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। তখন কোয়ালিশন বা যুক্তফ্রন্ট গঠিত হয। যুক্তফ্রন্ট সরকার দুর্বল ও অস্থায়ী হয়। রাষ্ট্রপতি শাসিত সরকার এ ধরণের দুর্বলতা থাকে মুক্ত

রাষ্ট্রপতিশাসিত সরকারের দোষঃ
উঃ-
  •  রাষ্ট্রপতিশাসিত সরকারে আইন ও শাসনবিভাগ পরস্পর পৃথক থেকে যে যায়। বিভাগীয় কাজ সম্পাদন করে। ফলে দুই বিভাগের মধ্যে সংঘর্ষের আশঙ্কা থাকে।
  •  এই সরকারে শাসনবিভাগের চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যাস্ত থাকে। আইনসভার সদস্য নন, আইনসভার কাছে দায়িত্বশীলও নন। ফলে রাষ্ট্রপতির পক্ষে স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থাকে। 

একটি মন্তব্য পোস্ট করুন for "রাষ্ট্রপতিশাসিত সরকার: (Presidential Government)."