ভারতীয় সংবিধানের উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা:


মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের উল্লেখ থাকলেও কর্তব্যের কোনাে উল্লেখ ছিল না। ১৯৭৬ খ্রিস্টাব্দে ৪২তম ও ২০০২ খ্রিস্টাব্দের ৮৬তম সংশােধন আইনে কতকগুলি মৌলিক কর্তব্য সংবিধানের অন্তর্ভুক্ত হয়।

এই কর্তব্যগুলি হল-
(i) সংবিধান মান্য করা, সংবিধানের আদর্শ ও বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা।

(ii) স্বাধীনতার জন্য সংগ্রামে যে মহান আদর্শ সকল ভারতীয়গণকে অনুপ্রাণিত করেছিল সেই আদর্শ পােষণ ও অনুসরণ করা।

(iii) ভারতের সার্বভৌমিকতা, ঐক্য ও সংহতি সমর্থন ও সংরক্ষণ করা।

(iv) দেশকে রক্ষা করা এবং দেশের সেবায় আহ্বান জানানাে হলে জাতীয় সেবায় আত্মনিয়ােগ করা।

(v) ধর্মগত, ভাষাগত, অঞলগত শ্রেণিবিভেদের ঊর্ধ্বে উঠে সকল শ্রেণির মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বভাব প্রসারিত করা এবং নারীর মর্যাদা হানিকর ব্যবস্থার বিলােপসাধন করা।

(vi) জাতির মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যের মূল্য স্বীকার ও সংরক্ষণ করা।

(vii) বন, নদী, হ্রদ ও বন্যপ্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন করা এবং জীবনসমূহের প্রতি মমত্ববােধ পােষণ করা।

(viii) বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবােধ, অনুসন্ধান ও সংস্কারের মনােভাব গড়ে তােলা।

(ix) সাধারণের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা এবং হিংসার পথ পরিহার করা।

(x) ব্যক্তিগত ও সমষ্টিগত কাজে উৎকর্ষের জন্য সচেষ্ট হয়ে দেশে কর্ম-প্রচেষ্টাকে সাফল্যের উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া।

(xi) ৬ থেকে ১৪ বৎসর বয়সের শিশুদের পিতা-মাতা বা অভিভাবকগণ তাদের শিশুদের জন্য শিক্ষার সুযােগ প্রদান করবে।

একটি মন্তব্য পোস্ট করুন for "ভারতীয় সংবিধানের উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা:"