পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: (Important Questions and Answers about West Bengal with PDF)


১.  পশ্চিমবঙ্গের জন্ম: ১৯৪৭ সাল ১৫ আগষ্ট।

২. পশ্চিমবঙ্গের আয়তন: ৮৮,৭৫২ বর্গ কিমি/ভারতের মোট আয়তনের ২.৭৭ শতাংশ আয়তনে ভারতের ১৪ তম রাজ্য।

৩. পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার: উত্তরে ২৭ডিগ্রি ১০মিনিট থেকে দক্ষিণে ২১ ডিগ্রি ৩৮ মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে।

৪. পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশগত বিস্তার: পশ্চিমে ৮৫ ডিগ্রি ৫০ মিনিট পূর্ব থেকে পূর্বে ৮৯ ডিগ্রি ৫০ মিনিট পূর্ব পর্যন্ত।

৫. পশ্চিমবঙ্গের উত্তর-দক্ষিণে বিস্তার: ৬২৩ কিমি।

৬. পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে বিস্তার: ৩২০ কিমি।

৭. পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা: ৯ কোটি ১৩ লক্ষ ৪৭ হাজার ৭৩৬ জন (২০১১)।

৮. পশ্চিমবঙ্গের মোট পুরুষের সংখ্যা: ৪৬,৮০৯,০২৭ জন।

৯. পশ্চিমবঙ্গের মোট মহিলার সংখ্যা: ৪৪,৪৬৭,০৮৮ জন।

১০. পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার: ১৩.৮৪ শতাংশ।

১১. পশ্চিমবঙ্গের জনঘনত্ব:,০২৯ জন প্রতি বর্গকিলোমিটারে (ভারতে স্থান দ্বিতীয়)। 

১২. পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা: উত্তর ২৪ পরগনা (৮৯,৩০,২৯৫ জন)। 

১৩. পশ্চিমবঙ্গের রাজ্যের সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা: কলকাতা ২৪,৭৬০ (প্রতি বর্গকিলোমিটার)। 

১৪. পশ্চিমবঙ্গের রাজ্যের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা: পুরুলিয়া ৪০৫ (প্রতি বর্গকিলোমিটার)। 

১৫. পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা: দক্ষিন ২৪ পরগনা (৯৬৬০ বর্গ কিমি)।

১৬. পশ্চিমবঙ্গের আয়তনে ক্ষুদ্রতম জেলা: কলকাতা (১৮৫ বর্গ কিমি)।

১৭. পশ্চিমবঙ্গের মোট স্বাক্ষর: ৬১,৫৩৮,২৮১ জন  (পুরুষ ৩৩,৮১৮,৮১০ জন, মহিলা ২৭,৭১৯,৪৭১ জন)।

১৮. পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার: সামগ্রিক ৭৬.২৬ শতাংশ। (পুরুষ ৮১.৬৯ %, মহিলা ৭০.৫৪ %)।

১৯. পশ্চিমবঙ্গের সাক্ষরতার হারের বিচারে: 

প্রথম পূর্ব মেদিনীপুর ৮৭.৬৭ শতাংশ। 

দ্বিতীয় কলকাতা ৮৭.১৪ শতাংশ।

সবশেষে উত্তর দিনাজপুর ৬০.১৩ শতাংশ।

২০. পশ্চিমবঙ্গের পুরুষ ও নারীর অনুপাত: ১০০০ পুরুষ প্রতি নারীর সংখ্যা ৯৪৭ জন, ০-৬ বছরের শিশুদের প্রতি ১০০০ ছেলের অনুপাতে মেয়ের সংখ্যা ৯৫০ জন। 

২১. পশ্চিমবঙ্গের শিশু-জন্মহার: (০-৬) ১১.০৭ শতাংশ (মোট জনসংখ্যার অনুপাতে)। 

২২. পশ্চিমবঙ্গের সবচেয়ে কম লিঙ্গানুপাত: কলকাতা। 

২৩. পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশী লিঙ্গানুপাত: দার্জিলিং। 

২৪. পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়: ৫১,০১৬টি। 

২৫. পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়: ১০,২৩৮টি। 

২৬. পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক বিদ্যালয়:,২৭০টি। 

২৭. পশ্চিমবঙ্গের মহাবিদ্যালয়: ৫২৩টি। 

২৮. পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়: ২৬টি (প্রায়)। 

২৯. পশ্চিমবঙ্গের জনবসতির ঘনত্ব: চতুর্থ। 

৩০. সবথেকে বেশী বৃষ্টিপাত: জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে (৫০০ সেমি)। 

৩১. পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ: ১৩.৪ শতাংশ। 

৩২. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী: প্রফুল্লচন্দ্র ঘোষ। 

৩৩. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল: চক্রবর্তী রাজা গোপালাচারী। 

৩৪. পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল: পদ্মজা নাইডু। 

৩৫. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী: মমতা ব্যানার্জী। 

৩৬. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশিদিন পদে ছিলেন: জ্যোতি বসু। 

৩৭. পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল: সি.ভি আনন্দ বোস (২৩ November ২০২২- )। 

৩৮. পশ্চিমবঙ্গের রূপকার: ডঃ বিধান চন্দ্র রায়কে। 

৩৯. পশ্চিমবঙ্গের শহরের সংখ্যা: ১৯৫ টি। 

৪০. পশ্চিমবঙ্গের গ্রামের সংখ্যা: ৩৮,৭০০ টি। 

৪১. পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা: উত্তর ২৪ পরগণা। 

৪২. পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা: দার্জিলিং। 

৪৫. পশ্চিমবঙ্গের আয়তনের ক্ষুদ্রতম জেলা: কলকাতা (১৮৭.৩৩ বর্গকিমি)। 

৪৬. পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা: দক্ষিন ২৪ পরগনা। 

৪৭. পশ্চিমবঙ্গের লোকসভার তফশিলি জাতির সংরক্ষিত আসন: ১৬

৪৮. পশ্চিমবঙ্গের লোকসভায় তফশিলি উপজাতির সংরক্ষিত আসন:

৪৯. পশ্চিমবঙ্গের লোকসভার সাধারণের জন্য আসন সংখ্যা: ৩০। 

৫০. পশ্চিমবঙ্গের লোকসভার মোট আসন সংখ্যা: ৪২। 

৫১. বিধানসভায় তপশিলি জাতির সংখ্যা: ৬৮। 

৫২. বিধানসভায় তপশিলি উপজাতির সংখ্যা: ১৬। 

৫৩. বিধানসভায় সাধারণের জন্য আসন সংখ্যা: ২১০। 

৫৪. বিধানসভায় মোট আসন সংখ্যা: ২৯৪ টি। 

৫৫. পশ্চিমবঙ্গের প্রধান ফসল: ধান (কৃষিজমির ৭৫ শতাংশ অংশে ধান চাষ হয়)। 

৫৬. বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা: ২৩ টি। 

৫৭. পশ্চিমবঙ্গের বিভাগের সংখ্যা: পশ্চিমবঙ্গে পাঁচটি বিভাগ। যথা- প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, মেদিনীপুর বিভাগ, মালদা বিভাগ। 

৫৮. বর্তমানে পশ্চিমবঙ্গে মোট মহকুমার সংখ্যা: ৬৬ টি। 

৫৯. পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র: সমাচার দর্পণ। 

৬০. পশ্চিমবঙ্গের (ভারতেরও) প্রথম সংবাদপত্র: জেমস হিকির বেঙ্গল গেজেট। 

৬১. পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন: হাওড়া। 

৬২. পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন: শিয়ালদহ। 

৬৩. পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম: খড়গপুর। 

৬৪. পশ্চিমবঙ্গের প্রথম মেডিক্যাল কলেজ: বেঙ্গল মেডিক্যাল কলেজ (বর্তমান নাম কলকাতা মেডিক্যাল কলেজ ১৮৩৫ খ্রিস্টাব্দে)। 

৬৫. পশ্চিমবঙ্গের প্রথম কলেজ: ফোর্ট উইলিয়াম কলেজ, কলকাতা। 

৬৬. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ: বেথুন কলেজ, কলকাতা। 

৬৭. পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য: বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, সিকিম ও আসাম। 

৬৮. পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ: পূর্বদিকে বাংলাদেশ এবং উত্তরদিকে নেপাল ও ভুটান অবস্থিত। 

৬৯. পশ্চিমবঙ্গের জলবায়ু: আদ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। 

৭০. পশ্চিমবঙ্গের ৫টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে: নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। 

৭১. পশ্চিমবঙ্গের অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল: দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। 

৭২. পশ্চিমবঙ্গের কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল: বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। 

৭৩. পশ্চিমবঙ্গের শীতলতম স্থান: দার্জিলিং। 

৭৪. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল। 

৭৫. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ: সান্দাকফু (৩.৬৩৬ মিটার)। 

৭৬. পশ্চিমবঙ্গের উচ্চতম গিরিপথ: জেলেপোলা। 

৭৭. পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গণ: যুবভারতী ক্রীড়াঙ্গণ। 

৭৮. পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ: ফারাক্কা ব্যারেজ (গঙ্গার ওপর নির্মিত ২,২৪৫ মিটার লম্বা)। 

৭৯. পশ্চিমবঙ্গের বৃহত্তম বাধ: ফারাক্কা বাঁধ। 

৮০. পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু: হাওড়া ব্রীজ (দৈঘ্য-৪৫৭ মিটার)।

৮১. পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রীজ: বর্তমানে জয়ী সেতু। (৩.৮ কিলোমিটার)। 

৮২. পশ্চিমবঙ্গের প্রাচীন বিশ্ববিদ্যালয়: কলকাতা বিশ্ববিদ্যালয়। 

৮৩. কলকাতার নামকরণ করেন: চার্লস আয়ার। 

৮৪. পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ: শহীদ মিনার (১৬৫ ফুট)। 

৮৫. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু: রূপনারায়ণ সেতু কোলাঘাট (৩৩১৪ ফুট)। 

৮৬. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো বাঁধ: দামোদর বাঁধ। 

৮৭. পশ্চিমবঙ্গের প্রথম কাগজের কল: বালিতে, রয়েল পেপার মিল। 

৮৮. পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ: ভিক্টোরিয়া মেমোরিয়াল (উচ্চতা-১৮২ ফুট)। 

৮৯. পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ: হাজারদুয়ারি (মুর্শিদাবাদ)। 

৯০. পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল: বিড়লা প্ল্যানেটোরিয়াম। 

৯১. পশ্চিমবঙ্গের উচ্চতম ভবন: দ্য ৪২। 

৯২. পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন গ্রন্থাগার: উইলিয়াম কেরি লাইব্রেরি। 

৯৩. পশ্চিমবঙ্গের বৃহত্তম সংগ্রহশালা (মিউজিয়াম): ইন্ডিয়ান মিউজিয়াম। 

৯৪. পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান: বোটানিক্যাল গার্ডেন, শিবপুর, (হাওড়া)। 

৯৫. পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা: জুলজিক্যাল গার্ডেনস্ (আলিপুর, কলকাতা)। 

৯৬. পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা: গঙ্গাসাগর মেলা। 

. পশ্চিমবঙ্গের বৃহত্তম ব-দ্বীপ: সুন্দরবন ব-দ্বীপ অঞ্চল। 

. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী: ভাগীরথী (দৈর্ঘ্য-৫৩০ কিমি)। 

৯৯. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর: নেতাজী সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট। 

১০. পশ্চিমবঙ্গের সর্বপ্রথম কাপড়ের কল: শ্রীরামপুরে বঙ্গলক্ষ্মী কটন মিল। 

১০. পশ্চিমবঙ্গের কুইনাইন উৎপাদন কারখানা: দার্জিলিং জেলার মংপুতে। 

১০২. বাংলার 'অক্সফোর্ড' বলে: নবদ্বীপকে। 

১০৩. পশ্চিমবঙ্গের রাজ্য পশু: মেছো বিড়াল। 

১০৪. পশ্চিমবঙ্গের রাজ্য পাখি: সাদা গলা  মাছরাঙ্গা 

১০৫. পশ্চিমবঙ্গের রাজ্য ফুল: শিউলী। 

১০৬. পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদ: ছাতিম।

 এই পোষ্টের PDF পেতে নিচের লিংকে ক্লিক করুন⤵️

PDF DOWNLOAD

 

একটি মন্তব্য পোস্ট করুন for "পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: (Important Questions and Answers about West Bengal with PDF) "