জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড: (Jallianwala Bagh massacre).


১৯১৯ সালের ১০ এপ্রিল রাওলাট আইনের (১৯১৯) সাহায্যে দুই দেশপ্রেমিক ড. সত্যপাল চৌধুরী ও ড. সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মুক্তির দাবিতে ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগে (অমৃতসরের কাছে) একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মাইকেল ও ডায়ার গুলি চালালে প্রচুর হতাহত হয়। এটিই ইতিহাসে 'জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড' (১৩ এপ্রিল ১৯১৯ সাল) নামে পরিচিত। ১৮ এপ্রিল রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার করা হয়।


জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রভাব:
  • জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে (১৯১৯) রবীন্দ্রনাথ 'নাইট' উপাধি ত্যাগ করেন।
  • এই ঘটনায় সরকার পক্ষ যে তদন্ত কমিশন গঠন করেছিল তার নাম 'হান্টার কমিশন'। যার প্রধান ছিলেন হান্টার।
  • আবার জাতীয় কংগ্রেস থেকে যে কমিশন গঠন করা হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন মতিলাল নেহেরু। নেহেরু কমিশনের অন্যান্য সদস্য হলেন—চিত্তরঞ্জন দাস, ফজলুল হক, এম. আর. জয়া কর, আব্বাস তৈয়বজী ও মহাত্মা গান্ধী।
  • ১৯২০ সালের ২৫ মার্চ মতিলাল নেহেরুর নেতৃত্বাধীন কমিশন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের (১৯১৯, ১৩ এপ্রিল) জন্য ব্রিটিশ সরকারকে দায়ী করেন এবং ডায়ারকে শাস্তি দানের সুপারিশ করেন।
  • প্রসঙ্গত উল্লেখ করা যায়, উধম সিং ১৯৪০ সালে লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করেন।
  • জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (১৯১৯ সাল ১৩ এপ্রিল) সম্পর্কে গান্ধীজী ইয়ং ইন্ডিয়া (Young India) পত্রিকায় লেখেন 'এই শয়তানের সরকারের সংশোধন অসম্ভব একে শেষ করতেই হবে' (This satanic Government cannot be mended, it must be ended).

একটি মন্তব্য পোস্ট করুন for "জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড: (Jallianwala Bagh massacre)."