স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা; গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা।


১. স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কি?

উঃ- স্থানীয় জনসাধারণ দ্বারা যখন জেলা, গ্রাম ও শহর প্রভৃতির মতো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তখন সে শাসনব্যবস্থাকে স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা বলা হয়।

২. ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক কাকে বলা হয়?
উঃ- লর্ড রিপনকে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক বলা হয়।

৩. পঞ্চায়েত ব্যবস্থার জন্য প্রথম কোন কমিটি গঠন করা হয়?
উঃ- পঞ্চায়েত ব্যবস্থার জন্য প্রথম বলবন্তরাই মেহতা কমিটি গঠন করা হয়।

৪. বলবন্তরাই মেহতা কমিটি কবে গঠন করা হয়?
উঃ- বলবন্তরাই মেহতা কমিটি ১৯৫৬ সালে গঠন করা হয়।

৫. বলবন্তরাই মেহতা কমিটি কবে মূল্যবান সুপারিশ প্রদান করেন?
উঃ- বলবন্তরাই মেহতা কমিটি ১৯৫৭ সালে মূল্যবান সুপারিশ প্রদান করেন।

৬. বলবন্তরাই মেহতা কমিটির প্রধান সুপারিশ কী ছিল?
উঃ- বলবন্তরাই মেহতা কমিটির প্রধান সুপারিশ ছিল ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ।

৭. কোন রাজ্যে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা গড়ে ওঠে?
উঃ- ১৯৫৯ সালের ২রা অক্টোবর নাগৌর জেলায় প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা গড়ে ওঠে।

৮. জনতা সরকার কত সালে অশোেক মেহতা কমিটি তৈরি করে?
উঃ- জনতা সরকার ১৯৭৭ সালে অশোক মেহতা কমিটি তৈরি করে।

৯. অশোক মেহেতা কমিটির উল্লেখযোগ্য সুপারিশ কী ছিল?
উঃ- অশোক মেহেতা কমিটির উল্লেখযোগ্য সুপারিশ ছিল রাজনৈতিক দল ভিত্তিক নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েতী রাজ ব্যবস্থাকে শক্তিশালী করা।

১০. কোন সংবিধান সংশোধনে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়?
উঃ- ১৯৯২ সালে ৭৩ তম সংবিধান সংশোধনে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়।

১১. ৭৩ তম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতের সাধারণ মেয়াদ কত হবে?
উঃ- ৭৩ তম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতের সাধারণ মেয়াদ হবে ৫ বছর।

১২. ৭৩ তম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতে মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকবে?
উঃ- ৭৩ তম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ (১/৩) আসন সংরক্ষিত থাকবে।

১৩. পঞ্চায়েত ভোেট কে পরিচালনা করে?
উঃ- রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোেট পরিচালনা করে

১৪. রাজ্য নির্বাচন কমিশনার কে নিযুক্ত করেন?
উঃ- রাজ্যপাল কর্তৃক রাজ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন।

১৫. এখনো কোন কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠিত হয়নি?
উঃ- মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও লাক্ষাদ্বীপে এখনো পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠিত হয়নি।

১৬. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে?
উঃ- ভারতীয় সংবিধানের ৪০ নং ধারায় পঞ্চায়েত ব্যবস্থা উল্লেখ আছে।

১৭. ভারতীয় সংবিধানের কত ভাগ পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা আছে?
উঃ- সংবিধানের IX অংশে ২৪৩ থেকে ২৪৩(O) ধারা যুক্ত করেছে।

১৮. পঞ্চায়েতী রাজ ব্যবস্থার ভিত্তি স্তর কোনটি?
উঃ- গ্রাম সভাকে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার ভিত্তি হিসেবে বর্ণনা করা হয়েছে

১৯. পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কবে প্রবর্তিত হয়?
উঃ- পশ্চিমবঙ্গে ১৯৭৩ সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়।

২০. পশ্চিমবঙ্গে কবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচন হয়?
উঃ- পশ্চিমবঙ্গে ১৯৭৮ সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচন হয়।

২১. ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার স্তর গুলি কি কি?
উঃ- ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার স্তর গুলি হল-
I. গ্রাম পঞ্চায়েত
II. পঞ্চায়েত সমিতি
III. জেলা পরিষদ

গ্রাম পঞ্চায়েত

২২. পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি?
উঃ- পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হল গ্রাম পঞ্চায়েত।

২৩. গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত?
উঃ- গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ ৫ বছর।

২৪. গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত হয়?
উঃ- গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সংখ্যা কমপক্ষে ৫ এবং সর্বাধিক ৩০ হতে পারে।

২৫. গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কিভাবে নির্বাচিত হয়?
উঃ- গ্রাম পরিদর্শন ছাড়া জনসাধারণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়।

২৬. পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত রয়েছে?
উঃ- পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে।

২৭. গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের সদস্য হওয়ার নূন্যতম বয়স কত?
উঃ- গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের সদস্য হওয়ার নূন্যতম বয়স ২১ বছর।

২৮. গ্রাম পঞ্চায়েতে কে হলেন সর্বোচ্চ পদাধিকারী?
উঃ- গ্রাম পঞ্চায়েতে প্রধান হলেন সর্বোচ্চ পদাধিকারী।

২৯. গ্রাম পঞ্চায়েতের প্রধান কিভাবে নির্বাচিত হয়?
উঃ- গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য গণ প্রথম সভায় নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান এবং একজনকে উপপ্রধান নির্বাচিত করেন।

৩০. গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন?
উঃ- বি.ডি.ও গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন।

৩১. গ্রাম পঞ্চায়েতকে কোথায় তাদের কাজের জবাবদিহি করতে হয়?
উঃ- গ্রাম পঞ্চায়েতকে গ্রামসভার কাছে তাদের কাজের জবাবদিহি করতে হয়।

৩২. গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র কার কাছে দেন?
উঃ- গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র বিডিওর কাছে দেন।

৩৩. গ্রাম পঞ্চায়েতের বাজেট কে অনুমোদন করে?
উঃ- পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের বাজেট অনুমোদন করে।

৩৪. গ্রাম সংসদের সভা কে আহবান করেন?
উঃ- গ্রাম সংসদের সভা পঞ্চায়েত প্রধান আহ্বান করেন।

৩৫. গ্রাম সংসদ কিভাবে গঠিত হয়?
উঃ- প্রতিটি বুথ ভিত্তিক ভোটারদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়।

৩৬. গ্রাম সংসদের সভা বছরে কয়বার অনুষ্ঠিত হয়?
উঃ- গ্রাম সংসদের সভা বছরে ২ বার অনুষ্ঠিত হয়।

৩৭. গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন কোন মাসে হয়?
উঃ- গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন মে মাসে হয়।

৩৮. গ্রাম সংসদের ষান্মাসিক সভা কোন মাসে হয়?
উঃ- গ্রাম সংসদের ষান্মাসিক সভা নভেম্বর মাসে হয়।

৩৯. গ্রাম সংসদের সভায় কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
উঃ- গ্রাম সংসদের সভায় কোরাম হয় অত্যন্ত ১/১০ সদস্যের উপস্থিতিতে।

৪৯. গ্রামসভা কিভাবে গঠিত হয়?
উঃ- প্রতিটি পঞ্চায়েতের সমস্ত ভোটারদের নিয়ে গ্রামসভা গঠিত হয়।

৪১. গ্রামসভার বার্ষিক সভায় কোরামের জন্য প্রয়োজন কত সদস্যের উপস্থিতি?
উঃ- গ্রামসভার বার্ষিক সভায় কোরামের জন্য ১/২০ অংশ সদস্যের উপস্থিতি প্রয়োজন।

৪২. গ্রামসভার অধিবেশন বছরে কয়বার অনুষ্ঠিত হয়?
উঃ- গ্রামসভার অধিবেশন বছরে ১ বার অনুষ্ঠিত হয়।

৪৩. গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?
উঃ- গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন পঞ্চায়েত প্রধান।

৪৪. প্রধানের অনুপুস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?
উঃ- প্রধানের অনুপস্থিতিতে উপ-প্রধান গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন।

৪৫. গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা কোনটি?
উঃ- গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা হল ন্যায় পঞ্চায়েত।

৪৬. ন্যায় পঞ্চায়েতে কখন কোরাম হয়?
উঃ- ন্যায় পঞ্চায়েতের ৩ জন বিচারপতির উপস্থিতিতে কোরাম হয়।

পঞ্চায়েত সমিতি

৪৭. ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর কোনটি?
উঃ- ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হল পঞ্চায়েত সমিতি।

৪৮. পঞ্চায়েত সমিতির কে হলেন প্রশাসনিক প্রধান?
উঃ- পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন BDO (বি.ডি.ও)।

৪৯. পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ কত?
উঃ- পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ ৫ বছর।

৫০. পঞ্চায়েত সমিতির কে হলেন প্রধান কর্মকর্তা?
উঃ- পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন সভাপতি।

৫১. কত দিন অন্তর পঞ্চায়েত সমিতির সভা আহ্বান করা হয়?
উঃ- ৩ মাস অন্তর পঞ্চায়েত সমিতির সভা আহ্বান করা হয়।

৫২. ব্লক সংসদ কাদের নিয়ে গঠিত হয়?
উঃ- পঞ্চায়েত সমিতির সকল সদস্য এবং সংশ্লিষ্ট ব্লকের সকল গ্রাম পঞ্চায়েতের সদস্যকে নিয়ে ব্লক সংসদ গঠিত হয়।

জেলা পরিষদ

৫৩. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি?
উঃ- পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ।

৫৪. পশ্চিমবঙ্গের জেলা পরিষদগুলিতে প্রতিটি ব্লক থেকে কতজন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হন?
উঃ- পশ্চিমবঙ্গের জেলা পরিষদগুলিতে প্রতিটি ব্লক থেকে ৩ জন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হন।

৫৫. জেলা পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত?
উঃ- জেলা পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ ৫ বছর।

৫৬. জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে?
উঃ- জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন DM (ডি.এম)।

৫৭. জেলা পরিষদের কে হলেন প্রধান কর্মকর্তা?
উঃ- জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন সভাধিপতি।

৫৮. জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করেন?
উঃ- জেলা পরিষদের বাজেট রাজ্য সরকার অনুমোদন করে।

৫৯. জেলা প্রশাসনের প্রথম স্তম্ভ কাকে বলা হয়?
উঃ- জেলা প্রশাসনের প্রথম স্তম্ভ হলেন জেলাশাসক বা DM (ডি.এম)।

৬০. জেলাশাসককে কে নিযুক্ত করেন?
উঃ- জেলাশাসককে রাজ্য সরকার নিযুক্ত করেন।

৬১. পাসপোর্ট ও ভিসা কে মঞ্জুর করেন?
উঃ- পাসপোর্ট ও ভিসা মঞ্জুর করেন DM (ডি.এম)।

৬২. কাকে খুদে জেলাশাসক বলা হয়?
উঃ- SDO কে খুদে জেলাশাসক বলা হয়।

পৌরসভা

৬৩. পশ্চিমবঙ্গে পৌর বিল কবে পাস হয়?
উঃ- ১৯৯৩ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে পৌর বিল পাস হয়।

৬৪. পৌরসভার নির্বাচিত সদস্যদের কী বলা হয়?
উঃ- পৌরসভার নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয়।

৬৫. পৌরসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স কত?
উঃ- পৌরসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স ২১ বছর।

৬৬. পৌরসভার নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ কত?
উঃ- পৌরসভার নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ ৫ বছর।

৬৭. মেয়াদ শেষ হবার পূর্বে কে পৌরসভা ভেঙে দিতে পারেন?
উঃ- মেয়াদ শেষ হবার পূর্বে রাজ্য সরকার পৌরসভা ভেঙে দিতে পারেন।

৬৮. পৌরসভার প্রধানকে কী বলা হয়?
উঃ- পৌরসভার প্রধানকে চেয়ারম্যান বলা হয়।

৬৯. বড় শহরের পৌর প্রতিষ্ঠানের কী বলা হয়?
উঃ- বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে কর্পোরেশন বলা হয়।

৭০. কলকাতা কর্পোরেশন কবে গঠিত হয়?
উঃ- কলকাতা কর্পোরেশন ১৭২৭ খ্রিস্টাব্দে গঠিত হয়।

৭১. কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আইন কবে পাস হয়?
উঃ- কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আইন ১৯৫১ খ্রিস্টাব্দে পাশ হয়।

৭২. কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আইন কবে পাস হয়?
উঃ- কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আইন ১৯৫১ খ্রিস্টাব্দে পাশ হয়।

৭৩. কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কে হলেন প্রধান কর্মকর্তা?
উঃ- কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রধান কর্মকর্তা হলেন মেয়র।

৭৪. কর্পোরেশনের প্রশাসনিক প্রধান কে?
উঃ- কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন কমিশনার।

৭৫. কততম সংবিধান সংশোধনীতে পৌরসভা গঠনের কথা বলা হয়েছে?
উঃ- ৭৪ তম সংবিধান সংশোধনী (১৯৯২ খ্রিষ্টাব্দ)।

এই পোস্টের pdf পেতে নিচের লিংকে ক্লিক করুন ⤵️

একটি মন্তব্য পোস্ট করুন for "স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা; গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা।"