ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ১৪৫০+ প্রশ্নোত্তর: (Important 1450+ Indian History Questions and Answers):


1. ইতিহাসের জনক কে?

উঃ- হেরোডোটাস

2. কোন যুগকে খাদ্য সংগ্রহকারী যুগ বলা হয়?

:- প্রাচীন প্রস্তর

3. কোন যুগকে খাদ্য উৎপাদনকারী যুগ বলা হয় ?

:- নব্য প্রস্তরযুগ

4. প্রাচীন প্রস্তর যুগের সাক্ষ্যবহন করে কোন সংস্কৃতি?

:- সোয়ান সংস্কৃতি

5. ভারতে নব্যপ্রস্তরযুগের স্থায়িত্বকাল কত খ্রীষ্টপূর্বাব্দ ?

:- ৪০০০-২০০০ খ্রিস্টপূর্বাব্দ

6. আনুমানিক কত খ্রীষ্টপূর্বাব্দে প্রাচীন যুগ শেষ হয়?

:- ৮০০০ খ্রিস্টপূর্বাব্দ

7. ভারতবর্ষ 'নৃতত্ত্বেরজাদুশালাকথাটিকে বলেছেন?

উঃ- ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ

8. ভারতবর্ষ 'হিমালয়ের দান  'কথাটি কে বলেছেন?

উঃ- ঐতিহাসিকড. কে.এম. পানিক্কর

9. হিমালয়ের 'মানসকন্যাহিসাবে কোন  দেশ পরিচিত?

উঃ- ভারতবর্ষ

10. হিমালয় পর্বতমালা কে ভারতের 'ইমায়োস' বলে উল্লেখ করেছেন কে?

উঃ- টলেমি

11. হরপ্পা সভ্যতা কোন যুগের ?

:- তাম্র প্রস্তর যুগের

12. সিন্ধুসভ্যতা কখন বিকাশ লাভ করে ?

:- আনুমানিক তিন হাজার খ্রীষ্টপূর্বাব্দে

13. মহেন-জো-দারো কোথায় অবস্থিত ছিল ?

:- সিন্ধু প্রদেশের  লারকানা জেলায়

14.  সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয় ?

:- ১৯২২ খ্রিস্টাব্দে

15. সিন্ধুসভ্যতা কখন ধ্বংস হয় ?

:- আনুমানিক খ্রিস্টপূর্ব ২৫০০ থেকে ২০০০অব্দে  মধ্যে

16. সিন্ধুসভ্যতায় কোন ধাতুর সন্ধান পাওয়া যায়নি ?

:- লোহা

17.  সিন্ধু সভ্যতার খননকার্য পরিচালনা করেন কে?

:- স্যার জন মার্শাল

18. মেহেরগড় সভ্যতায় কৃষির সর্বোচ্চ অগ্রগতি কোন পর্যায়ে ঘটে?

:- তৃতীয় পর্যায়ে

19. হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

:- রাভি নদীর তীরে

20. কত পরিমান জায়গা জুড়ে মেহেরগড়ের  প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হয়েছে ?

:- ৫০০একর

21. সিন্ধুসভ্যতাকে আবিষ্কার করেন ?

:- রাখালদাস বন্দ্যোপাধ্যায়

22. মহেনজোদারো কথাটির অর্থ কি ?

:- মৃতেরস্তূপ

23. হরপ্পা শব্দের অর্থকি ?

:- পশুপতির খাদ্য

24. লোথালে আবিষ্কৃত জাহাজঘাটাটি কোন নদীর  ওপর অবস্থিত ?

:- ভোগাবর নদীর

25. সিন্ধু নগরেযেনর কঙ্কাল পাওয়া গেছে তার মধ্যে কোন জাতির কঙ্কাল দেখা যায় ?

:- ভূমধ্যসাগরীয় বা দ্রাবিড়জাতির

26. 'আর্য' শব্দের অর্থ কি ?

উঃ- বিশ্বস্তজন

27. হরপ্পার ধর্মীয় প্রতীক হিসাবে কোন চিহ্নের  ব্যবহার দেখা যায় ?

:- স্বস্তিকা চিহ্নের

28. সিন্ধুসভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে ?

:- সিন্ধুনদের তীরে

29. হরপ্পার রুদ্রাক্ষ কোথায় পাওয়া গেছে ?

:- মেসোপটেমিয়ায় 

30.  ঋক বৈদিক যুগের প্রজাতান্ত্রিক রাষ্ট্রে শাসকদের কি বলা হত ?

উঃ- গণপতি বা জ্যেষ্ঠ

31. ঋক বৈদিকযুগে রাজারা প্রজাদের কাছ থেকে যে কর আদায় করতেন তাকে কি বলা হত?

উঃ- ‘বলি'

32. ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন বর্ণের মানুষে সেবার কাজে যুক্ত থাকত কারা?

উঃ- শুদ্ররা

33.  ঋকবৈদিক যুগে একশত দাঁড় বিশিষ্ট সামুদ্রি জাহাজকে কি বলা হত?

উঃ- শতঅরিত্র

34. ঋকবৈদিক যুগে আর্যদের শ্রেণী বিভাজনের কথা কোন গ্রন্থ থেকে জানা যায় ?

উঃ- ঋকবেদের পুরু  সূত্র থেকে

35. বেদ কথার অর্থ কি ?

উঃ- জ্ঞান      

36. বেদগুলির মধ্যে কোনটি প্রাচীনতম?

উঃ- ঋকবেদ

37. আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল?

উঃ- গরু

38. বেদাঙ্গ কয়টি ?

উঃ- 6 টি

39. আয়ুর্বেদ শাস্ত্রের উৎস ভূমি কি ?

উঃ- যজুর্বেদ

40. আর্যরা  প্রথম ভারতে  কোথায় বসতি স্থাপন  করেন ?

উঃ- পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চলে

41. বৈদিকযুগে ভিষক কাদের বলা হত ?

উঃ- চিকিৎসকদের

42. বেদের অপর নাম কি ?

উঃ- শ্রুতি

43. বৈদিক যুগের প্রথম কোন ধাতুর ব্যবহার প্রচলিত হয়েছিল ?

উঃ তামা

44. বেদ কয় প্রকার ?

উঃ- চারপ্রকার

45. আর্যদের কোন আশ্রমকে 'যতি' বলা হয় ?

উঃ- সন্ন্যাস

46. সিন্ধুসভ্যতা ও আর্যসভ্যতার মধ্যে কোনটি  প্রাচীন ?

উঃ- সিন্ধুসভ্যতা

47. বেদের তৃতীয় ভাগটির নাম কি ?

উঃ- যজুঃ

48. সিন্ধুঅঞ্চলে আবিষ্কৃত পোতাশ্রয়টি কোথায়   অবস্থিত ছিল ?

উঃ- গুজরাটের অন্তর্গত লোথালে

49.  'কুসীদিন' কাদেরবলাহত ?

উঃ- সুদের ব্যবসায়ীদের

50. সিন্ধু থেকে মেসোপটেমিয়ায় প্রধান রপ্তানিযোগ্য পণ্য কি ?

:- সুতিবস্ত্র

51. সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা ?

:- নগরকেন্দ্রিক

52. হরপ্পার পোড়ামাটির শীল কোথায় পাওয়া গেছে ?

:- মেসোপটেমিয়ায়

53. সিন্ধু সভ্যতায় পোতাশ্রয়টি কোথায় আবিষ্কৃত হয় ?

:- লোথালে

54. মহেঞ্জোদারোয় প্রাপ্ত স্নানাগারটির আয়তন কত  ছিল ?

উঃ- ১৮০ × ১০৮ফুট

55. লোথাল কি ?

:- বাণিজ্যিক বন্দর

56. সিন্ধুর আক্রমণকারীরা আর্য নয় কোন ঐতিহাসিক একথা বলেছেন ?

উঃ- . এল. ব্যাসাম

57. 'বিশ’ বাজন' এর প্রধান শাসনকর্তা কে কি বলা হত ?

উঃ- বিশপতি বা রাজন

58. হস্তিনাপুর কোন রাজ্যের রাজধানী ছিল ?

উঃ- কুরু

59. সিন্ধু সভ্যতায় পরিচিত লোভাল বন্দর টি কোন নদীর তীরে অবস্থিত ছিল ?

উঃ বুরুঙ্গা নদী

60. হরপ্পায় প্রাপ্ত শস্যাগারটির আয়তন কত ছিল?

উঃ- ১৬৯ × ১৩৫ফুট

61. সিন্ধু সভ্যতায় কোন জন্তুর সন্ধান পাওয়া যায় নি?

:- ঘোড়া

62. 'Birth of Indian civilisation' গ্রন্থটির  লেখক কারা ?

উঃ- ব্রিডজেট এবং  রেমও অলচিন

63. গ্রামের শাসককে কি বলা হত ?

উঃ- গ্রামণী

64. হরপ্পার শস্যাগারটিকে কোন ঐতিহাসিক রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেন ?

:- ব্যাসাম

65.বৈদিকযুগের প্রধান বাহন কি ছিল?

উত্তর : ঘোড়া

66. ঋকবৈদিক যুগে কতগুলি গ্রাম নিয়ে গড়ে ওঠা রাজনৈতিক সংগঠনকে কি বলা হত?

উঃ- বিশ বা জন

67. কুলাপ বা কুলপতি কাকে বলা হত ?

উঃ- পরিবারের শাসককে

68. হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি ?

উঃ- সুমেরীয় সভ্যতা

69. মেহেরগড় স্থানটি কবে আবিষ্কৃত হয় ?

:- ১৯৭৭-৭৮ খ্রিস্টাব্দে

70. ঋকবৈদিক যুগে মানুষের জীবনযাত্রার শেষ ভাগের নাম কি ?

উঃ- সন্ন্যাস

71. ঋকবৈদিক যুগে মানুষের জীবনযাত্রা কটি ভাগে বিভক্ত ছিল ?

উঃ- চারটি ভাগে বিভক্ত

72. মহেঞ্জোদারো নগরের অন্যতম আকর্ষনীয় বস্তু কি ছিল ?

উঃ  স্নানাগার

73. হরপ্পার কোন জায়গায় একটি পোতাশ্রয় ছিল ?

উঃ- লোথাল

74. মানুষ যে যুগে পাথর ও তামার যন্ত্রপাতির ব্যবহার করত তার নাম কি ?

উঃ- ধাতুরযুগ

75. বৈদিকদের মধ্যে শ্রেণী বৈষম্যের ভিত্তি কি ছিল ?

উঃ- বর্ন

76. প্রথম কোথায় কৃষিসম্প্রদায়ের আবির্ভাব ঘটে ?

:- বালুচিস্তানে

77. বৈদিকযুগে 'গয়না' শব্দের অর্থ নিষ্ক ছিল পরে এর দ্বারা কি বোঝায় ?

উঃ- মুদ্রা

78.  ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি ?

:- মেহেরগড়সভ্যতা

79. ক্ষেত্রবেদ কি ?

উঃ- অথর্ববেদ

0. ঋকবৈদিক যুগে কোন দেবতাকেপুরন্দরবলা হত ?

উঃ- দেবরাজ 'ইন্দ্ৰকে'

81. ব্রিগেডিয়াররস কখন খনন কার্য চালান ?

:- ১৯৩০খ্রিস্টাব্দে

82. মেহেরগড় স্থানটি আবিষ্কার করেন কে ?

:- রিচার্ডমিডো ও জন ফ্রাঁসোয়াজারেজ

83. ভারতের কোন অংশকে আর্যাবর্ত বলা হয় ?

উঃ- উত্তর ভারতকে

84. কোন গ্রন্থে মেহেরগড় সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে ?

:- 'The rise civilisation in India and Pakistan'.

85. চতুর্যামের প্রবর্তক কে ছিলেন ?

উঃ- পার্শ্বনাথ

86. জৈনধর্মে কত জন তীর্থঙ্কর ছিলেন?

উঃ- ২৪জন

87. তীর্থঙ্কর কথার অর্থ কি ?

উঃ- জৈনধর্মগুরু

88. মহাবীর কখন জন্মগ্রহণ করেন ?

উঃ- খ্রিস্টপূর্ব ৫৪০অব্দে

89. ২৪ তম জৈন তীর্থঙ্কর কে ?

উঃ- মহাবীর

90. মহাবীরের আসল নাম কি ?

উঃ- বর্ধমান

91. মহাবীরের মাতার নাম কি ?

উঃ- ত্রিশলা

92. মহাবীরের পিতার নাম কি ?

উঃ- সিদ্ধার্থ

93. জৈন ধর্মে শেষ তীর্থঙ্কর  কে ছিলেন ?

উঃ- মহাবীর

94. মহাবীরের মাতা কোন বংশের কন্যা ছিলেন ?

উঃ- লিচ্ছবি

95. কত বছর বয়সে মহাবীরের মৃত্যু হয় ?

উঃ- প্রায় ৮০বছর (মতান্তরে ৭২ বছর)

96. মহাবীর প্রথম জীবনে কাকে বিবাহ করেছিলে ?

উঃ- যশোদাকে

97. কোথায় মহাবীর দেহত্যাগ করেন ?

উঃ- রাজগৃহের 'পাবা' নগরীতে

98. জৈন ধর্মের মূল লক্ষ্য কি ?

উঃ- আত্মার মুক্তি

99. মহাবীর কোন গাছের তলায় বসে তপস্যা  করেন ?

উঃ- শালগাছ

100. জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি ?

উঃ- আগম বা সিদ্ধান্ত

101.  'নির্গ্রন্থ' নামে কে পরিচিত ?

উঃ- মহাবীর

102. নিগ্রন্থনাথপুত্র কে ?

উঃ- মহাবীর

103. মহাবীরের উপদেশ গুলি কোন খন্ডে লিপিবদ্ধ আছে ?

উঃ- 'দ্বাদশঅঙ্গে'

104. দ্বাদশ অঙ্গ কোন ভাষায় লেখা ?

উঃ- প্রাকৃত

105.জৈনরা কয়টি মহাব্রত পালনের কথা বলেছে ?

উঃ- পাঁচটি

106. জৈনধর্মশাস্ত্র কয় ভাগে বিভক্ত?

উঃ- চারভাগে

107. জৈনধর্মের দুটি পন্থা কি কি ?

উঃ- দিগম্বর ও শ্বেতাম্বর

108. শ্বেতাম্বর সম্প্রদায়ের নেতৃত্বকে দেন?

উঃ- স্থলবাহু

109. দিগম্বর সম্প্রদায়ের নেতৃত্ব কে দেন?

উঃ- ভদ্রবাহু

110.  জৈন শ্রমন সংঘের প্রতিষ্ঠাতা কে?

উঃ- মহাবীর

111. বুদ্ধদেবের পূর্ব নাম কি ছিল ?

উঃ- সিদ্ধার্থ ও গৌতম

112. 'জাতক' কি ?

উঃ- একটি বৌদ্ধগ্রন্থ

113. বুদ্ধদেবের পিতার নাম কি ছিল ?

উঃ- শুদ্ধোধন

114. বুদ্ধদেবের মাতার নাম কি ছিল ?

উঃ- মায়াদেবী

115. বুদ্ধদেব কত বছর বয়সে গৃহত্যাগ করেন?

উঃ- ২৯ বছর বয়সে

116. বুদ্ধদেব কোথায় সিদ্ধিলাভ করেন?

উঃ- উরুবিন্নস্থানে

117. বুদ্ধদেব কোন গাছের তলায় বসে তপস্যা করেন ?

উঃ- অশ্বত্থগাছ (পিপলগাছ)

118. বুদ্ধদেব প্রথম কোথায় ধর্মপ্রচার করেন ?

উঃ- সারনাথের মৃগদাবে

119. গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয় ?

উঃ- মহাভিনিষ্ক্রিমণ

120.  গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয় ?

উঃ- মহাপরিনির্বাণ

121. বুদ্ধদেব কোথায় দেহত্যাগ করেন?

উঃ- কুশিনগরে

122. বুদ্ধদেবের দেহাবশেষ যেখানে সংরক্ষিত আছে তার নাম কি ?

উঃ- স্তুপ

123. বুদ্ধদেব কত বছর বয়সে মারা যান ?

উঃ- আশি বছর বয়সে

124. 'ত্রিপিটক' এর কয়টি ভাগ ?

উঃ- তিনটি

125. বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি?

উঃ- ‘ত্রিপিটক'

126. বৌদ্ধশাস্ত্র কী ভাষায় লেখা ?

উঃ- প্রধানত পালি ভাষায়

127. ধর্মচক্র প্রবর্তন কার নামের সাথে জড়িত?

উঃ- গৌতমবুদ্ধ

128. বুদ্ধদেবের পুত্রের নাম কি ছিল ?

উঃ- রাহুল

129. বুদ্ধদেব প্রথমে কয়জন ব্যক্তির কাছে ধর্মমত প্রচার করেন ?

উঃ- পাঁচজন

130. বৌদ্ধ ধর্মে দুঃখ নিবৃত্তির পন্থাকে কি বলে?

উঃ- অষ্টাঙ্গিকমার্গ

131.  বুদ্ধদেবের একজন শিষ্যার নাম উল্লেখ করো

উঃ- মল্লিকা (রাজাপ্রসেনজিতেররানি)

132. শীল' কী ?

উঃ- বুদ্ধদেবের নৈতিক উপদেশ

133. প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়?

উঃ- রাজগৃহে

134. কোন রাজার আমলে প্রথম বৌদ্ধ সংগীতি হয় ?

উঃ- মগধ সম্রাট অজাতশত্রুর আমলে

135. দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোন রাজার আমলে হয়েছিল ?

উঃ- কালাশোকের আমলে

136. দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয় ?

উঃ- বৈশালীতে

137. তৃতীয় বৌদ্ধসংগীতি কোথায় হয়?

উঃ- ২৫১ খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে

138. তৃতীয় বৌদ্ধসংগীতি কোন রাজার আমলে হয় ?

উঃ- মৌর্য সম্রাট অশোকের আমলে

139. চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় হয়?

উঃ- কাশ্মীরের কুন্তলবনবিহারে (পেশোয়া)

140. চতুর্থ বৌদ্ধসংগীতি কোন রাজার আমলে হয় ?

উঃ- কুষাণ সম্রাট কনিষ্কের আমলে

141. বুদ্ধদেবের দীক্ষাপ্রাপ্ত উল্লেখযোগ্য গণিকার নাম কি ?

উঃ- আম্রপালি৷

142. বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করে যারা সংসারধর্ম পালন করতেন তাদের কি বলা হত?

উঃ- উপাসক

143. বৌদ্ধ সন্ন্যাসীরা কি নামে পরিচিত ?

উঃ- ভিক্ষু

144. ষোড়শ মহাজন পদগুলির মধ্যে কতগুলি রাজতান্ত্রিক ?

উঃ- ১৪ টি

145. ভারতের হৃৎপিণ্ডকোন অঞ্চলকে বলা হয়?

উঃ- গাঙ্গেয় সমভূমি অঞ্চলকে

146. ষোড়শ মহাজদের মধ্যে একটি রাষ্ট্রের নাম উল্লেখ করো

উঃ- বৃজি বা মল্ল

147. দক্ষিণ ভারতে অবস্থিত একটি মহাজনপদের নাম উল্লেখ করো

উঃ- অস্মক

148. 'অষ্টাধ্যায়ী' গ্রন্থের লেখক কে ?

উঃ- পাণিনি

149. 'প্রবন্ধকোষকার রচনা ?

উঃ- রাজ শেখরের

150. কোন রাজ্য কে কেন্দ্র করে ভারতে প্রথম  সাম্রাজ্য গঠিত হয় ?

উঃ- মগধ রাজ্যকে

151. মগধ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- মহারাজ বিম্বিসার

152. বিম্বিসার কখন রাজত্ব করতেন ?

উঃ- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে

153. বিম্বিসার কার সমসাময়িক ছিলেন ?

উঃ- বুদ্ধদেবের

154. বিম্বিসারের সময় মগধের রাজধানী কোথায় ছিল ?

উঃ- রাজগৃহ

155. বিম্বিসারের পুত্রের নাম কি ?

উঃ- অজাতশত্রু

156. কার সময়ে পাটলিপুত্র নগরী স্থাপিত হয়?

উঃ- অজাতশত্রুর সময়ে

157. বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন?

উত্তর : ধর্মপাল

158.  প্রিয়দর্শীকা কে লিখেন?

উত্তর : হর্ষবর্ধন

159. 'মৃচ্ছকটিক' কার লেখা ?

উঃ- শূদ্রকের লেখা

160. পতঞ্জলির লেখা একটি গ্রন্থের নাম উল্লেখ করো

উঃ- 'মহাভাষ্য'

161. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?

উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে

162. কোন সাম্রাজ্যের শাসক বর্গকে দেবদেবীর সাথে তুলনা করা হত ?

উঃ  গুপ্তসাম্রাজ্য

163. আলেকজান্ডার ভারত আক্রমণ করলে কে তাকে স্বাগত জানান ?

উঃ তক্ষশীলার রাজা অম্ভি

164. 'বুদ্ধচরিত' গ্রন্থের লেখক কে?

উঃ- অশ্বঘোষ

165.' হর্ষচরিত গ্রন্থের লেখক কে ?

উঃ- বানভট্ট

166. বিশাখাদত্তের লেখা একটি গ্রন্থের নাম উল্লেখ করো

উঃ- 'মুদ্রারাক্ষস'

167. ফারসি ভাষায় রামায়ণ অনুবাদ কে করেন?

উঃ- বাদায়ুনি

168. অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন ?

উঃ- জেমস প্রিন্সেপ

169. 'দৈবপুত্র' উপাধি কে ধারণ করেন?

উঃ- কনিষ্ক

170. নাসিক প্রশস্তিতে কার কীর্তির বর্ণনা রয়েছে ?

উঃ- গৌতমী পুত্র সাতকর্ণী

171. 'বিক্রমাঙ্কদেবচরিত' কার লেখা ?

উঃ- বিহ্বনের লেখা

172. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন?

উঃ- হিউয়েনসাঙ

173. 'রামচরিত' কার রচনা?

উঃ- সন্ধ্যাকর নন্দীর

174. ইতিহাসের নোঙর কোন উপাদানকে বলা হয়?

উঃ- প্রত্নতাত্ত্বিক উপাদানকে

175. কোন পর্বত ভারতকে দুই ভাগে বিভক্ত করে?

উঃ- বিন্ধ্যপর্বত

176. জুনাগর স্তম্ভলিপিতে কোন রাজার কাহিনী লিপিবদ্ধ আছে?

উঃ- শকরাজা রুদ্রদমনের

177. 'ফু-কুয়ো-কিং' গ্রন্থটি কার লেখা?

উঃ- চীনা পর্যটক ফা-হিয়েনের

178. ইৎসিং কে ?

উঃ- চীনা পরিব্রাজক

179. 'পৃথ্বীরাজচরিতকার রচনা ?

উঃ- চাঁদবদাই-এর রচিত

180. 'রামচরিতমানস' কে রচনা করেন?

উঃ- তুলসীদাস

181. দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাহিনী জানা যায় কোন লিপি থেকে ?

উঃ- ‘এরান' লিপিথেকে

182. গুপ্ত সম্রাটরা কোন ধর্মের অনুরাগী  ছিলেন ?

উঃ- ব্রাহ্মণ্য ধর্মের

183. ভারতের সুবর্ণযুগ কোন সময়কে বলা হয় ?

উঃ- গুপ্তযুগকে

184. 'সম্পট' লিপি থেকে কোন রাজার কাহিনী জান যায় ?

উঃ- কনিষ্কের

185. দ্বিতীয় রুদ্র সেন কে ছিলেন ?

উঃ- বাকাটকরাজ

186. দ্বিতীয চন্দ্রগুপ্তের রাজসভায় শ্রেষ্ঠ কবি কে ?

উঃ- কালিদাস

187. কোন গুপ্ত সম্রাটকে 'লিচ্ছবিদৌহিত্র' বলা হয়?

উঃ- সমুদ্রগুপ্তকে

188. প্রথম কুমারগুপ্ত কি উপাধি ধারণ করেছিলেন ?

উঃ- মহেন্দ্রাদিত্য

189. প্রথম কুমারগুপ্ত কোন ব্যক্তির আক্রমনকে   প্রতিহত  করেছিল ?

উঃ- পুষ্যমিত্রের

190. নালন্দা বিশ্ববিদ্যালয় কে গড়ে তোলেন ?

উঃ- প্রথম কুমারগুপ্ত

191. মুক্তিদাতা কোন গুপ্ত সম্রাটকে বলা হয় ?

উঃ- স্কন্দগুপ্তকে

192. ভারত রক্ষাকারী কোন গুপ্ত সম্রাটকে বলা হয় ?

উঃ- স্কন্দগুপ্তকে

193. স্কন্দগুপ্তকে কে ভারতরক্ষাকারী হিসেব চিহ্নিত  করেছেন ?

উঃ- ভিনসেন্ট স্মিথ

194. প্রথম কুমার গুপ্ত কত বছর  রাজত্ব করেন?

উঃ- চল্লিশ বছর

195. সমুদ্রগুপ্ত রচিত কাব্যগ্রন্থটির নাম কি ?

উঃ- 'কৃষ্ণচরিতম'

196. গুপ্তবংশে শেষ শক্তিশালী সম্রাট কে ?

উঃ- স্কন্দগুপ্ত

197. কোন গুপ্ত সম্রাট হূণ আক্রমণ প্রতিহত  করেন ?

উঃ- স্কন্দগুপ্ত৷

198. শেষ গুপ্ত সম্রাট কে ?

উঃ- দ্বিতীয় জীবিতগুপ্ত

199. বীরসেন কে ?

উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী

200. 'ইন্ডিয়ান শেক্সপিয়র' কাকে বলা হয় ?

উঃ- কালিদাসকে

201. গুপ্ত যুগে প্রধান সেনাপতিকে কি বলা হত ?

উঃ- মহাদন্ডনায়ক

202. গুপ্তযুগে অশ্ব বিভাগের প্রধানকে কি বলা হত  ?

উঃ- মহাশ্বপতি

203. গুপ্তযুগে হস্তীবাহিনীর প্রধানকে কি বলা হত ?

উঃ- মহাপীলুপতি

204. কোন গুপ্ত সম্রাটের শাসনকালকে   'শান্তি ও সমৃদ্ধি'র যুগ বলা হয় ?

উঃ- প্রথম কুমারগুপ্তের শাসনকালকে

205. সমুদ্রগুপ্তের প্রধান  সেনাপতির নাম কি ছিল ?

উঃ- আম্রকানদেব

206. মিলিন্দপঞ্চহো কি ?

উঃ- বৌদ্ধ ধর্মগ্রন্থ

207. কৌটিল্যের আসল নাম কি ছিল ?

উঃ- বিষ্ণুগুপ্ত

208. মিলিন্দপঞ্চহো কে রচনা করেন ?

উঃ- নাগসেন

209. মিহিরকুল কে ?

উঃ- একজন হূণ নেতা

210. রাজ্যবর্ধন কার নিকট পরাজিত ও নিহত হন ?

উঃ- শশাঙ্কের নিকট

211. চন্দ্ৰবৰ্মন কোন রাজ্যের রাজা  ছিলেন ?

উঃ- শুশুনিয়া (পশ্চিমবঙ্গ, বাঁকুড়া)

212. কোন বিদেশি রাজা প্রথমবৈষ্ণব ধর্মগ্রহ করেন ?

উঃ- হেলিয়োক্লেপস

213. ওয়াং উপাধি' কে গ্রহণ করেন ?

উঃ- কুজুলকদফিসিস

214. "বরবরণবিক্রমচারুবিক্রমউপাধি কে গ্রহণ করেন ?

উঃ- গৌতমী পুত্র সাতকর্ণী

215. সাতবাহনদের রাজধানী পৈঠান কোন  নদী  তীরে অবস্থিত ?

উঃ- গোদাবরী নদীর

216. হূণদের আদি বাসস্থান কোথায় ছিল?

উঃ- মধ্য এশিয়ায়

217. 'ইন্ডিয়ান এটিকা' কাকে বলা হয়?

উঃ- মিহিরকুলকে

218. মিহিরকুলকে কে পরাজিত করেন?

উঃ- যশোধর্মন

219.  যশোধর্মন কোথাকার রাজা ছিলেন ?

উঃ- মান্দাশোরের রাজা

220. কোন গুপ্ত সম্রাট ভারতরক্ষাকারী উপাধি গ্রহণ করেন ?

উঃ- স্কন্দগুপ্ত

221. বালভিরমৈত্রক বংশের শ্রেষ্ঠ নরপতি কে ?

উঃ- দ্বিতীয় রুদ্রসেন

222. পরবর্তী গুপ্তবংশের প্রথম শক্তিশালী নরপতি কে ?

উঃ- কুমারগুপ্ত

223. তোরমান কে ?

উঃ- একজন হূণনেতা

224. দেবগুপ্ত কোথাকার রাজা ছিলেন?

উঃ- মালবের রাজা

225. বাংলার প্রথম সার্বভৌমরাজা কে?

উঃ- শশাঙ্ক

226. শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন ?

উঃ- গৌড়ের

227. শশাঙ্কের রাজধান কোথায় ছিল ?

উঃ- কর্ণসুবর্ণ

228. আদিনা মসজিদ কোথায় অবস্থিত?

উঃ- পান্ডুয়ায়

229. শশাঙ্ক কোন রাজার সঙ্গে মিত্রতা স্থাপন করেন ?

উঃ- দেবগুপ্তের

230. প্রভাকর বর্ধন কে ?

উঃ- থানেশ্বরের রাজা

231. রাজ্যবর্ধন কে ?

উঃ-প্রভাকরবর্ধনের জ্যেষ্ঠপুত্র

232. রাজশ্রী কে ?

উঃ- প্রভাকর বর্ধনের একমাত্র কন্যা

233. শশাঙ্ক কোন ধর্মালম্বী ছিলেন ?

উঃ- শৈব্য

234. শিলাদিত্য কার উপাধি ?

উঃ- হর্ষবর্ধনের

235. হর্ষবর্ধনের লেখা একটি বইয়ের নাম করো

উঃ- রত্নাবলী

236. হর্ষবর্ধন কৰে সিংহাসনে বসেন ?

উঃ- ৬০৬ খ্রিস্টাব্দে

237. হর্ষচরিত কার রচনা ?

উঃ- বাণভট্টের

238. হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন ?

উঃ- বাণভট্ট

239. দক্ষিণ ভারতের কোন রাজাহর্ষবর্ধন কে  পরাজিত করেন ?

উঃ- দ্বিতীয় পুলকেশি

240. হিউয়েন সাঙের লিখিত গ্রন্থের নাম কি ?

উঃ- সি-ইউ-কি

241. প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- বৎসরাজ

242.  'সকলোত্তরপথনাথ' কাকে বলা হয়?

উঃ- হর্ষবর্ধনকে

243. হর্ষবর্ধনের সময়ে প্রাচ্যের বৃহত্তম শিক্ষাকেন্দ্ কি ছিল ?

উঃ- নালন্দা বিশ্ববিদ্যালয়

244. পুষ্যভূতি বংশের রাজধানী কোথায় ?

উঃ- কনৌজ

245. হর্ষবর্ধনের রাজত্বকালে আগত চীনা পর্যটককে ?

উঃ- হিউয়েন সাঙ

246. হর্ষবর্ধন শেষ জীবনে কোন ধর্মাবলম্বী ছিলেন ?

উঃ- বৌদ্ধ ধর্মাবলম্বী

247. প্রয়াগে পঞ্চবার্ষিকীমেলার আয়োজন কে  করেন ?

উঃ- হর্ষবর্ধন

248. পুষ্যভূতি রাজাদের রাজত্ব কোথায় ছিল ?

উঃ- থানেশ্বর

249. হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন ?

উঃ- পুষ্যভূতি বংশের

250. দ্বিতীয় পুলকেশি কোথাকার রাজা ছিলেন?

উঃ- দাক্ষিণাত্যের চালুক্য বংশের

251. হর্ষবর্ধনের সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের  অধ্যক্ষ  কে ছিলেন ?

উঃ- মহাপন্ডিত শীলভদ্র

252. বাংলার নির্বাচিত রাজা কে ?

উঃ- গোপাল

253. মাৎস্যন্যায়ের অবসান ঘটিয়েছিলেন কে ?

উঃ- গোপাল

254. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

উঃ- দেবপাল

255. পাল বংশের প্রথম রাজা কে ?

উঃ- গোপাল

256. মিলিন্দপহ কে লেখেন?

উত্তর : নাগসেন

257. ওদন্তপুরী মহাবিহার কে নির্মাণ করেন ?

উঃ- ধর্মপাল

258. হর্ষবর্ধনের চিরশত্রু কে?

উঃ- শশাঙ্ক

259. চর্যাপদ কোন যুগে রচিত হয়?

উঃ- পালযুগে

260. 'বিক্রমশীল' কার উপাধি ?

উঃ- ধর্মপালের

261. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেন?

উঃ- ধর্মপাল

262. ধর্মপাল কী উপাধি ধারণ করেন?

উঃ- পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ

263. মিতাক্ষরাআইন কে রচনা করেন?

উত্তর : বিজ্ঞানেশ্বর

264. সেনবংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ- সামন্তসেন

265. সেন রাজগণ কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন?

উঃ- ব্রাহ্মণ্য ধর্মের

266. কোন পাল রাজার সময় কৈবর্ত  বিদ্রোহ হয়?

উঃ- দ্বিতীয় মহীপালের  সময়

267. দিব্য কে?

উঃ- কৈবর্ত বিদ্রোহের নায়ক

268. কত খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হয়?

উঃ- ৬০৬ খ্রিস্টাব্দে (মতান্তরে ৬৩৭)

269.  অদ্ভুতসাগর কে রচনা করেন?

উত্তর : বল্লালসেন

270.  ধীমান কে?

উত্তর : পালযুগেরএকজনবিখ্যাতভাস্কর্যশিল্পী

271.  গঙ্গোইকোন্ড উপাধি কে গ্রহণ করেন?

উত্তর : প্রথম রাজেন্দ্রচোল

272.  শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক অবস্থাকে কি বলা হত?

উঃ- মাৎস্যন্যায়

273.  লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল ?

উঃ- লক্ষণাবতী

274.  অপরাজিত বর্মনকে কে নিহত করেন ?

উঃ- আদিত্যপাল

275.  কে কৌলীন্যপ্রথা প্রবর্তন করেন?

উঃ- বল্লালসেন

276.  বল্লাল সেনের গুরু কে ছিলেন?

উঃ- অনিরুদ্ধ

277.  লক্ষণসেনের পর বাংলার রাজা কে হন?

উঃ- কেশৰসেন

278.  কার আমলে রাজেন্দ্রচোল বাংলা আক্রমণ করেন ?

উঃ- দ্বিতীয় মহীপালের

279.  সন্ধ্যাকর নন্দী কার সভাকবি ছিলেন ?

উঃ- রামপালের

280.  বখতিয়ার খলজির বাংলা আক্রমণকালে বাংলার রাজা কে ছিলেন ?

উঃ- লক্ষণসেন

281.  হলায়ূধ কে ?

উঃ- লক্ষণসেনের প্রধানমন্ত্রী

282.  হর্ষাব্দ গণনা শুরু হয়  কোন বছর  থেকে?

উঃ- ৬০৬ খ্রিস্টাব্দ থেকে

283.   'দক্ষিণাপথনাথ' কাকে বলা হয় ?

উঃ- দ্বিতীয় পুলকেশিকে

284.  চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

উঃ- ষষ্ঠ বিক্রমাদিত্য

285.  প্রতিহার কথার অর্থ কি?

উঃ- দ্বাররক্ষী

286.  হর্ষবর্ধনের সময়ে মালবের রাজা কে ছিলেন?

উঃ- দেবগুপ্ত

287.  পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ- শিবস্কন্দ বর্মন

288.  পল্লব বংশের শেষ রাজা কে?

উঃ- অপরাজিত বর্মন

289.  ভীম কে?

উঃ- কৈবর্ত বিদ্রোহের নেতা

290.  কোন তুর্কি নেতা বাংলা আক্রমণ করেন?

উঃ- বখতিয়ার খলজি

291.   'আইহোলপ্রশস্তি' কার রচনা ?

উঃ- রবিকীর্তির

292.  কাদের আক্রমণে গুপ্ত সাম্রাজ্যের ভীত আলগা  হয়ে যায় ?

উঃ- হূণদের

293.  কে 'পৃথিবীবল্লব' উপাধিগ্রহণ করেন ?

উঃ- রাষ্ট্রকূটরাজা দ্বিতীয় বিক্রমাদিত্য

294.   ‘গীতগোবিন্দম্' কাব্য কার রচনা?

উঃ- কবি জয়দেবের

295.  পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে ?

উঃ- নরসিংহ বর্মন

296.  সিরাজের রাজধানী কোথায় ছিল?

উঃ- মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে

297.  আইহোল প্রশস্তিতে কোন রাজার কাহিনী লিপিবদ্ধ  আছে ?

উঃ- দ্বিতীয় পুলকেশির

298.  মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে

299.  বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?

উত্তর : ফিরোজশাহ

300.  চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি?

উত্তর : ব্রহ্মচর্য

301.  রাষ্ট্রকুট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর : তৃতীয় গোবিন্দ

302.  রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- দন্তিদুর্গ

303.  ভারবি কার সভাকবি ছিলেন ?

উঃ- সিংহবিষ্ণুর

304.  ধ্রুবসেন কোন বংশের রাজা ছিলেন ?

উঃ- বলভীরমৈত্রক বংশের

305.  রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

উঃ- তৃতীয় গোবিন্দ

306.  দ্বিতীয় নাগভট্ট  কে ?

উঃ- প্রতিহার বংশীয় রাজা বৎসরাজের পুত্র

307.  গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- হরিচন্দ্র

308.  কৃষ্ণ হুন গোষ্ঠীর নেতা কে ?

উঃ- এটিলা

309.  মহাবলপুর রথমন্দিরগুলি কে নির্মাণ করেন ?

উঃ- নরসিংহ বর্মন

310.  গান্ধার শিল্পের বিকাশ কখন হয়?

উঃ- কুষাণ আমলে

311.   'কিরাতার্জুনীয়ম' গ্রন্থটি কার লেখা ?

উঃ- ভারবির লেখা

312.  পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

উঃ- নরসিংহ বর্মন

313.  সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ?

উঃ- শূলপাণি

314.  ভারতের শেষ বৃহৎ হিন্দু সাম্রাজ্য কোনটি ?

উঃ- প্রতিহার বংশের সাম্রাজ্য

315.   ‘পবনদূত' কাব্যের রচয়িতা কে ?

উঃ- ধোয়ী

316.  কাঞ্চির কৈলাস মন্দিরটি কে নির্মাণ করেন  ?

উঃ- দ্বিতীয় নরসিংহ বর্মন

317.  'মন্তবিলাসপ্রহসন' নাটকটি কোন  ভাষায় লেখা ?

উঃ- সংস্কৃত ভাষায়

318.   'মিতাক্ষরাআইন' কে রচনা করেন ?

উঃ- বিজ্ঞানেশ্বর

319.  দ্বিতীয় পুলকেশির সভাকবির নাম কি ?

উঃ- রবিকীর্তি

320.  ‘দশকুমারচরিত' কার লেখা ?

উঃ- দন্ডিন

321.  গঙ্গোইকন্ডো কার উপাধি ?

উঃ- প্রথম রাজেন্দ্র চোলের

322.  মান্দাশোর লিপি কে খোদাই করেন ?

উঃ- যশোধর্মন

323.  শশাঙ্কের আগে বাংলার কোন গুপ্ত রাজারাজত্ব করতেন?

উঃ- মহাসেনগুপ্ত

324.  চোল বংশের শেষ শক্তিশালী রাজা কে?

উঃ- প্রথম কুলোতুঙ্গ

325.  প্রথম মহেন্দ্ৰবর্মনের লেখা একটি নাটকের নাম উল্লেখ করো

উঃ- ‘মত্তবিলাসপ্রহসন'

326.   'পল্লবমল্ল' কাকে বলা হয়?

উঃ- মহেন্দ্ৰবর্মনকে

327.  শোলাঙ্কি কি ?

উঃ- রাজপুতগোষ্ঠী

328.  চোল বংশের শেষ শক্তিশালী রাজা কে?

উঃ- বীর রাজেন্দ্র চোল

329.  মালিক কাফুর কবে চোল বংশের উচ্ছেদ ঘটায ?

উঃ- ১৩১০ খ্রিস্টাব্দে

330.  কুটুম্বিন কাদের বলা হয় ?

উঃ- রাষ্ট্রকূটদের

331.  কোন যুদ্ধে প্রথম নরসিংহবর্মন দ্বিতীয পুলকেশিকে পরাজিত ও নিহত করেন ?

উঃ- মণিমঙ্গলমের যুদ্ধে

332.  'মণিমঙ্গলমযুদ্ধ করে হয় ?

উঃ- ৬৪২ খ্রিস্টাব্দে

333 . মঙ্গলেশ কে ?

উঃ- প্রথম পুলকেশির পুত্র

334. বাণভট্ট কাকে গৌড়ভুজঙ্গ বলেছেন ?

উঃ- শশাঙ্ককে

335. কে শশাঙ্ককে গৌড়াধম বলেছেন ?

উঃ- বাণভট্ট

336. হরিচন্দ্র কত খ্রিস্টাব্দে প্রতিহার বংশ প্রতিষ্ঠা  করেন ?

উঃ- ৭৪০ খ্রিস্টাব্দে

337. প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

উঃ- মিহিরভোজ

338. প্রাচীন ইতিহাসে কোন ঘটনাকে রক্তপাতহীন বিপ্লব বলা হয় ?

উঃ- গোপাল পালের নির্বাচনকে

339. পালযুগের শ্রেষ্ঠ কবি কে ?

উঃ- সন্ধ্যাকরনন্দী

340. হিউয়েনসাঙ কাকে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা বলে উল্লেখ করেছেন ?

উঃ- দ্বিতীয়পুলকেশিকে

341. কার সময়ে ইলোরার কৈলাসনাথ মন্দিরটি  তৈরি হয় ?

উঃ- রাষ্ট্রকূট রাজ প্রথমকৃষ্ণের আমলে

342. রামেশ্বরসেতুবন্ধে কার বিজয়স্তম্ভ আছে ?

উঃ- তৃতীয়কৃষ্ণের

343. রাষ্ট্রকূট বংশের অবসান হয় কত খ্রিস্টাব্দে ?

উঃ- ৯৭৩ খ্রিস্টাব্দে

344. রাষ্ট্রকূটবংশের পতনকালে কে রাজা  ছিলেন ?

উঃ- চতুর্থ অমোঘবর্ষ

345.  'বিক্রমাঙ্কদেবচরিত' কার রচিত ?

উঃ- বিলহনের

346. বিলহনকার সভাকবি ছিলেন ?

উঃ- ষষ্ঠবিক্রমাদিত্যের

347. ষষ্ঠবিক্রমাদিত্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে  বসেন ?

উঃ- ১০৭৬ খ্রিস্টাব্দে

348. ষষ্ঠ বিক্রমাদিত্য কোন বংশের রাজা ছিলেন ?

উঃ- কল্যাণের  চালুক্য  বংশের

349. চোল বংশের প্রথম ঐতিহাসিক রাজা  কে?

উঃ- কারিকল

350. পালযুগের শ্রেষ্ঠ বন্দর কোনটি ?

উঃ- তাম্রলিপ্তবন্দর

351. প্রাচীন ভারতের কোন রাজা শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ-বাহিনী পাঠান?

উঃ- রাজেন্দ্রচোল

352. কেদন্তীদুর্গকেপৃথিবীবল্লভ' উপাধিতে ভূষিত করেছিলেন ?

উঃ- চালুক্য রাজ দ্বিতীয় বিক্রমাদিত্য

353. দন্তীদুর্গ কি উপাধিধারণ করেছিলেন ?

উঃ- মহারাজাধিরাজ

354. চোল বংশের উচ্ছেদ কে ঘটায় ?

উঃ- মালিক কাফুর

355. কত বছর বয়সে অতীশদীপঙ্কর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?

উঃ- 73 বছর বয়সে

356. চোল আমলে দক্ষিণ ভারতের ধাতুমূর্তিগুলিতে কোন ধাতু ব্যবহৃত হতো ?

উঃ- অষ্টধাতু

357.  'রত্নমালিকাকার লেখা ?

উঃ- প্রথম অমোঘবর্ষের

358.  'কবিরাজমার্গ' কার লেখা ?

উঃ- প্রথম অমোঘবর্ষের

359.  'বিচিত্রচিত্ত' নামে কে পরিচিত ?

উঃ- প্রথম মহেন্দ্ৰবর্মন

360. মনুসংহিতায় কয় প্রকার বিবাহের উল্লেখ আছে?

উঃ- আটপ্রকার

361.  'পতিতক্ষত্রিয়' বলতে কী বোঝ?

উঃ- মৌর্যোত্তর যুগে নবাগত বিদেশিদের  'পতিত  ক্ষত্রিয়' বলা হয়

362. জাতকে কত ধরনের শিল্পের উল্লেখ আছে?  

উঃ- মোট 18 রকমের

363.  'বৃহৎসংহিতাকার রচনা ?

উঃ- বরাহমিহিরের

364. অমরকোষ কার রচনা ?

উঃ- অমরসিংহের

365.  'পরমভাগবত' উপাধি কে গ্রহণ করেন ?

উঃ- দ্বিতীয়চন্দ্রগুপ্ত

366. শক্তির উপাসকদের  কি বলা হত?

উঃ- শাক্ত

367. কুষাণযুগের শ্রেষ্ঠ নাট্যকার কে?

উঃ- ভাস

368. ভাসের রচিত একটি নাটকের নাম উল্লেখ করো

উঃ- স্বপ্নবাসবদত্তা

369. সাতবাহনদের সরকারি ভাষা কি ছিল?

উঃ- প্রাকৃত

370. ময়ূর কে ?

উঃ- হর্ষবর্ধনের সভাসদ

371. মন্ডলম কী ?

উঃ- চোল সাম্রাজ্যকে মন্ডলম্ কখন  হয়

372. শৈলেন্দ্র রাজাদের শ্রেষ্ঠ সৃষ্টি কি ?

উঃ- বরবুদুরের বৌদ্ধস্তূপ

373.  'জ্যেঠিক' বা 'শ্রেষ্ঠীন' কী ?

উঃ- প্রাচীনকালে শহরের ধনী বণিকদের বলা  হত  শ্ৰেষ্ঠীন

374. পাল যুগে পূর্ব ভারতের বিশ্ববিদ্যালয়টি নাম কি?

উঃ- বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়

375. দেবতাদের নগর কোন স্থানকে বলা হত?

উঃ- রামাবতীকে

376. পৃথিবীর বৃহত্তম শিবমন্দিরটির নাম কি ?

উঃ- রেয়নের শিবমন্দির

377. কোন চোল রাজা  যবদ্বীপ অধিকার  করেছিলেন ?

উঃ- প্রথম রাজেন্দ্ৰচোল

378.  'দায়ভাগ' গ্রন্থেরর চয়িতা কে ?

উঃ- জীমূতবাহন

379. দক্ষিণ ভারতীয় স্থাপত্যের জন্মভূমি কোন স্থানকে বলা হয় ?

উঃ- মহাবলীপুরমকে

380. অভয়কর গুপ্ত কে ছিলেন ?

উঃ- বিক্রমশীলা মহাবিহারের প্রথম আচার্য

381. মহাবলীপুরমের মন্দির কাদের স্থাপত্য কীর্তি ?

উঃ- পল্লবরাজগণের

382. চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম  কি?

উঃ- কাশু

383. কত খ্রিস্টাব্দে অতীশ দীপঙ্কর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?

উঃ- ১০৫৩ খ্রিস্টাব্দে

384. মণিনাগ মন্দির কোথায় অবস্থিত?

উঃ- রাজগৃহে

385.  'কাদম্বরী কথাসাগর' কে রচনা করেন ?

উঃ- গৌড়অভিনন্দ

386. কোন শাসক কোনারকের সূর্যমন্দির নির্মাণ করেন ?

উঃ- নরসিংহবর্মন

387. রামানুজের অনুগামীদের কি বলা হত ?

উঃ- শ্রীসম্প্রদায়

388. সুশ্ৰুত সংহিতা কে  রচনা করেন ?

উঃ- সুশ্ৰুত

389. সেন বংশের শেষ রাজা কে ?

উঃ- লক্ষণসেন

390.  'মনুসংহিতাকি ?

উঃ- মনুর রচিত একটি গ্রন্থ

391.   'বজ্রযানসাধন' গ্রন্থেরর চয়িতা কে?

উঃ- অতীশ দীপঙ্কর

392.  তিব্বতের মানুষ দীপঙ্কর শ্রীজ্ঞান কে  কী নামে জানত ?

উঃ- অতীশনামে

393.  'হরিলতা' গ্রন্থের প্রণেতা কে ?

উঃ- অনিরুদ্ধ

394.  মহাবিভাষ কী?

উঃ- বৌদ্ধ দর্শনের বিশ্বকোশ

395.  মৌর্যযুগের একটি সামুদ্রিক বন্দরের নাম লেখো

উঃ- ভৃগুকচ্ছ

396.   'শূন্যতত্ত্বের' আবিষ্কারক কে ?

উঃ- নাগার্জুন

397.  দশঅবতারের মন্দির কোথায় আছে ?

উঃ- দেওগড়ে

398.  গুপ্তযুগের একটি সামুদ্রিক বন্দরের নাম লেখ

উঃ- তাম্রলিপ্ত

399.  ‘গড়রস্তম্ভকে নির্মাণ করেন ?

উঃ- শুঙ্গ রাজা ভাগভদ্র

400.  আত্রেয় কী জন্য বিখ্যাত ?

উঃ- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর বিখ্যাত চিকিৎসক

401.  পঞ্চতন্ত্রের কাহিনী কে রচনা করেন ?

উঃ- বিষ্ণুগুপ্ত

402.  ইলোরার গুহামন্দির কোন যুগে নির্মিত হয় ?

উঃ- গুপ্তযুগে

403.  শৈলেন্দ্ররাজগণ কোন ধর্মের অনুরাগী ছিলেন ?

উঃ- মহাযান বৌদ্ধধর্মের

404.  সম্রাট  অশোক কতগুলি স্তুপ নির্মাণ করেছিলেন ?

উঃ- ৮৪ হাজার

405.  ভারতের কোন অঞ্চলে রোমান স্বর্ণমুদ্রা ও  রৌপ্যমুদ্রা পাওয়া  গেছে ?

উঃ- দক্ষিণ ভারতে

406.  কোন গ্রন্থকে প্রাচীন ভারতীয় ভেষজবিজ্ঞানের বিশ্বকোষ বলা হয় ?

উঃ- চরক সংহিতাকে

407.  দেওগড়ের  দশঅবতারের মন্দির কোন আমলে গড়ে ওঠে ?

উঃ- গুপ্ত আমলে

408.  বিদেশে মালবারের কোন মশলার ভীষণ চাহিদা ছিল ?

উঃ- গোলমরিচের

409.  সাতবাহনদের সিসার মুদ্রার নাম  কি ?

উঃ- পোটিন

410.  শৈলেন্দ্ররাজাদের ধর্মগুরু কে ছিলেন ?

উঃ- বাঙালি পণ্ডিত কুমারঘোষ

411.  শৈলেন্দ্র রাজাদের সর্বশ্রেষ্ঠ কীর্তি কি ?

উঃ- বরবুদুরের বৌদ্ধস্তূপ

412.  প্রাচীন ভারতে কে নারীকেগৃহেরদীপ্তি' বলে উল্লেখ  করেছেন ?

উঃ- হিন্দুশাস্ত্র প্রণেতা মনু

413.  হিন্দুদের সামাজিক আইনের প্রামাণ্যগ্রন্থ কোনটি ?

উঃ- মনুসংহিতা

414.   'মনুসংহিতা' কোন ভাষায় অনূদিত হয় ?

উঃ- চীনাভাষায়

415.  'সংস্কৃতকোশ' কার লেখা ?

উঃ- শ্রীধরদাসের

416.   'মত্তবিলাসপ্রহসন' কে রচনা করেন ?

উঃ- পল্লবরাজ মহেন্দ্র বর্মন

417.   'ব্রতসাগর' কার লেখা ?

উঃ- বল্লালসেনের

418.  মধ্য এশিয়ায় ভারতীয় সংস্কৃতির নিদর্শন কে  আবিষ্কার করেন ?

উঃ- প্রত্নতত্ত্ববিদ স্যার অরেলস্টাইন

419.  মেঘদুত এর রচয়িতা কে?

উত্তর : কালিদাস

420.  মৌর্যযুগে কোন ধর্মমত  প্রসার লাভ করেছিল ?

উঃ- বৌদ্ধ ধর্মমত

421. চোলরাজাদের সংস্কৃত চর্চার কেন্দ্র কোথায় ছিল ?

উঃ- তাঞ্জোরে

422. তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল ?

উঃ- পাটুলিপুত্রে

423. চরকসংহিতা কে রচনা করেন ?

উঃ- পন্ডিতচরক

424. ভারতের ইতিহাসে গুপ্তযুগকে কি বলা হয়েছে ?

উঃ- সুবর্ণযুগ

425.  'পেরিপ্লাস' নামক গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচিত হয় ?

উঃ- ৮১ খ্রিস্টাব্দে

426. কালিদাস কার সভাকবি ছিলেন?

উত্তর : দ্বিতীয়চন্দ্রগুপ্তের

427. অদ্বৈতবাদ কে প্রচার করেন ?

উঃ- শঙ্করাচার্য

428. কৈলাসনাথের মন্দির কোথায় অবস্থিত ?

উঃ- কাঞ্চিতে

429.  'উত্তররামচরিত' কার লেখা ?

উঃ- ভবভূতির

430.  'চন্দ্রচূড়চরিত' কার রচনা ?

উঃ- উমাপতিধরের

431.   'কৃষ্ণচরিতম' গ্রন্থের লেখককে ?

উঃ- গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত

432.   শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?

উত্তর : হর্ষবর্ধন

433.   পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে?

উত্তর : প্রথম নরসিংহ বৰ্মন

434.   গুপ্তাব্দের প্রচলন কবে হয়?

উত্তর : ৩২০সালে

435.  ভূমিদানের প্রথম উদাহরণ কাহাদের লিপিতে পাওয়া যায় ?

উঃ- সাতবাহন

436.  প্রাচীন ভারতের স্বনামধন্য চিকিৎসক ধন্বন্তর কার রাজসভা অলংকৃত করতেন ?

উঃ- বিক্রমাদিত্য

437.  মৌর্যবংশের পতনের পর কোন বংশের উদ্ভব হয় ?

উঃ শুঙ্গবংশ

438.  শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- শিশুনাগ

439.  কনিষ্কের সভাকবি কে ছিলেন?

উত্তর : অশ্বঘোষ

440.  শকাব্দকে প্রচলন করেন?

উত্তর : কনিষ্ক

441.   শশাঙ্কের উপাধি কি ছিল ?

উত্তর : মহাসামন্ত

442.   সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : শিমুক

443.   কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন?

উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত

444.   গান্ধারশিল্প কোন যুগের?

উত্তর : কুষাণযুগের

445.  আলেকজান্ডার করে ভারত আক্রমণ করেছিলেন ?

উঃ খ্রিস্টপূর্ব ৩২৭

446.  হর্ষবর্ধন কোথা থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন ?

উঃ থানেশ্বর থেকে কনৌজ

447.  হর্ষঙ্কবংশের শেষ রাজা কে ?

উঃ- নাগদাস

448.  বিম্বিসারের উপাধি কি ছিল ?

উঃ- শ্রেনিক

449.  কোন রাজা কুনিক উপাধি ধারণ করেন?

উঃ- অজাতশত্রু

450.  অজাতশত্রুর পুত্রের নাম কি ?

উঃ- উদয়ি

451.  অজাতশত্রর প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উঃ- বসসাকর

452.  শিশুনাগ  কাকে  হত্যা করে মগধের সিংহাসনে  বসেন ?

উঃ- নাগদাসকে

453.  শিশু নাগ বংশের শেষ রাজা কে ?

উঃ- কালাশোক বা কাকবর্ণ

454.  কোন নন্দরাজ 'দ্বিতীয়পরশুরাম' উপাধিগ্রহণ করেছিলেন ?

উঃ- মহাপদ্মনন্দ

455.  নন্দবংশের শেষ রাজা কে?

উঃ- ধননন্দ

456.  উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ?

উঃ- মহাপদ্মনন্দ

457.  নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- মহাপদ্মনন্দ

458.  মহাপদ্মনন্দ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন ?

উঃ- কালাশোককে

459.  নন্দবংশের সবচেয়ে অত্যাচারী রাজা কে?

উঃ- ধননন্দ

460.  আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন ?

উঃ- খ্রিস্টপূর্ব ৩২৭অব্দে

461.  আলেকজান্ডারের ভারত আক্রমণ কালে মগধের রাজা কে ছিলেন ?

উঃ- ধননন্দ

462.  নন্দ বংশের মোট কত জন রাজা  রাজত্ব করেন ?

উঃ- আটজন

463.  নন্দ বংশকে ধ্বংস করেন ?

উঃ- চন্দ্রগুপ্ত মৌর্য

464.  চন্দ্রগুপ্ত মৌর্যের পরামর্শদাতা কে ছিলেন?

উঃ- কৌটিল্য ও চাণক্য

465.  বিষ্ণুগুপ্ত কে ?

উঃ- চাণক্যের অপর নাম বিষ্ণুগুপ্ত

466.  অর্থশাস্ত্র কি ধরনের বই ?

উঃ- রাষ্ট্রবিজ্ঞান

467.  কৌটিল্যের লেখা গ্রন্থের নাম কি?

উঃ- অর্থশাস্ত্র

468.  নন্দবংশ কে ধ্বংস করতে কে চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেন ?

উঃ- কৌটিল্য

469.  চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্ট পূর্বাব্দে মগধের সিংহাসনে আরোহন করেন ?

উঃ- ৩২৪ খ্রিস্টপূর্বাব্দে

470.   'সর্বক্ষত্রিয়চ্ছেত্তা' উপাধি কে ধারণ করেন ?উঃ- মহাপদ্মনন্দ

471.   দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় ?

উঃ- মহাপদ্মনন্দকে

472.   কোন যুদ্ধের পর অশোক রাজ্য জয়নীতি ত্যাগ  করেন ?

উঃ- কলিঙ্গযুদ্ধ

473.   কোন বৌদ্ধ সন্ন্যাসির কাছে অশোক বৌদ্ধধর্ম দীক্ষিত হন ?

উঃ- উপগুপ্ত

474.   মৌর্যবংশের শেষ শক্তিশালী রাজা কে?

উঃ- অশোক

475.   অনিরুদ্ধ কে?

উঃ- হর্ষঙ্কবংশের উদয়ভদ্রের পরবর্তী রাজা

476.   মুণ্ড কে ?

উঃ- হর্ষঙ্কবংশের রাজা

477.    'কথাসরিৎসাগর' গ্রন্থটি কার রচনা ?

উঃ- সোমদেব ভট্টের

478.    'উগ্রসেনা' নামে কে পরিচিত ?

উঃ- মহাপদ্মনন্দ

479.   ভারতে আলেকজান্ডারের শেষ রাজ্য জয় কোনটি ?

উঃ- পাতাল নগরী

480.   আলেকজান্ডারের কত খ্রীষ্ট পূর্বাব্দে মৃত্যু হয় ?

উঃ- ৩২৩ খ্রিস্ট পূর্বাব্দে

481.   আলেকজান্ডারের কোথায় মৃত্যু হয় ?

উঃ- ব্যাবিলনে

482.   কোন গ্রিক শাসক চন্দ্রগুপ্তের কাছে পরাজিত হন ?

উঃ- গ্রিক সম্রাট সেলুকাস

483.   সেলুকাস কে ছিলেন ?

উঃ- গ্রীকবীর আলেকজান্ডারের সেনাপতি

484.   প্রাচীন বাংলার ইতিহাসে শেষ হিন্দু রাজাকে ছিলেন ?

উঃ লক্ষণসেন

485.   কোন বাঙালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন ?

উঃ শীলভদ্র

486.   বিদিশা কোন রাজবংশের রাজধানী ছিল?

উঃ শুঙ্গবংশ

487.   রাষ্ট্রকুট বংশের শেষ রাজা কে ছিলেন ?

উত্তর : তৃতীয় গোবিন্দ

488.   দানসাগর ও অদ্ভুতসাগর এর রচয়িতা কে?

উঃ বল্লালসেন

489.   কৈবর্ত বিদ্রোহ কোন রাজার আমলে হয়েছিল ?

উঃ দ্বিতীয় মহিপাল

490.   ভারত অভিযানের সময় মামুদের প্রতিদ্বন্দ্বীকে ছিলেন ?

উঃ আনন্দপাল

491.   নন্দবংশ ধ্বংস করতে চন্দ্রগুপ্ত মৌর্য কোন  বিদেশী সম্রাটের সাহায্য প্রার্থনা করেন ?

উঃ- গ্রীক সম্রাট আলেকজান্ডারের

492.   বাংলার কোন নবাব রাজধানী মুর্শিদাবাদ থেকে  মুঙ্গেরে স্থানান্তরিত করেন?

উঃ মীরকাসিম

493.   নিমাই পন্ডিত কার নিকট শিক্ষালাভ করেন ?

উঃ  শ্রীঈশ্বরপুরী

494.    'মীরারভজন' কোন ভাষায় লেখা?

উঃ  ব্রজবুলি

495.   মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- চন্দ্রগুপ্ত মৌর্য

496.   চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কোন গ্রীকদূত ভারতে আসেন ?

উঃ- মেগাস্থিনিস

497.   মেগাস্থিনিসকে ?

উঃ- গ্রীকবীর সেলুকাসের দূত

498.   চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোন ধর্মগ্রহ করেন ?

উঃ- জৈনধর্ম

499.   চন্দ্রগুপ্ত মৌর্যের পর মগধের সিংহাসনে কে বসেন ?

উঃ- বিন্দুসার

500.   মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম কি ?

উঃ- ইন্ডিকা

501.   চন্দ্ৰগুপ্ত মৌর্য কোথায় দেহত্যাগ করেন ?

উঃ- শ্রবণবেলগোলায়

502.   বিন্দুসার মগধের সিংহাসনে কখন বসেন?

উঃ- ৩০০ খ্রিস্ট পূর্বাব্দে

503.   বিন্দুসার কি উপাধি ধারণ করেন ?

উঃ- অমিত্রঘাত

504.   বিন্দুসার কে ?

উঃ- চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র

505.   অশোকের রাজ্যভিষেক কত খ্রিস্টাব্দে হয় ?

উঃ- ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে

506.   অশোক কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহন  করেন ?

উঃ- খ্রিস্টপূর্বাব্দ ২৭৩ অব্দে

507.   কখন কলিঙ্গ যুদ্ধ হয়?

উঃ- ২৬০ খ্রিস্টপূর্বাব্দে (মতান্তরে ২৬১)

508.   শেষ মৌর্য সম্রাট কে ?

উঃ- বৃহদ্রথ

509.   তৃতীয় বৌদ্ধ সংগীতি কার রাজত্বকালে হয় ?

উঃ- অশোকের

510.    'সব মানুষই আমার সন্তান'- এই উক্তিটি কার ?

উঃ- সম্রাট অশোকের

511.    অশোকের পুত্রের নাম কি ?

উঃ- কুণাল

512.    অশোকের কন্যার নাম কি ?

উঃ- সংঘমিত্রা

513.     'অশোক মানব জাতির প্রথম ধর্মগুরু'- কথাটি  কে বলেছেন ?

উঃ- ভিনসেন্টস্মিথ

514.    অশোকের শিলালিপি অধিকাংশ কোন ভাষায় লেখা ?

উঃ- পালি ভাষায়

515.     'দেবনাংপ্রিয়' কে ?

উঃ- অশোক

516.    শুঙ্গবংশের প্রতিষ্ঠাতা  কে ?

উঃ- পুষ্যমিত্রশুঙ্গ

517.    পুষ্যমিত্রশুঙ্গ কাকে হত্যা করে শুঙ্গবং প্রতিষ্ঠা করেন ?

উঃ- মৌর্য সম্রাট বৃহদ্রথকে

518.    কোন বিদেশী জাতি প্রথম ভারত আক্রমণ করেন ?

উঃ- পারসিক জাতি

519.    পারসিক জাতি কখন ভারত আক্রমণ করে ?

উঃ- খ্রিস্টপূর্ব ষষ্ঠশতকে

520.    কোন পারস্য সম্রাট প্রথম ভারত আক্রমণ করেন ?

উঃ- সাইরাসবাকাইরাস

521.    ক্ষত্ৰপ কাদের বলে ?

উঃ- শকরাজাদের

522.    প্রথম শক রাজার নাম কি ?

উঃ- ময়েস বা মোগ

523.    পার্থিয়ানদের বিখ্যাত রাজা কে ছিলেন?

উঃ- গন্ডোফানিস

524.    কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- কুজুল কদফিসিস বা প্রথম কদফিসিস

525.    কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ?

উঃ- কনিস্ক

526.    কনিষ্ক কোন বংশের সম্রাট ছিলেন ?

উঃ- কুষাণ বংশের

527.    কনিষ্কের রাজধানীর নাম কি ?

উঃ- পুরুষপুর বা পেশোয়ার

528.    কখন গান্ধার শিল্পের চরম বিকাশ ঘটে?

উঃ- কনিষ্কের রাজত্বকালে

529.    কনিষ্ক কোন বৌদ্ধ সম্প্রদায়কে রাষ্ট্রীয় মর্যাদা দেন ?

উঃ- মহাযানদের

530.    কনিষ্ক কোন ভাষাকে ধর্মমতের বাহন রূপে স্বীকৃতি দেন?

উঃ- সংস্কৃত ভাষাকে

531.    কনিষ্কের নির্মিত বিহারটির নাম কি ?

উঃ- 'কুন্তল-বন-বিহার'

532.    কনিষ্ক কোন ধর্মালম্বী ছিলেন ?

উঃ- বৌদ্ধধর্ম

533.    ভারতের দ্বিতীয় অশোক কাকে বলা হয় ?

উঃ- কনিষ্ককে

534.    কাকে 'গুপ্ত নবজাগরণের পুরোধা' বলা হয়?

উঃ- কনিষ্ককে

535.     'সম্পটলিপি' কার আমলে প্রকাশ পায় ?

উঃ- কনিষ্কের

536.    কনিষ্ক কার প্রভাবে বৌদ্ধধর্ম গ্রহণ করেন ?

উঃ- অশ্বঘোষের

537.    কুষাণ বংশের কোন সম্রাট মহেশ্বর উপাধ গ্রহণ করে ?

উঃ- বিম কদফিসিস

538.    কখন শকাব্দ চালু হয় ?

উঃ- ৭৮ খ্রিস্টাব্দ থেকে

539.    কনিষ্ক পাটলিপুত্র থেকে কোন ব্যক্তিকে পেশোয়ারে নিয়ে আসে ?

উঃ- অশ্বঘোষকে

540.    অশ্বঘোষকে ?

উঃ- একজন দার্শনিক 'বুদ্ধচরিতের' রচয়িতা

541.    চরক কে ?

উঃ- কনিষ্কের সময়ে আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ

542.    কুষাণ বংশের শেষ প্রসিদ্ধ রাজা কে ছিলেন ?

উঃ- বাসুদেব৷

543.     'মধ্যমিকাসূত্র' কার রচনা ?

উঃ- নাগার্জুনের

544.    'শতসহস্ৰিকা' কার রচনা ?

উঃ- নাগার্জুনের

545.     'প্রজ্ঞাপারমিতা' কার রচনা ?

উঃ- নাগার্জুনের

546.     'মহাবিভাষা কে রচনা করেন ?

উঃ- বসুমিত্র

547.     'বিভাষা' কে রচনা করেন ?

উঃ- কাত্যায়ন

548.    চরকের লেখা একটি গ্রন্থের নাম উল্লেখ করো

উঃ- 'চরকসংহিতা'

549.     'সুশ্ৰুতসংহিতা' কে রচনা করেন ?

উঃ- সুশ্ৰুত

550.    কে কনিষ্ককে দ্বিতীয় অশোক বলেছেন ?

উঃ- ভিনসেন্টস্মিথ

551.    কুনিক উপাধি কে গ্রহণ করেন?

উত্তর : অজাতশত্রু

552.     হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : বিম্বিসার

553.    পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল ?

উত্তর : থানেশ্বর

554.     পরমেশ্বর পরমভট্টরক মহারাজাধিরাজ উপাধি কেনেন?

উত্তর : ধর্মপাল ও দেবপাল দুজনেই

555.     পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ?

উত্তর : অপরাজিতবর্মন

556.    বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উঃ- সিরাজ-উদ্দৌলা

557.    নবাব সিরাজ-উদ্দৌলার  ব্যক্তিগত দূত কে  ছিলেন?

উঃ- নারায়ণ দাস

558.    সিরাজের  কলকাতা আক্রমণকালে ইংরেজ  গভর্নর  কে ছিলেন?

উঃ- ড্রেক

559.    ঘসেটিবেগ কে ছিলেন ?

উঃ- সিরাজ-উদ্দৌলার বড়ো মাসি

560.    মিরজাফরের মৃত্যুর পর কে বাংলার নবাব হন?

উঃ- নিজামউদ্দৌলা

561.    কোন সন্ধির দ্বারা ইংরেজরা দেওয়ানি লাভ  করেন?

উঃ- এলাহাবাদের দ্বিতীয় সন্ধি

562.    স্বাধীন হায়দ্রাবাদের  প্রতিষ্ঠাতা কে?

উঃ- নিজামি-উল-মুলক

563.     'শ্রীরঙ্গপত্তমের' যুদ্ধ কবে সংঘটিত হয়?

উঃ- ১৭৯৯খ্রিস্টাব্দে

564.    সিরাজের   মৃত্যুর পর বাংলার  সিংহাসনেকে বসেছিলেন?

উঃ- মিরজাফর

565.    পলাশির যুদ্ধ কবে হয়েছিল?

উঃ-১৭৫৭ খ্রিস্টাব্দে

566.    বক্সারের যুদ্ধ কৰে ঘটেছিল?

উঃ- ১৭৬৪ খ্রিস্টাব্দে

567.     'অন্ধকূপহত্যা' কোন নবাবের দ্বারা সংঘটিত হয়েছিল ?

উঃ- সিরাজউদ্দৌলা

568.    ভারতের রক্তপাতহীন বিপ্লব কবে  ঘটে?

উঃ- ১৭৬০ খ্রিস্টাব্দে

569.     'রেগুলেটিংঅ্যাক্ট' ভারতে প্রথম কত  খ্রিস্টাব্দে পাশ হয়?

উঃ- ১৮১৩ খ্রিস্টাব্দে

570.    কবিরের ভক্তিমূলক গানকে কি বলে?

উত্তর : দোঁহা

571.    মিরমদন ও মোহনলাল কে ছিলেন ?

উঃ- সিরাজের  দুই  সেনাপতি

572.    কোন মোগল সম্রাটের আমলে নাদিরশাহ ভারত আক্রমণ করেছিলেন?

উঃ- মোহম্মদশাহ্

573.    কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় কবে ?

উঃ- ১৭০০   খ্রিস্টাব্দে

574.    নাদিরশাহ  কত খ্রিস্টাব্দে  ভারত আক্রমণ   করেছিলেন?

উঃ- ১৭৩৯ খ্রিস্টাব্দে

575.    কোন আইনবলে ভারতের প্রথম সুপ্রিমকোর্ট গঠিত  হয়?

উঃ- রেগুলেটিং অ্যাক্ট(১৭৭৫  খ্রিস্টাব্দে)

576.     'সপ্তবর্ষব্যাপী' যুদ্ধ কত খ্রিস্টাব্দে   থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল?

উঃ- ১৭৫৬-১৭৬৩ খ্রিস্টাব্দ পর্যন্ত

577.    আলিনগরের সন্ধি  কখন স্বাক্ষরিত  হয়?

উঃ- ১৭৫৭ খ্রিস্টাব্দে

578.    ইতিহাসে সৈয়দ ভ্রাতৃদ্বয়  কাদের বলা হয়?

উঃ- সৈয়দ হুসেনআলি ও  সৈয়দ আবদুল্লাকে

579.    মিরজাফর কখন  সিংহাসনচ্যুত হন?

উঃ- ১৭৬০ খ্রিস্টাব্দে

580.    ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার  গভর্নর কে ছিলেন?

উঃ- লর্ড কার্টিয়ার

581.    কোন যুদ্ধচলাকালীন হায়দার আলির মৃত্যু হয ?

উঃ- দ্বিতীয় ইঙ্গ-মহীশূরযুদ্ধ

582.    ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে   বসেন ?

উঃ- বাহাদুরশাহ্

583.    কোন্যু যুদ্ধে টিপু সুলতান মারা  যান ?

উঃ- চতুর্থইঙ্গ-মহীশূরযুদ্ধে

584.    চতুর্থইঙ্গ-মহীশূরযুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?

উঃ-১৭৯৯ খ্রিস্টাব্দে

585.    কে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে  রাজধানী   স্থানান্তর করে  ছিলেন

উঃমুরশিদকুলিখাঁ

586.     মুরশিদকুলিখাঁর পর কে বাংলার নবাব  হন ?

উঃ- সুজাউদ্দিন

587.    পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি   কে ছিলেন ?

উঃ- রবার্ট  ক্লাইভ

588.    সিরাজ-উদ্দৌলাকে কে হত্যা করে ?

উঃ- মিরজাফরের পুত্র মিরন

589.    বিদেরার  যুদ্ধ কাদের  মধ্যে হয়েছিল ?

উঃ- ওলন্দাজের এর সঙ্গে রবার্ট ক্লাইভের

590.    মোগল দরবারে যে তিনটি দল গড়ে উঠেছিল তাদের নাম কি ?

উঃ- ইরানি,তুরানিওহিন্দুস্থানীদল

591.    সিরাজের স্ত্রীর নাম কি ?

উঃ- লুৎফুউন্নিসা

592.    সিরাজের প্রধান সেনাপতির নাম কি ?

উঃ- মিরজাফর

593.     'নীলজল' নীতি কি?

উঃ- গোয়ার পোর্তুগিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্য বিস্তারনীতি

594.    পন্ডিচেরির ফরাসি গভর্নর কে ছিলেন ?

উঃ- ডুপ্লে

595.     '"মহাভাষ্য' কার লেখা ?

উঃ- পতঞ্জলির

596.     কুশাণরা কোন জাতির বংশধর?

উঃ- ইউ-চিজাতির

597.     কোন কুষাণ সম্রাটকে 'সত্যধর্মাহিত' বলা হয়েছে ?

উঃ- কুজুল কদফিসিসকে

598.     হুবিষ্ক কে ছিলেন ?

উঃ- একজন কুষাণ সম্রাট

599.   'অন্ধ্র' কারা ?

উঃ- সাতবাহন রাজারা

600.  কুষাণ যুগের সবথেকে প্রশিদ্ধ শিক্ষাকেন্দ্র  কোনটি ?

উঃ- তক্ষশিলা বিশ্ববিদ্যালয়

601.  সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ- সিমুক

602.  নানঘাট শিলালিপির রচয়িতা কে?

উঃ- রানী নায়নিকা

603.  নানঘাট শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায় ?

উঃ- প্রথম সাতকর্ণির

604.  নাসিক প্রশস্তি কে রচনা করেন?

উঃ- বনশ্রী (বাবলশ্রীসাতকর্ণী)

605.  বনশ্রী কে ?

উঃ- সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট গৌতমীপুত্র সাতকর্ণীর মাতা

606.  নাসিক প্রশস্তি থেকে কোন রাজার রাজত্বকাল সম্পর্কে জানা যায় ?

উঃ- গৌতমী পুত্র সাতকর্ণীর

607.  সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

উঃ- গৌতমী পুত্র সাতকর্ণী

608.  সাতবাহন বংশের শেষ পরাক্রান্ত নরপতি কে ছিলেন ?

উঃ- যঙ্গশ্রী সাতকর্ণী

609.  সাতবাহনদের তৃতীয় রাজার নাম কি ?

উঃ- প্রথম সাতকর্ণী

610.   “শাক-যবন-পল্লব-নিসূদন' কে ?

উঃ- গৌতমী পুত্র সাতকর্ণী

611.   সাতবাহন রাজারা কত বছর রাজত্ব করেছিলেন ?

উঃ- প্রায় তিনশত বছর

612.   কোন সাতবাহন রাজ 'অপ্রতিহতচক্র' উপাধি ধারণ করেন ?

উঃ- প্রথম সাতকর্ণী

613.   সাতবাহনদক্ষিণাপথপতি' উপাধি কে গ্রহণ করেন ?

উঃ- প্রথমসাতকণি

614.   কার রাজ সভায় অষ্ট দ্বিগগজ বিরাজ করতেন ?

উঃ- বিজয় নগর রাজকৃষ্ণ দেবরাজের সভায়

615.   কোন সাতবাহন রাজা নিজেকে  'সমুদ্দতোয়-পীত-বাহনবলে উল্লেখ করেন ?

উঃ- গৌতমী পুত্র সাতকর্ণী

616.   সাতবাহনরা কোন ধর্মের অনুরাগী ছিলেন ?

উঃ- হিন্দুধর্মের অনুরাগী (ব্রাম্ভণ) ছিলেন

617.   সাতকর্ণী শব্দের অর্থ কি ?

উঃ- অশ্বপুত্র

618.   কোন বংশের উচ্ছেদ ঘটিয়ে সাতবাহন বংশের প্রতিষ্ঠা হয় ?

উঃ- কাল্ববংশের

619.    'কথাসরিৎসাগর' গ্রন্থেরর চয়িতা কে ?

উঃ- সোমদেব

620.   গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- শ্রীগুপ্ত

621.   গুপ্তবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উঃ- প্রথম চন্দ্রগুপ্ত

622.    ‘উজ্জয়িনী' কার রাজধানী ছিল ?

উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের

623.   এলাহাবাদ প্রশস্তি' কার রচনা ?

উঃ- হরিষেণের

624.   হরিষেন কে ?

উঃ- সমুদ্রগুপ্তের সভাকবি

625.   কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধিধারণ করেন ?

উঃ- সমুদ্রগুপ্ত

626.   এলাহাবাদপ্রশস্তিতে কোন রাজার কথা জানা যায় ?

উঃ- সমুদ্রগুপ্তের

627.   কোন গুপ্তসম্রাটপরাক্রমাঙ্ক' উপাধিগ্রহণ করেন ?

উঃ- সমুদ্রগুপ্ত

628.   সমুদ্রগুপ্ত ভারতের কোন অংশ জয়লাভ করেসর্বরাজাচ্ছেত্তাউপাধিগ্রহণ করেন ?

উঃ- উত্তর ভারত বা আর্যাবর্ত

629.   উত্তর ভারতে তিনি কয়টি রাজ্য দখল করেন ?

উঃ- নয়টি

630.   দক্ষিণ ভারতের কয়টি রাজ্য তিনি আক্রম করে বশ্যতা স্বীকার করান ?

উঃ- ১২টি

631.   প্রাচীন ভারতের নেপোলিয়ন কাকে বলে?

উঃ- সমুদ্রগুপ্তকে

632.   কে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছেন ?

উঃ- ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ

633.    'বজ্রযানসাধক' গ্রন্থের রচয়িতা কে?

উঃ- অতীশ দীপঙ্কর

634.   প্রাচীন ভারতের সুবর্ণযুগের অগ্রদূত কাকে বলা  হয় ?

উঃ- সমুদ্রগুপ্তকে

635.    বিজয়নগর-এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর : হরিহর

636.   কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন?

উত্তর : শিবাজী

637.   গুপ্ত বংশের তৃতয়  রাজা কে ?

উঃ- প্রথমচন্দ্ৰগুপ্ত

638.   গুপ্তাব্দ কে প্রচলন করেন ?

উঃ- প্রথমচন্দ্রগুপ্ত

639.    'এরান লেখা থেকে কোন রাজার কথা জান  যায় ?

উঃ- সমুদ্রগুপ্তের

640.   দ্বিতীয় চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে  বসেন ?

উঃ- ৩৮০খ্রিস্টাব্দে

641.    'দেবীচন্দ্রগুপ্তম' কার রচনা ?

উঃ- বিশাখাদত্তের

642.   শকারি উপাধি কে গ্রহণ করেন?

উঃ- দ্বিতীয়চন্দ্রগুপ্ত

643.   দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি উপাধি কখন গ্রহণ  করেন ?

উঃ- শকদের পরাজিত করে

644.   নবরত্ন কার সভায়  ছিল ?

উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়

645.   দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চৈনিক  পরিব্রাজক ভারতে আসেন ?

উঃ- ফাহিয়েন

646.   ফাহিয়েন  কোথা থেকে  ভারতে  আসেন ?

উঃ- চীনদেশ থেকে

647.    'ফু-কুয়োকিং' কার রচনা ?

উঃ- ফা-হিয়েনের

648.   কোন গুপ্ত  সম্রাট বিক্রমাদিত্য উপাধিধারণ  করেন ?

উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

649.   রামগুপ্তকে ?

উঃ- সমুদ্রগুপ্তের  জৈষ্ঠ্যপুত্র৷

650.   দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাগবংশের কোন রাজকন্যাকে বিবাহ করেন ?

উঃ- কুবেরনাগাকে

651.   দ্বিতীয়চন্দ্রগুপ্তএর  কন্যার নাম কী ?

উঃ- প্রভাবতী  গুপ্তা 

652.   প্রভাবতী গুপ্তার সঙ্গে কার  বিবাহহয় ?

উঃ- দ্বিতীয় রুদ্রসেনের

653.   বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

উত্তর : মুর্শিদকুলিখাঁ

654.   মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে

655.   ভারতে প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করে?

উত্তর : কুষাণরা

656.   পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?

উত্তর : দেবপাল

657.   সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর : বিজয়সেন

658.    অদ্ভুতসাগর কে রচনা করেন?

উত্তর : বল্লালসেন

659.   গুপ্তাব্দের প্রচলন কবে হয়?

উত্তর : ৩২০সালে

660.   শকাব্দকে প্রচলন করেন?

উত্তর : কনিষ্ক

661.   লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : বহুলুললোদী

662.   মিতাক্ষরা  আইন কে রচনা করেন?

উত্তর : বিজ্ঞানেশ্বর

663.   কোন রাজা প্রাচীন বাংলার জন পদ কে গৌড় নামে একত্রিত করেছিলেন ?

উঃ শশাঙ্ক

664.   ফাহিয়েন কত বছর ভারতে ছিলেন ?

উত্তর : ১৫ বছর

665.   ভারতে প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করে?

উত্তর : কুষাণরা

666.   বজ্রসূচী কে রচনা করেন?

উত্তর : অশ্বঘোষ

667.   মহেন্দ্ৰাদিত্য উপাধিকে গ্রহণ করেন ?

উত্তর : প্রথম কুমারগুপ্ত

668.   অভিজ্ঞানশকুন্তলম এর রচয়িতা কে?

উত্তর : কালিদাস

669.   কুমারসম্ভব কে লেখেন ?

উত্তর : কালিদাস

670.   গণিতশাস্ত্রে শূন্যতত্ত্বের আবিষ্কার কোন যুগে হয় ?

উত্তর : গুপ্তযুগে

671.   ইলোরার কৈলাসনা থমন্দির কোন বংশের সৃষ্টি ?

উত্তর : রাষ্ট্রকূট

672.    তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দিরকে তৈরি করেন?

উত্তর : রাজরাজ

673.   পুরীর জগন্নাথমন্দির কে নির্মাণ করেন ?

উত্তর : অনন্তবর্মন

674.   কোনারকের সূর্যমন্দির কে নির্মাণ করেন?

উত্তর : প্রথম নরসিংহ বর্মন

675.   ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্ট?

উত্তর : রাষ্ট্রকূট

676.    অদ্বৈতবাদের প্রবক্তা কে?

উত্তর : শংকরাচার্য

677.   কিরাতর্জুনীয়ম কে রচনা করেন?

উত্তর : ভারবি 

678.   শ্রীজ্ঞান অতীশদীপঙ্করের বাল্যনাম কি ছিল ?

উত্তর : আদিনাথ চন্দ্রগর্ভ

679.   আঙ্কোরভাট এর মন্দির কোন দেবতার?

উত্তর : বিষ্ণু

680.   জাভার বরবুদুর এর স্তুপ কোন রাজাদের সৃষ্টি ?

উত্তর : শৈলেন্দ্ররাজদের

681.   রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর : দন্তিদুর্গ

682.   লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : বহুলুললোদী

683.   মহামল্ল উপাধি কে গ্রহণ করেন?

উত্তর : প্রথম নরসিংহ বর্মন

684.   কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর : দ্বিতীয় তৈলপ

685.   পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?

উত্তর : দেবপাল

686.   সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর : বিজয়সেন

687.   বাঙলি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?

উত্তর : বল্লালসেন

688.   দানসাগর ও অদ্ভুতসাগর কে রচনা করেন ?

উত্তর : বল্লালসেন

689.   কোনারকের সূর্যমন্দির কে নির্মাণ করেন?

উত্তর : প্রথম নরসিংহ বর্মন

690.   আঙ্কোরভাট এর মন্দির কোন দেবতার?

উত্তর : বিষ্ণু

691.   বাংলার প্রথম নবাব কে ছিলেন?

উঃ মুর্শিদকুলিখান

692.   ইংরেজরা দেওয়ানিলাভ করেন কবে ?

উঃ ১৭৬৫ খ্রিস্টাব্দে

693.   নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন ?

উঃ ১৭৩৯খ্রিস্টাব্দে

694.   সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর : বল্লালসেন

695.   গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে ?

উত্তর : জয়দেব

696.   ‘পবনদূতএর রচয়িতা কে ?

উত্তর : ধোয়ী

697.    চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?

উত্তর : দ্বিতীয় পুলকেশী

698.    বাতাপির চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন ?

উত্তর : দ্বিতীয় কীর্তিবর্মন

699.   রাষ্ট্রক্ট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর : দত্তীদুর্গ

700.   রাষ্ট্রকুট বংশের শেষ রাজা কে ছিলেন?

উত্তর : তৃতীয় গোবিন্দ

701.   পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

উত্তর : প্রথম নরসিংহ বর্মন

702.   চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন ?

উত্তর : কারিকল

703.   চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : বিজয়ালয়

704.   ‘গঙ্গইকোণ্ডচোল' উপাধি কে ধারণ করেন?

উত্তর : প্রথম রাজেন্দ্রচোল

705.   কোন মন্দিরে নটরাজ মূর্তি জগত বিখ্যাত?

উত্তর : তাঞ্জোর

706.   বিলহন রচিত গ্রন্থের নাম কি?

উত্তর : বিক্রমাংকদেবচরিত

707.   কোনারকের সূর্যমন্দির কে নির্মাণ করেন?

উত্তর : প্রথম নরসিংহ বর্মন

708.   কম্বোজেরবেয়ন' মন্দিরটি কোন দেবতার মন্দির ?

উত্তর : শিবের মন্দির

709.   কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?

উত্তর : প্রথমকৃষ্ণ

710.   পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করায় কোন স্তুপকে ?

উত্তর : বরবুদুরেরস্তুপকে

711.    পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণুমন্দির কোনটি?

উত্তর : আঙ্কোরভাটের বিষ্ণুমন্দির

712.   সাঁচিস্তুপ কোথায় অবস্থিত ?

উত্তর : ভোপাল

713.   চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে?

উত্তর : পালযুগে

714.   পালযুগের দুজন ভাস্করের নাম লেখ ?

উঃ ধীমান ও বিভপাল

715.   অতীশদীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন?

উত্তর : বিক্রমশিলা বিহার-এর

716.   ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন?

উত্তর : তক্ষশীলা

717.   প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌ-বাহিনী ছিল ?

উত্তর : চোল

718.   এলিফ্যান্ট গুহামন্দির কোন রাজাদের আমলে তৈরি ?

উত্তর : চালুক্য

719.    পুরীর জগন্নাথমন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয় ?

উত্তর : অনন্তবর্মন

720.  উড়িষ্যার কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয় ?

উত্তর : কোনারকেরসূর্যমন্দিরকে

721. অজন্তাগুহাচিত্রের বিষয়বস্তু কি?

উত্তর : জাতক

722. মিতাক্ষরা নামক হিন্দু আইনগ্রন্থটর রচয়িতা কে ছিলেন

উত্তর : বিজ্ঞানেশ্বর

723. পদ্মপুরাণ কে রচনা করেন ?

উত্তর : বিজয়গুপ্ত

724.  বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

উত্তর : কৃষ্ণদেবরায়

725.  আমুক্তমাল্যদা গ্রন্থের রচয়িতা কে?

উত্তর : কৃষ্ণদেবরায়

726. 'হাজারা মন্দিরবিটলস্বামীমন্দির' কে নির্মাণ করেন?

উত্তর : কৃষ্ণদেবরায়

727. হিন্দু উত্তরাধিকার আইন-এর গ্রন্থদায়ভাগ-'এর প্রণেতা কে ছিলেন?

উত্তর : জীমৃতবাহন

728. কাকেঅন্ধ্র কবিতার পিতামহবলা হয়?

উত্তর : তেলেগু কবি পেদ্দনকে

729. মহেন্দ্ৰাদিত্য উপাধিকে গ্রহণ করেন ?

উত্তর : প্রথম কুমারগুপ্ত

730. চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে?

উত্তর : পালযুগে

731. 'সবমুনিষেপ্রজামম'- কার উক্তি ?

উঃ অশোক

732. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?

উত্তর : মুর্শিদকুলিখাঁ

733. আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে ?

উত্তর : ৭১২সালে

734. সিন্ধু আক্রমণ করেন  কে ?

উঃ- মোহম্মদ-বিন-কাশিম

735. মোহম্মদ-বিন-কাশিম কোথাকার মানুষ ছিলেন ?

উঃ- আরবদেশের

736. সুলতান মামুদ প্রথম কখন  ভারত আক্রম করেন ?

উঃ- ১০০০ খ্রিস্টাব্দে

737. মোহম্মদ-বিন-কাশিমের সিন্ধু আক্রমণকালে সিন্ধুর রাজা কে  ছিলেন ?

উঃ- রাজাদাহির

738. হুলিয়া ব্যবস্থার প্রবর্তনকে করেন?

উঃ- আলাউদ্দিনখলজি

739. ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা ?

উত্তর : তুর্কি

740. মহম্মদ বিন তুঘলক কোন নতুন মুদ্রা প্রবর্তন করেছিলেন ?

উঃ  দোকানী

741. অলবিরুনি কার সঙ্গে ভারতে আসেন ?

উত্তর : সুলতান মামুদ

742. অলবেরুনির প্রকৃত নাম কি?

উঃ- আবুরিহান।।

743.  'তহকিক--হিন্দ' গ্রন্থের লেখক কে?

উঃ- আলবেরুনি

744. সোমনাথমন্দির কে লুণ্ঠন করেন?

উত্তর : সুলতান মামুদ

745. ভারত অভিযানের সময় সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন ?

উঃ- আনন্দপাল

746. ইসলাম ধর্মের প্রবর্তক কে ?

উঃ- হজরত মোহম্মদ

747. হজরতমোহম্মদএর মৃত্যু কত খ্রিস্টাব্দে হয় ?

উঃ- ৬৩২ খ্রিস্টাব্দে

748. সুলতান মামুদ কত বার ভারত আক্রমণ করেন

উঃ- 17 বার

749. ভারতের দ্বিতীয় তুর্কি অভিযানের নায়ক কে?

উঃ- মোহম্মদ ঘোরি

750. আলবেরুনি কে ?

উঃ- আরবি পর্যটক

751. আলবিরুনী কার সঙ্গে ভারতে আসেন ?

উঃ- সুলতান মামুদের সাথে

752. সোমনাথমন্দির কে লুণ্ঠন করেন?

উত্তর : সুলতান মামুদ

753. ঘোরি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ?

উঃ- শাহবুদ্দিন মোহম্মদ

754. শাহবুদ্দিন মোহম্মদ কি নামে বেশি পরিচিত ?

উঃ- মোহম্মদ  ঘোরি  নামে

755. মোহম্মদ  ঘোরি কত  খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে আরোহন করেন ?

উঃ- ১১৭৩ খ্রিস্টাব্দে

756. তরাইনের প্রথমযুদ্ধ কখন  হয় ?

উঃ- ১১৯১খ্রিস্টাব্দে

757. তরাইনের প্রথম যুদ্ধেকে জয়লাভ করেন ?

উঃ- তৃতীয় পৃথ্বীরাজ

758. তরাইনের দ্বিতীয যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?

উঃ- ১১৯২ খ্রিস্টাব্দে

759. তরাইনের দ্বিতীয় যুদ্ধেকে জয়লাভ করেন?

উঃ- মোহম্মদ ঘোরি 1

760. রাজা জয়পাল কোন   বংশের  রাজা ছিলেন?

উঃ- শাহীবংশীয়

761. তৃতীয় পৃথ্বীরাজ কোন বংশের রাজা ছিলেন ?

উঃ- চৌহান বংশের

762. চৌহান বংশ কোথায় অবস্থিত ছিল ?

উঃ- আজমিরে

763. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে নিহত হন ?

উঃ- তৃতীয় পৃথ্বী রাজচৌহান

764. তরাইনের যুদ্ধের সময় কনৌজের রাজা কে ছিলেন ?

উঃ- জয়চাঁদ

765. তবাকাৎ--নাসিরি'র উনিশ কুড়ি অধ্যায়ে কি লিপিবদ্ধ আছে ?

উঃ- ঘোরির অভিযানের বিবরণ

766. ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?

উঃ- মোহম্মদঘোরি

767.  “সিরাত--ফিরোজশাহি' গ্রন্থটি কার রচনা ?

উঃ- জিয়াউদ্দিনবারনির

768. মোহম্মদ ঘোরির বিশ্বস্ত অনুচর কে?

উঃ- কুতুবউদ্দিন আইবক

769. দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা  কে?

উঃ- কুতুবউদ্দিন আইবক

770.  ‘আইবক' শব্দের অর্থ কি ?

উঃ- দাস

771.  দিল্লির সুলতান বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- কুতুবউদ্দিন আইবক

772.  কুতুবউদ্দিন আইবক কত খ্রিস্টাব্দে দাস  বংশের প্রতিষ্ঠা করেন ?

উঃ- ১২০৬খ্রিস্টাব্দে

773.   'লাখবক্স' উপাধি কে গ্রহণ করেন ?

উঃ- কুতুবউদ্দিন আইবক

774.   'মালিক' উপাধি কে  গ্রহণ করেন?

উঃ- কুতুবউদ্দিন আইবক

775.  দিল্লির সুলতানি বংশ কখন  প্রতিষ্ঠিত হয়?

উঃ- ১২০৬ খ্রিস্টাব্দে

776.  দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?

উঃ- ইলতুতমিস

777.  ইলতুতমিসের রাজত্বকালে কোন মোগলনেতা ভারত সীমান্তে উপস্থিত হন ?

উঃ- চেঙ্গিজ খাঁ

778.  কোন সুলতানচাহেলগানবাচল্লিশচক্রগঠন করেছিলেন?

উত্তর : ইলতুৎমিস

779.  দিল্লির কোন সুলতান নিজে কে  খালিফার সেনাপতি বলে  উল্লেখ করেন ?

উঃ- ইলতুতমিস

780.   মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন কে?

উত্তর : ইলতুৎমিস

781.   দিল্লির কোন সুলতান ইক্তা প্রথার প্রচলন করেন ?

উঃ- ইলতুতমিস

782.   মোহম্মদ-বিন-তুঘলকের পূর্ব নাম  কি ছিল ?

উঃ- ফকুরুদ্দিন জুনা  খাঁ

783.   মোহম্মদ-বিন-তুঘলক কোথায় রাজধানী স্থানান্তরিত করেন ?

উঃ- দেবগিরিতে

784.   কোন সুলতান  কে 'খামখেয়ালিরাজা' বলা   হয় ?

উঃ- মোহম্মদ-বিন-তুঘলককে

785.   মোহম্মদ-বিন-তুঘলকের আমলে কোন মোঙ্গল  নেতা ভারত আক্রমণ  করেছিলেন ?

উঃ- তরমাশিরিন

786.   সুলতানিযুগের 'ক্যারাভান' কোন সুলতানকে বলা হয় ?

উঃ- মোহম্মদ-বিন-তুঘলককে

787.   দিল্লির আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির জন্য কে দিল্লির নাম 'হজরত--দিল্লি' রেখেছিলেন ?

উঃ- ইলতুতমিস

788.   দিল্লির প্রথম ও শেষ নারী সুলতান কে?

উঃ- রাজিয়া

789.   রাজিয়া কত বছর রাজত্ব করেছিলেন ?

উঃ- চারবছর

790.   রাজিয়া কাকে বিবাহ করেছিলেন?

উঃ- আলতুনিয়াকে

791.   কুতুবমিনারের কাজ কে শুরু করেন ?

উঃ- কুতুবউদ্দিনআইবক

792.   কুতুবমিনারের কাজ  কে শেষ করেন ?

উঃ- ইলতুতমিস

793.    'শাহনামা' গ্রন্থটি কে রচনা করেন ?

উঃ- ফিরদৌসি

794.    'তারিখ--সিন্ধ' গ্রন্থটি কার রচনা ?

উঃ- মিরমোহম্মদ মাসুমের

795.   তবাকাৎ--নাসিরি কে রচনা করেন ?

উঃ- মিনহাজ

796.    'তাজ-উল-মাসিরগ্রন্থকে রচনা করেন ?

উঃ- হাসাননিজামি

797.   তহকক--হিন্দ' কার রচনা ?

উঃ- আলবেরুনি-

798.   তারিখ--ফিরোজশাহি' গ্রন্থটি কার রচনা?

উঃ- জিয়াউদ্দিনবারনির

799.   চান্দোয়ারের যুদ্ধে কে পরাজিত হন ?

উঃ- জয়চাঁদ

800.   তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?

উত্তর : মহাম্মদ ঘোরী

801.   ভারত অভিযানে সুলতান মামুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?

উত্তর : আনন্দপাল

802.   ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী কারা ছিলেন ?

উত্তর : আরবরা

803.    দিল্লির সুলতানির পত্তন কে করেছিলেন?

উত্তর : কুতুবউদ্দিন আইবক

804.   তৈমুরলএর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন ?

উত্তর : নাসিরউদ্দিন মামুদ

805.    সৈয়দবংশের শেষ সুলতান কে ছিলেন?

উত্তর : আলাউদ্দিন আলমশাহ

806.   ইলতুৎমিসের রাজত্বকালে কোন মোঙ্গলনেতা ভারত আক্রমণ করেন?

উত্তর : চেঙ্গিসখাঁ

807.    খলজি বিপ্লবেরয়ক কে ছিলেন ?

উত্তর : জালালউদ্দিন খলজি

808.    আমির খসরু কার সভাকবি ছিলেন ?

উত্তর : আলাউদ্দিন খলজির

809.   কে প্রথম রেশন ব্যবস্থা চালু  করেন ?

উঃ- আলাউদ্দিন খলজি

810.   দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্যজয় করেন ?

উত্তর : আলাউদ্দিন খলজী

811.   ভারতে প্রথম বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন ?

উঃ আলাউদ্দিন খলজী

812.   হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয় ?

উত্তর : আমিরখসরুকে

813.   মোহাম্মদ ঘোরীর প্রকৃত নাম কি ছিল ?

উত্তর : মুইজউদ্দিন

814.   দিল্লির সুলতানদের মধ্যেদ্বিতীয় আলেকজান্ডারউপাধি কে গ্রহণ করেন?

উত্তর : আলাউদ্দিন খলজী

815.    মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন ?

উত্তর : আলাউদ্দিনখলজী

816.   সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর : খিজিরখাঁসৈয়দ

817.    বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর : জাফর খাঁ

818.   লোদী বংশে প্রতিষ্ঠতা কে ছিলেন ?

উত্তর : বহলুললোদী

819.   তৈমুরলং কত সালে ভারত আক্রমণ করেন ?

উত্তর : ১৩৯৮ সালে

820.   কার রাজত্বকালে ইবনবতুতা এদেশে আসেন ?

উত্তর : মোহম্মদবিন তুঘলক

821.    ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত ?

উত্তর : মোহম্মদবিনতুঘলক

822.   ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা ?

উত্তর  : তুর্কি

823.   বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয় ?

উত্তর : আলাউদ্দিন হোসেনশাহকে

824.   তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন ?

উত্তর : নাসিরুদ্দিন মাহমুদশাহ

825.   লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?

উত্তর : ইব্রাহিম লোদী

826.   তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?

উত্তর : ১৫৬৫ খ্রিস্টাব্দ

827.   দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন?

উত্তর : বহলুললোদী

828.   দিল্লির সুলতানি আমল করে শুরু হয় ?

উঃ ১২০৬খ্রিস্টাব্দে

829.    বঙ্গদেশের কোন কবিতার প্রতিভার জন্য গুনরাজ খাঁ উপাধি পান?

উত্তর : মালাধর বসু

830.  বাহমনী বংশের শেষ সুলতান কে ছিলেন ?

উত্তর : কলিমউল্লাহশাহ

831. রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন ?

উত্তর : কবীl

832. কোন যুগের কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন ?

উত্তর : ইলিয়াসশাহী যুগে

833. বাংলায় ইলিয়াসশাহী বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : শামসুদ্দিন ইলিয়াসশাহ

834.  বাংলায় ইলিয়াসশাহী বংশের শেষ নরপতি কেছিলেন ?

উত্তর : জালালউদ্দিন ফতেশাহ

835. কার সমাধির উপর পাড়ুয়ার একলাখী মসজিদ নির্মিত হয়েছে?

উত্তর : নসরৎশাহ

836.  সমরখন্দেজুম্মামসজিদকে নির্মান করেন?

উত্তর : তৈমুরলং

837. কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?

উত্তর : জয়নাল আবেদীন

838. নানক কোথায় জন্ম গ্রহণ করেন?

উত্তর : লাহোরে

839. অলবিরুনি কার সঙ্গে ভারতে আসেন ?

উত্তর : সুলতান মামুদ

841. লাখবক্স নামে কে পরিচিত ছিলেন ?

উত্তর : কুতুবউদ্দিন আইবক

842. দিল্লির সুলতানির পত্তন কে করেছিলেন?

উত্তর : কুতুবউদ্দিন আইবক

843.  সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা  কে?

উত্তর : খিজিরখান সৈয়দ

844.  'জিলিল্লাহকার উপাধি  ছিল?

উঃ- গিয়াসউদ্দিন বলবনের

845.  তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর : গিয়াসউদ্দিনতুলক

846. মহম্মদ বিন তুঘলকের পূর্বের নাম কি ছিল?

উঃ জুনাখাঁ

847. ইবনবতুতা রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম কি ?

উত্তর : রেহলা

848. মহম্মদ-বিন তুঘলক প্রবর্তিত স্বর্ণমুদ্রার নাম কি ?

উঃ- দোকানি

849. আদিনা মসজিদ কে নির্মান করেন?

উত্তর : সিকান্দারশাহ

850. বাবরের আসল নাম কি ?

উঃ জহিরউদ্দিন মহম্মদ বাবর

851. কোন শব্দ থেকে মোগল শব্দের উৎপত্তি হয়েছে ?

উঃ- মোঙ্গল শব্দ থেকে

852. কোন যুদ্ধের পর  দিল্লির সুলতানি শাসনের অবসান  হয় ?

উঃ- ১৫২৬ খ্রিস্টাব্দে পাণিপথের প্রথম যুদ্ধের পর

853. মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা  কে ?

উঃ- বাবর

854. মধ্যযুগে ভারতবর্ষে কোন সম্রাট প্রথম কামান ব্যবহার করেন  ?

উত্তর : বাব

855. বাবরের পিতার নাম কি ?

উঃ- ওমরশেখ মির্জা

856. বাবরের মাতার  নাম কি  ছিল ?

উঃ- কলুনিগার খাতুন

857. বাবরের পিতৃ রাজ্য কোথায় ছিল?

উঃ- মধ্য এশিয়ার ফরগনায়

858. কোন মোগল সম্রাট 'বাদশাহ' উপাধি   নিয়েছিলেন ?

উঃ- বাবর

859. বাবরের কন্যার নাম কি ছিল ?

উঃ- গুলবদনবেগম

860.  'বাবরনামা' কারলেখা ?

উঃ- সম্রাট বাবরের

861.  বাবরনামা কোন ভাষায় লেখা ?

উঃ- তুর্কি  ভাষায়

862.  পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়?

উত্তর : ১৫২৬ খ্রিস্টাব্দে

863.  খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়?

উত্তর : ১৫২৭ খ্রিস্টাব্দে

864.  ঘর্ঘরা যুদ্ধ কখন  হয় ?

উঃ- ১৫২৯ খ্রিস্টাব্দে

865.  বাবরে রমৃত্যু হয়   কত  খ্রিস্টাব্দে?

উঃ- ১৫৩০  খ্রিস্টাব্দে

866.   'হুমায়ুন' শব্দের অর্থ কি ?

উঃ- সৌভাগ্যবান

867.  হুমায়ুনের মাতার  নাম  কি ?

উঃ- মহমসুলতানা

868.   'হুমায়ুননামা' কার রচনা ?

উঃ- গুলবদন বেগমের

869.   হুমায়ুনের সেনাপতি কে ছিলেন?

উত্তর : বৈরাম খাঁ

870.  শেরশাহ কত বছর রাজত্ব করেন ?

উঃ- পাঁচবছর

871.   'রোটাসদুর্গ' 'পুরানাকিল্লা' কে নির্মাণ করেন ?

উঃ- শেরশাহ

872.  শেরশাহের প্রকৃত নাম কি ?

উঃ- ফরিদ খাঁ শূর

873.   'সড়ক--আজম' কে নির্মাণ করেন ?

উঃ- শেরশাহ

874.  ঘোড়ার  পিঠে  চড়ে ডাক ব্যবস্থার প্রথম  প্রচলন কে করেন ?

উঃ- শেরশাহ

875.  শেরশাহের হিন্দু সেনাপতির নাম কি ?

উঃ- ব্রহ্মজিৎ গৌড়

876.  কে পাট্টা  কবুলিয়ত  প্রথার  প্রবর্তন  করেন?

উঃ- শেরশাহ

877.  শেরশাহের প্রবর্তিত  রুপোর মুদ্রাকে কি বলা হত?

উঃ- রুপি৷

878.  হুমায়ুন কবে মোগল সাম্রাজ্যের   পুনঃপ্রতিষ্ঠা করেন ?

উঃ- ১৫৫৫ খ্রিস্টাব্দে

879.  চৌসারযুদ্ধ কখন  হয় ?

উঃ- ১৫৩৯  খ্রিস্টাব্দে

880. বিল্বগ্রাম বা কনৌজের যুদ্ধ কবে হয় ?

উঃ- ১৫৪০ খ্রিস্টাব্দে

881. বিল্বগ্রামের যুদ্ধে শেরখাঁ কাকে পরাজিত করেন ?

উত্তর : হুমায়ূনকে

882. কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মুঘল শাসনের ছেদ পড়ে?

উত্তর : বিল্বগ্রামের যুদ্ধ

883. শেরশাহের অত্যন্ত  বিশ্বস্ত সেনাপতি ছিলেন কজন হিন্দু তার নাম কি ?

উত্তর : ব্রহ্মজিৎ গৌড়

884. দিল্লির সিংহাসনে শূরবংশের প্রতিষ্ঠাতা কে  ছিলেন ?

উঃ- শেরশাহ

885.  আকবরের আসল নাম কি ছিল?

উঃ জালালউদ্দিন আহম্মেদ আকবর

886. দিল্লির সিংহাসনে সুর বংশর প্রতিষ্ঠাতা কে ?

উত্তর : আদিলশাহ

887. হলদিঘাটের যুদ্ধ আকবরের সাথে কার হয়েছিল ?

উত্তর : রানাপ্রতাপ সিংহ

888. হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন ?

উত্তর : মানসিংহ

889.  দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটি হয়েছিল ?

উত্তর : বৈরামখাঁ এবং হিমু

890. নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন ?

উত্তর : বৈরাম খাঁ

891. ইবাদৎখানা কার দ্বারা নির্মিত হয় ?

উত্তর : আকবর

892. তানসেন কোন সম্রাটের সম-সাময়িক ছিলেন?

উত্তর : আকবর

893. আকবরের গৃহশিক্ষক কে ছিলেন?

উত্তর : শেখ মুবারক

894. সুরসাগ-এর রচয়িতা কে?

উত্তর : সুরদাস

895. মুঘল সম্রাট মহামতি আকবরের সময়ে বাংলাদেশকে কি নামে ডাকা হতো ?

উঃ সুবহ--বাংলাহ

896. কোন ভারতীয় শাসক  রাষ্ট্রের খরচে হজ যাত্রার ব্যবস্থা করেন ?

উঃ- আকবর

897. আকবরের জীবনীকার ঐতিহাসিক আবু ফজলকে কে হত্যা করেছিলেন ?

উত্তর : বীরসিং  বুন্দেলা

898. নুরজাহানের পূর্ব নাম কি ছিল ?

উত্তর : মেহেরুন্নেসা

899.  জাহাঙ্গীর কোন শিখগুরুকে হত্যা করেন?

উত্তর : অর্জুন

900. শাহজাহান কত সালে সিংহাসনে আরোহন করেন ?

উত্তর : ১৬২৮ খ্রিস্টাব্দে

901.  শাহজাহানের আমলে বাংলার রাজধানী কি ছিল ?

উত্তর : রাজমহল

902. শাহজাহানের শাসনকালে দেশে এসেছেন এমন একজন বিদেশীর নাম কি ?

উত্তর : উইলিয়াম হকিন্স

903. শাহজাহানের শিল্পসৃষ্টির এক অপূর্ব নিদর্শন কি ?

উত্তর : ময়ূরসিংহাসন

904.  শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কি?

উত্তর : তাজমহল

905. দিল্লিতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ-দুর্গ লালকেল্ল নির্মাণ করেন ?

উত্তর : যমুনা

906. ময়ূর সিংহাসন লুন্ঠন করে নিয়ে যান কে?

উত্তর : নাদিরশাহ

907. নিজের পিতাকে বন্দী করে কে সিংহাসনে আরোহন করেন ?

উত্তর : ঔরঙ্গজেব

908.  আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন ?

উত্তর : ঔরঙ্গজেব

909. ঔরঙ্গজেব কোন শিখগুরুকে বন্দী করেন?

উত্তর : গুরু তেগবাহাদুর

910. ঔরঙ্গজেব কাকে 'পার্বত্যমুষিক' বলে অভিহিত করেন ?

উত্তর : শিবাজীকে

911.  ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপরে জিজিয়া কর আরোপ করেন ?

উত্তর : ১৬৭৯ খ্রিস্টাব্দে

912.  শিবাজী রাজধানী কোথায় ছিল?

উত্তর : রায়গড়

913.  শিবাজীর রাজ্যাভিষেক কবে হয়?

উত্তর : ১৬৭৪ খ্রিস্টাব্দে

914.  শিবাজীবাঘনখদিয়ে কাকে হত্যা করেন ?

উত্তর : আফজাল  কে

915.  কারশাসনব্যবস্থায়অষ্টপ্রধাননিয়ে একট  পরিষদ ছিল?

উত্তর : শিবাজীর

916.  শিবাজীর শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কে কি বলা হতো ?

উত্তর : পেশোয়া

917.  তৈমুর লং এর ভারত আক্রমণের সময় ভারতে সম্রাট কে ছিলেন ?

উঃ তুঘলক বংশের শেষ সম্রাট নাসিরুদ্দিন মামুদ

918.  শাহজাহান ও ঔরঙ্গজেবের আমলে ভারতে আগত দুজন পর্যটক এর নাম কি ?

উঃ বর্নিয়ে ও মানুচি

919.  স্যার টমাস রোকার দরবারে এসেছিলেন?

উঃ জাহাঙ্গীরের দরবারে

920.  স্যার টমাস রো  কোন বছর ভারতে আসেন ?

উঃ- 1615 খ্রিস্টা­ë

921. দ্বৈত শাসনের প্রবক্তা  কে ?

উঃ লর্ডক্লাইভ

922.  কোন রাজ্য জয়কে স্মরণীয় করে রাখার জন্য  আকবরবুলন্দদরওয়াজা' নির্মাণ করেন ?

উঃ- গুজরাট

923. শেরশাহের সমাধি কোথায় আছে?

উঃ- সাসারামে

924. আগ্রা নগরের পত্তন করেন কোন সম্রাট ?

উঃ- সিকান্দার লোদী

925. হায়দ্রাবাদের চারমিনার কে প্রতিষ্ঠা করেন?

উঃ- কুলিকুতুব শাহ

926. বাবর কোথা দিয়ে ভারতে প্রথম প্রবেশ করেন ?

উঃ- পাঞ্জাব

927.  'কুতুবশাহীসাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- কুলিকুতুব শাহ

928. মোগল যুগের দুটি ভারতীয় সুতি বস্ত্র কেন্দ্রের নাম কি ?

উঃ- যৌনপুর ও আগ্রা

929. কোন মুঘল সম্রাট  ইংরেজদের ভারতের সঙ্গে বাণিজ্যের অনুমতি দেন?

উঃ- জাহাঙ্গীর

930. কোন যুদ্ধের ফলে ভারতে সাময়িক ভাবে মোগল শাসনে ছেদ পড়ে ?

উত্তর : বিল্বগ্রামর যুদ্ধের ফলে

931.  কে 'সড়ক--আজম' (গ্র্যান্ডট্র্যাঙ্করোড) নির্মাণ করেন ?

উত্তর : শেরশাহ

932.  ভূমিরাজস্ব ব্যবস্থা বিষয়ে শেরশাহ প্রবর্তিত  দলিল দুটির নাম কি?

উত্তর : পাট্টা ও কবুলিয়ত

933. হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল ?

উত্তর : ১৫৭৬খ্রিস্টাব্দে

934. আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন ?

উত্তর : আকবর

935. 'মনসবদারীপ্রথা'  ­কে প্রবর্তন করেন?

উত্তর : আকবর

936.  সম্রাট জাহাঙ্গীর কোন শিখগুরুর প্রাণদন্ড দেন ?

উত্তর : গুরু অর্জুনসিংহ

937.  মুসলমানেরা কাকে জিন্দাপীর বলত ?

উত্তর : ঔরঙ্গজেবকে

938.  ঔরঙ্গজেব কাকে 'পার্বত্যমুষিকঅভিহিত করেন ?

উত্তর : শিবাজিকে

939. পানিপথের তৃতীয় যুদ্ধ  কবে হয় ?

উঃ- ১৭৬১ খ্রিস্টাব্দে 

940. হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?

উঃ- ১৫৭৬ খ্রিস্টাব্দে

941. শেরশাহের মৃত্যু কত খ্রিস্টাব্দে  হয় ?

উঃ- ১৫৪৫ খ্রিস্টাব্দে

942. আকবরের কোথায় জন্ম হয় ?

উঃ- অমরকোটে

943. শেরশাহের মৃত্য হয় কোথায় ?

উঃ- কালিঞ্জরদুর্গে

944. আকবরের প্রকৃত নাম কি ছিল ?

উঃ- জালালউদ্দিনমোহম্মদ

945.  'বিক্রমজিৎ' উপাধি কে ধারণ  করেন ?

উঃ- হিমু বা হেমচন্দ্র

946. আকবরের মাতার নাম কি ছিল?

উঃ- হামিদাবানুবেগম

947. খুরম কার পূর্ব নাম ছিল ?

উঃ- শাহজাহান

948. ইবাদৎখানা কি ?

উঃ- সম্রাট আকবরের ধর্মসভা গৃহের নাম

949. শিখদের প্রথম গুরু নাম কি ?

উঃ- গুরুনানক

950. শিখদের ধর্মগ্রন্থের নাম কি ?

উত্তর : গ্রন্থসাহেব

951. গ্রন্থসাহেব প্রথম সংকলন কে করেন ?

উত্তর : গুরু অর্জুন

952. গন্ডোয়ানা রাজ্য  কোথায় অবস্থিত?

উঃ- মধ্যপ্রদেশে

953. গন্ডোয়ানা রাজ্যের রানী কে  ছিলেন ?

উঃ- দুর্গাবতী

954. রানাপ্রতাপ সিংহের বিখ্যাত ঘোড়ার  নাম  কি ছিল ?

উঃ- চৈতক

955. আকবর প্রবর্তিত  নতুন  ধর্মমতের নাম  কি?

উঃ- দীন--ইলাহি

956.  'দীন--ইলাহি মত গ্রহণকারী একমাত্র হিন্দ  কে ছিলেন ?

উঃ- বীরবল

957.  ‘কবিপ্রিয়উপাধি কে লাভ করেছিলেন ?

উঃ- বীরবল

958. মেবারের শ্রেষ্ঠ রাজা কে  ছিলেন ?

উঃ- রানাপ্রতাপ সিংহ

959. কোন মোগল সম্রাট কে 'জাতীয়সম্রাট' বলা হয় ?

উঃ- আকবরকে

960. তুলসীদাস কার সময়ে বর্তমান ছিলেন ?

উঃ- আকবরের সময়ে

961. আকবরের শেষ রাজ্য জয় কোনটি ?

উঃ- অসিরগড় দুর্গ

962. আকবর কবে আসিরগড় দুর্গটি জয় করেন?

উঃ- ১৬০১  খ্রিস্টাব্দে

963. আকবরের রাজস্ব বিভাগের প্রধানের   উপাধি কি   ছিল ?

উঃ- দেওয়া--আলা

964. আকবরের রাজসভার বিখ্যাত গায়ক কে ছিলেন ?

উঃ- তানসেন

965. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল?

উত্তর : ফারসী

966. কোন মুঘল সম্রাটের আমলে নাদির শাহ  ভার আক্রমণ করেন ?

উঃ- সম্রাট মহম্মদ শাহ

967. ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন?

উত্তর : জাহাঙ্গীর

968. ভারত থেকে ইংরেজদের বণিকদের দুটি রপ্তানি দ্রব্যের নাম কি?

উঃ- সোরা ও সূতারেশমীবস্ত্র

969. আকবরের বন্দুকের নাম  কি ছিল?

উঃ- সংগ্রাম

970. আকবরের 'জোনাথান' কাকে বলা হয় ?

উঃ- আবুলফজলকে

971.  'ইমাম--আদিল' উপাধি নিয়েছিলেন কোন মোগল সম্রাট ?

উঃ- আকবর

972.  'সুল--কুল' শব্দের অর্থ কি ?

উঃ- পরধর্মসহিষ্ণুতা

973.  'রাজমহলের যুদ্ধ' কত খ্রিস্টাব্দে হয়েছিল ?

উঃ- ১৫৭৬ খ্রিস্টাব্দে

974. ইবাদতখানা কোথায় অবস্থিত ?

উঃ- ফতেপুরসিক্রিতে

975.  'মনসবদার' কথার অর্থ  কি ?

উঃ- পদমর্যাদা

976.  'মনসবদারিপ্রথা' কে প্রবর্তন করেন ?

উঃ- সম্রাট আকবর

977. জাহাঙ্গিরের পূর্ব নাম  কি ?

উঃ- সেলিম

978. জাহাঙ্গিরের রাজত্বকালে কোন  পর্যটক  ভারতে এসেছিলেন ?

উঃ- স্যার টমাসরো

979. জাহাঙ্গির কোন শিখগুরুকে প্রাণদণ্ড  দেন ?

উঃ- পঞ্চম গুরু অর্জুনকে

980.  'নূরজাহান' শব্দের অর্থ কি ?

উঃ- জগতের আলো

981.   আকবরনামা গ্রন্থের রচয়িতা কে?

উঃ- আবুলফজল

982.   'আইন--আকবরি' গ্রন্থের রচয়িতা কে?

উঃ- আবুলফজল

983.  নূরজাহানের পূর্ব নাম কি ছিল ?

উঃ- মেহেরুন্নিসা

984.  'শাহজাহান' কথার অর্থ কি?

উঃ- বিশ্ববিজয়ী

985.  শাহজাহানের পূর্বনাম কি ছিল ?

উঃ- খুররম

986.  শাহজাহানের প্রিয়তমা পত্নীর নাম  কি  ছিল ?

উঃ- মমতাজ

987.   ‘মমতাজ’-এর পূর্বনাম কি ছিল?

উঃ- আর্জুমন্দবানু

988.  শাহজাহানের সভাকবি কে ছিলেন?

উঃ- আবুতালিবকালিম

989.  শাহজাহানের সময়কালে বিখ্যাত চিত্রশিল্পী কে   ছিলেন ?

উঃ- নাদিরসমরকান্দি

990.  কোন মোগল সম্রাটের যুগকে 'সুবর্ণযুগ' বলা হয় ?

উঃ- শাহজাহানের

991.   'আলমগির' উপাধি কে ধারণ করেছিলেন?

উঃ- ঔরঙ্গজেব

992.  ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারাযান ?

উঃ- ১৭০৭ খ্রিস্টাব্দে

993.  আগ্রার তাজমহল কে নির্মাণ  করেন ?

উঃ- শাহজাহান

994.  কোন মোগল সম্রাটকে 'স্থপতি যুবরাজ' বলা হয় ?

উঃ- শাহজাহানকে

995.  কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?

উত্তর : জয়নাল আবেদিনকে

996.  মোঘল যুগে তাম্রমুদ্রার নাম কি ছিল ?

উত্তর : দাম

997.   কে ফারসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন ?

উত্তর : বাদাউনী

998.   অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দিরটি কে তৈরী করেন ?

উত্তর : গুরুরামদাস

999.  মোগল যুগের শস্যভান্ডার' কোন অঞ্চলকে  বলা হত ?

উঃ- কান্দাহারকে

1000.  আলমগির বাদশাহগাজি' উপাধি কে গ্রহণ করেন ?

উঃ- ঔরঙ্গজেব

1001.  ঔরঙ্গজেব নিজের কোন কন্যাকে কারাগার বন্দি করেছিলেন ?

উঃ- জেবউন্নিসাকে

1002.  মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ?

উঃ- শিবাজি

1003.  কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক  হয় ?

উঃ- ১৬৭৪ খ্রিস্টাব্দে

1004.  কোনদুর্গে শিবাজির রাজ্যাভিষেক হয় ?

উঃ- রায়গড দুর্গে

1005.  শিবাজি কোন পদ্ধতিতে যুদ্ধ করতেন ?

উঃ- গেরিলা পদ্ধতিতে

1006.  শিবাজীর পতাকার নাম কি ছিল ?

উঃ- ভগোয়াঝান্ডা

1007.  শিবাজি কতবার সুরাট বন্দর লুন্ঠন করেছিলেন ?

উঃ- দু-বার

1008.  ছত্রপতি উপাধি কে ধারণ করেছিলেন ?

উঃ- শিবাজি

1009.  শিবাজি কোন পার্বত্য জাতিকে  ঐক্যবদ্ধ  করেছিলেন ?

উঃ- মাওয়ালি জাতিকে

1010.   ‘গো-ব্রাহ্মণপালকউপাধি কে নিয়েছিলেন?

উঃ- শিবাজি

1011.   ভাস্কো-ডা-গামা প্রথমে কোন বন্দরে আসেন ?

উঃ- কালিকটবন্দরে

1012.   ভাস্কো-ডা-গামা আগমনকালে কালিকট বন্দরের রাজা  কে ছিলেন ?

উঃ- জামোরিন

1013.   গোয়ার পোর্তুগিজ শাসক কে ছিলেন ?

উঃ- আলবুকার্ক

1014.   নাদিরশাহ কখন  ভারত আক্রমণ করেন?

উঃ- ১৭৩৯ খ্রিস্টাব্দে

1015.   নাদিরশাহের ভারত আক্রমণকালে মোগল সম্রাট কে ছিলেন?

উঃ- মোহম্মদশাহ

1016.   ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- লর্ডওয়েলেসলি

1017.   ফোর্টউইলিয়াম   কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ- ১৮০০ খ্রিস্টাব্দে

1018.   কলিকাতা নগরীর পত্তন কে করেন ?

উঃ- জোবচার্নক

1019.    কলিকাতা নগরীর পত্তন কখন  হয়?

উঃ- ১৬৯০ খ্রিস্টাব্দে

1020.  রামায়ণের ফারসি অনুবাদ কে করেন?

উঃ- বদায়ুনি

1021.  আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল?

উঃ- টোডরমল

1022.   'শফরনামা' কার লেখা ?

উঃ- ইব্রাহিম ফারুকির

1023.  শেরশাহের সমাধি কোথায় অবস্থিত ?

উঃ- সাসারামে

1024.  হলদিঘাটের যুদ্ধে মোগল সেনাপতি  কে ছিলেন ?

উঃ- মানসিংহ

1025.  শিবাজির মাতার নাম কি ?

উঃ- জিজাবাই

1026.  শিবাজির পিতার নাম কি?

উঃ- শাহজি

1027.  শিবাজির শিক্ষার বাল্যগুরু কে ছিলেন ?

উঃ- দাদাজিকোল্ডদেব

1028.  জমি জরিপের জন্য টোডরমল কি প্রবর্তন   করেছিলেন ?

উঃ- ইলাহিগজ

1029. 'দহশালা' কে প্রবর্তন করেন?

উঃ সম্রাট আকবর

1030.  দক্ষিণ ভারতের কোন মহিলা আকবরের নিকট পরাজিত  হন ?

উঃ- চাঁদসুলতানা

1031.  আকবর করে মারা যান?

উঃ- ১৬০৫ খ্রিস্টাব্দে

1032.  মোগলযুগে একটি বন্দরের নাম লেখো

উঃ- সুরাট

1033.  শেষ মোগল সম্রাট কে?

উঃ- দ্বিতীয় বাহাদুরশাহ

1034.  লালকেল্লা কে নির্মাণ করেন ?

উঃ- সম্রাট শাহজাহান

1035.  শাহজাহাননামা' গ্রন্থ কে রচনা   করেন ?

উঃ- এনায়েত আলিখাঁ

1036.  গুরু অর্জুনকে কে হত্যা  করেছিলেন ?

উঃ- সম্রাট জাহাঙ্গির

1037.  গুরু গোবিন্দসিং কে ছিলেন ?

উঃ- শিখদের দশমগুরু

1038.  বন্দিবাসের  যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন  ?

উঃ- স্যার আয়ারকুট

1039.  বন্দিবাসের যুদ্ধে ফরাসি পক্ষের সেনাপতি কে ছিলেন?

উঃ- কাউন্ট-ডি

1040.  দ্বিতীয় কর্ণাটক যুদ্ধে ফরাসি সেনাপতি কে   ছিলেন ?

উঃ- বুসি

1041.  ইস্টইন্ডিয়া কোম্পানির একজন  নায়েব সুবাদারের নাম  লেখ

উঃ- রেজাখাঁ

1042.  শিখদের প্রথম গুরু কে ছিলেন?

উঃ- গুরুনানক

1043.  অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেন ?

উঃ- গুরুঅর্জুন

1044.  বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর L­h ঘটেছিল ?

উঃ- ১১৭৬ বঙ্গাব্দে বা ১৭৭০ খ্রিস্টাব্দে

1045.  মরিশাসে ফরাসি শাসকের  নাম কি ছিল?

উঃ- লা-বুরদনে

1046.  মার্কার ও সমরু কে ছিলেন ?

উঃ- বক্সারের  যুদ্ধে মিরকাশিমের  দুই ফরাসি সেনাপতি

1047.  মানিকচাঁদ কোথাকার শাসনকর্তা ছিলেন?

উঃ- কলকাতার

1048.  শিখগুরু তেগবাহাদুরকে কে হত্যা করেছিলেন ?

উঃ- ঔরঙ্গজেব

1049.  কোন গ্রন্থে ছিয়াত্তরের মন্বন্তরের  মর্মস্পর্শী বিবরণ  পাওয়া যায়?

উঃ- আনন্দমঠ

1050.  খালসাবাহিনীর প্রবর্তক কে ছিলেন ?

উঃ- গুরু গোবিন্দসিংহ

1051.  বালাজি বিশ্বনাথ  কে ছিলেন ?

উঃ- পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা

1052. সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?

উঃ- মারাঠা ও  ইংরেজদের মধ্যে

1053. মারাঠা  রাজনীতির কৌটিল্য নামে কে পরিচিত?

উঃ- নানাসাহেব

1054. টিপুসুলতানের জীবনের শেষ যুদ্ধ কোনটি?

উঃ- মনাভেরির যুদ্ধ

1055. টিপু সুল  কোথায় স্বাধীনতার বৃক্ষরোপণ  করেছিলেন ?

উঃ- শ্রীরঙ্গপত্তনমে

1056.  'খালসা' শব্দের  অর্থ কি ?

উঃ- পবিত্র

1057. অমৃতসর সরোবর কে খনন করেছিলেন?

উঃ- শিখগুরু  রামদাস

1058.  'সবলালহোজায়েগা’ –এটি কার উক্তি?

উঃ- রঞ্জিৎসিংহ-এর

1059. রঞ্জিৎসিংহকে 'নেপোলিয়ানের ক্ষুদ্রসংস্করণ বলেছেন কে ?

উঃ- ফরাসি পন্ডিত  জ্যাকিসোঁ

1060. শেষ  পেশোয়া কে ছিলেন ?

উঃ- দ্বিতীয়  বাজিরাও

1061. মারাঠাজাতির  দ্বিতীয় প্রতিষ্ঠাতা  কাকে  বলা হয় ?

উঃ- প্রথম  বাজিরাও-কে

1062. তৃতীয়  পানিপথের যুদ্ধে কে  পরাজিত  হয়?

উঃ- বালাজি বাজিরাও

1063. অমৃতসরের সন্ধি  কবে স্বাক্ষরিত হয়েছিল?

উঃ- ১৮০৯  খ্রিস্টাব্দে

1064. ম্যাঙ্গালোরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল?

উঃ- টিপু ও ইংরেজদের মধ্যে

1065. কার আমলে মারাঠা বর্গি নেতা  ভাস্কর পণ্ডিত বাংলা আক্রমণ করেছিলেন?

উঃ- নবাব আলিবর্দির আমলে

1066. ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত  হয় ?

উঃ- ১৭৮৪  খ্রিস্টাব্দে

1067. বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ- ১৮০২ খ্রিস্টাব্দে

1068. চিলিয়ানওয়ালার যুদ্ধ কবে হয়েছিল ?

উঃ- ১৮৪৯  খ্রিস্টাব্দে

1069. কোন বছর মিরকাশিমমের মৃত্যু হয় ?

উঃ- ১৭৭৭ খ্রিস্টাব্দে

1070. কত খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গফরাসি যুদ্ধে  অবসান ঘটে?

উঃ- ১৭৫৪ খ্রিস্টাব্দে

1071. কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ  প্রতিষ্ঠিত  হয়?

উঃ-১৮০০ খ্রিস্টাব্দে

1072. কোন সন্ধি দ্বারা তৃতীয় ইঙ্গ-ফরাসি যুদ্ধের অবসান  ঘটে ?

উঃ- প্যারিসের সন্ধির দ্বারা

1073. ইংরেজ-ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে ?

উঃ- ১৭৬৫  খ্রিস্টাব্দে

1074. ইংরেজরা মৌমাছির জাত'-কথাটি কে বলেছিলেন?

উঃ- মুর্শিদকুলি খাঁ

1075. পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে  হয়েছিল ?

উঃ- ১৭৫৭ খ্রিস্টাব্দে

1076. বক্সারের  যুদ্ধ কবে  সংঘটিত  হয়েছিল ?

উঃ- ১৭৬৪  খ্রিস্টাব্দে

1077. বক্সার যুদ্ধচলাকালীন দিল্লির বাদশাহ কে ছিলেন?

উঃ- দ্বিতীয় সম্রাট শাহ আলম

1078. হায়দারআলি কবে মহীশুরের  ক্ষমতা দখল  করেন ?

উঃ- ১৭৬১  খ্রিস্টাব্দে

1079. প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

উঃ- ১৭৬৭ খ্রিস্টাব্দে

1080. প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

উঃ- ১৭৭৫ খ্রিস্টাব্দে

1081. দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে শুরু হয় ?

উঃ- ১৭৮০ খ্রিস্টাব্দে

1082. কত খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?

উঃ- ১৭৮২ খ্রিস্টাব্দে

1083.  'ত্রিনোমালি' 'পোর্টোনোভো'-র যুদ্ধে ইংরেজদের  নিকট কে পরাজিত  হন?

উঃ- হায়দারআলি

1084. কত খ্রিস্টাব্দে হায়দার আলির মৃত্যু ঘটে?

উঃ- ১৭৮২ খ্রিস্টাব্দে

1085. ম্যাঙ্গালোরের সন্ধি কাদের  মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ- ইংরেজর  বং হায়দারপুত্র টিপুসুলতানের মধ্যে

1086. কোন সন্ধিকে 'শূন্যগর্ভ' চুক্তি বলা হয়ে থাকে ?

উঃ- ম্যাঙ্গালোরের সন্ধি

1087. ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ- ১৭৮৪ খ্রিস্টাব্দে

1088.  'এশিয়াটিক সোসাইটি' কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ- ১৭৮৪ খ্রিস্টাব্দে

1089. ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন কে করেন ?

উঃ- লর্ড  ক্লাইভ

1090. হায়দার আলি মারা যান ?

উঃ- কর্কটরোগে(ক্যানসাররোগে)

1091.  'একসালাপাঁচসালাব্যবস্থা কে প্রবর্তন  করেন ?

উঃ- ওয়ারেন হেস্টিংস

1092.  'ইন্ডিয়ান পেনালকোড' কে প্রবর্তন করেন ?

উঃ- লর্ড উইলিয়ামবেন্টিঙ্ক

1093. কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- ওয়ারেন হেস্টিংস

1094.  'দশসালাব্যবস্থা কে প্রবর্তন করেন ?

উঃ- লর্ড কর্নওয়ালিস

1095. ওয়ারেন  হেস্টিংস কোন সন্ধিকে 'অপমানজনক শান্তি' বলে অভিহিত করেছেন ?

উঃ- ম্যাঙ্গালোরেরসন্ধি

1096. দ্বৈতশাসন কে রদ করেন ?

উঃ- লর্ড ওয়ারেন হেস্টিংস

1097. ফোর্ট উইলিয়াম কলেজ  কে প্রতিষ্ঠা  করেন ?

উঃ- লর্ড ওয়েলেসলি

1098.  'সূর্যাস্তআইন' কে প্রবর্তন  করেন ?

উঃ- লর্ড কর্নওয়ালিস

1099.  'এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন?

উঃ- স্যার  উইলিয়ামজোন্স

1100. ওয়ারেন হেস্টিংসের প্রতিষ্ঠিত  সুপ্রিমকোর্টে প্রথম ফাঁসি  দেওয়া  হয়েছিল কাকে ?

উঃ- মহারাজনন্দকুমার-কে

1101. ভারতে রেলপথনির্মাণের পথিকৃৎ কে ?

উঃ লর্ড ডালহৌসি

1102. জেনারেল ডায়ার কে কে হত্যা করেন ?

উঃ উধম সিং

1103. ১৮৫৭ সালের বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন ?

উঃ লর্ডক্যানিং

1104. স্যার উইলিয়াম কার্জন উইলিকেকে হত্যা করেন ?

উঃ- মদনলাল ধিংড়া

1105. রেগুলেটিং আইন কবে পাস হয়?

উঃ- 1773 খ্রিস্টাব্দে

1106. রেগুলেটিং আইন অনুসারে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ?

উঃ- ওয়ারেন হেস্টিংস

1107.  'দশশালা' বন্দোবস্ত কে করেন ?

উঃ- লর্ড কর্নওয়ালিস

1108. সপ্তদশবিধি কি ?

উঃ- লর্ড বেন্টিং এই আইন পাশ করিয়ে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন

1109. আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলে 

উঃ- লর্ড ডালহৌসি

1110.  ১৮৮২ খ্রিঃদমন মূলক দেশীয় সংবাদপত্র আইন কে প্রত্যাহার করেন?

উত্তর : লর্ড রিপন

1111.   পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?

উত্তর: ওয়ারেনহেস্টিংস

1112.   নব্যবঙ্গ আন্দোলনের প্রবক্তা কে?

উঃ ডিরোজিও

1113.   আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয় ?

উঃ ১৯৪২ খ্রিস্টাব্দে

1114.   আজাদ হিন্দ সরকার গঠন হয় কত সালে ?

উঃ ১৯৪৩ সালের ২১শে অক্টোবর

1115.   গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ?

উঃ লালা হরদয়াল

1116.   জালিয়ানওয়ালাবাগের হত্যাকাও কবে ঘটে ?

উঃ ১৯১৯ খ্রিস্টাব্দে

1117.   ভারতের নৌবিদ্রোহ করে হয় ?

উঃ ১৯৪৬ সালের ১৮ই ফেব্রুয়ারি

1118.   কোলকাতা বিশ্ববিদ্যালয় করে স্থাপিত হয় ?

উঃ১৮৫৭ সালের ২৮শে জানুয়ারি

1119.   ভারতীয় শিক্ষা সার্ভিস কবে গঠিত হয়?

উঃ ১৮৯৬খ্রিস্টাব্দে

1120.   ব্রাহ্ম সমাজ কবে দু-ভাগে ভাগ হয়ে যায় ?

উঃ ১৮৬৫-৬৬খ্রিস্টাব্দে

1121.   ভারতীয় মুসলিম সম্প্রদায়ের জাগরণের দূত কাকে বলা হয় ?

উঃ সৈয়দ আহমদ খান

1122.   ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন কে ?

উঃ ভি. ডি. সাভারকর

1123.   কোন কংগ্রেস অধিবেশনের পর জিন্না কংগ্রেস ত্যাগ করেন ?

উঃ নাগপুর অধিবেশন ১৯২০

1124.   সুভাষ চন্দ্র বসু করে ছদ্মবেশে ভারত পরিত্যাগ করেন ?

উঃ ১৭ই জানুয়ারি ১৯৪১

1125.   মিরাত-উল-আকবরের সঙ্গে কার নাম জড়িত ?

উঃ রাজা রাম মোহন রায়

1126.   ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ১৭১৭ সালের ফরমান কে প্রদান করেন?

উঃ ফারুকশিয়ার

1127.   ১৯২৪ এর কংগ্রেস অধিবেশনেকে সভাপতিত্ব  করেন ?

উঃ মহাত্মাগান্ধী

1128.   ১৯২৯ খ্রিস্টাব্দে খুদা--খিদমতগার কে গঠন করেন ?

উঃ আবদুল গফ্ফর খান

1129.   ব্রিটিশ ভারতের কোন অঞ্চলে প্রথম মিশনারি স্কুল স্থাপিত হয় ?

উঃ মাদ্রাজে

1130.   ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময়কে ভারতের শাসক ছিলেন ?

উঃ আকবর

1131.   গ্রিক বীর হারকিউলিস কার পুত্র ছিলেন ?

উঃ হারকিউলিকস

1132.   আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ?

উঃ ১৮৭৫ সালে সৈয়দ আহমদ খান

1133.   কত খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন ?

উঃ- ১৯১৪খ্রিস্টাব্দে

1134.   ভারতের প্রথম শ্রমিক সংঘের নাম কি?

উঃ- বোম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন

1135.   কংগ্রেস সোস্যালিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- জয়প্রকাশ নারায়ন ও আচার্য নরেন্দ্রদেব

1136.   সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?

উঃ- ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড

1137.   গান্ধী আরউইন  চুক্তি আর কি নামে পরিচিত ?

উঃ- দিল্লিচুক্তি

1138.   নিউ ইন্ডিয়া ও দি কমনউইল' সংবাদপত্রদ্বয়ের সম্পাদক কে ছিলেন ?

উঃ- অ্যানিবেসান্ত

1139.   গান্ধী আর উইন চুক্তি কবে হয় ?

উঃ- 1931 সালের 5 মার্চ

1140.    'হিন্দুস্তান সোস্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন' বিপ্লবীদলে প্রতিষ্ঠাতা কে ?

উঃ- ভগৎসিং

1141.     “The Indian war of independence এর  রচয়িতাকে ?

উঃ- বিনায়ক দামোদর সাভারকর

1142.     'ফ্রি ইন্ডিয়াসোসাইটি' কে  গঠন করেন ?

উঃ- মাদামকামা

1143.     'শের--পাঞ্জাব' কাকে বলা হয়?

উঃ- লালা লাজপত  রায়

1144.    'বন্দেমাতরম্' সঙ্গীতটি কোন পুস্তক এর অন্তর্ভুক্ত ?

উঃ- আনন্দমঠ

1145.    চাপেকর ভাতৃদ্বয় কারা ?

উঃ- দামোদর চাপেকর ও বালকৃষ্ণ চাপেকর

1146.    ভারতের প্রথম সুতাকল কবে কোথায় কে স্থাপন করেন ?

উঃ- কোয়াসজীনানা ভাই বোম্বাইতে (1853 )

1147.    ভারতীয় রেলপথের জনক কে?

উঃ- লর্ড ডালহৌসি

1148.    কেভারতের বিপ্লববাদের জননী' কে ছিলেন ?

উঃ- মাদাম  ভিকাজি রুস্তমজিকামা

1149.    ওয়াহাবি আন্দোলনের সাথে কার নাম জড়িত ?

উঃ- স্যার সৈয়দ আহমেদ

1150.    রাজা রামমোহন রায় কেনবযুগের প্রবর্তক কে  আখ্যা দেন ?

উঃ- বিপিন চন্দ্র পাল

1151.    আধুনিক ভারতের পথিকৃৎ কাকে বলা হয় ?

উঃ- রাজা রামমোহন রায় কে

1152.    সপ্তদশ বিধি করে পাস হয় ?

উঃ- ১৮২৯ সালে

1153.     'ঈশ', 'কেন', 'কঠ', 'মন্ডক', ও মাণ্ডুক্য এই পাঁচখানি উপনিষদ এর বাংলা অনুবাদ করে কে প্রকাশ করেন?

উঃ- রাজা রামমোহন রায়

1154.    বিদ্যাসাগকে কে বাংলা ভাষার প্রথম  শিল্পী আখ্যা দেন ?

উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

1155.   'সংবাদ প্রভাকর' পত্রিকার সম্পাদক কে ?

উঃ- ঈশ্বরচন্দ্র গুপ্ত

1156.   টেভারনিয়ার কোন দেশের পর্যটক ?

উঃ- ফরাসিদেশের

1157.   কোন পেশোয়া ' নানাসাহেব' নামে পরিচিত ?

উঃ- বালাজী বাজিরাও

1158.   শেষ পেশোয়া কে ছিলেন ?

উঃ- দ্বিতীয় বাজিরাও, মতান্তরে নানাসাহেব

1159.   মানুচি কোন দেশের পর্যটক ?

উঃ- ইতালির

1160.   'সম্বাদকৌমুদী' এর সম্পাদক কে?

উঃ- রাজা রামমোহন রায়

1161.  কলকাতার 'ফোর্ট উইলিয়াম' কার নাম  অনুসারে করা হয় ?

উঃ- ইংল্যান্ডের সম্রাট দ্বিতীয় উইলিয়াম

1162.  ভাস্কো-দা-গামা কোন বন্দরে ভারতে নামেন ?

উঃ- কালিকট বন্দরে

1163.  আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন ?

উঃ- স্যার সৈয়দ আহমেদ

1164.  আলবুকার্ক কে ছিলেন ?

উঃ- পর্তুগিজ নাবিক ( 1509 খ্রিস্টাব্দে)

1165.  গ্রীকরা সিন্ধুকে কি বলতেন ?

উঃ- ইণ্ডস(Indos)

1166.  মাস্টারদা নামে কে পরিচিত?

উত্তর : সূর্যসেন

1167.   গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?

উত্তর : লালা হরদয়াল

1168.  ডান্ডি অভিযান কবে শুরু হয়?

উঃ- 1930 সালে 12 মাৰ্চ

1169.  ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উঃ- অ্যাটলী

1170.  সাইমন কমিশন কত সালে ভারতে আসে?

উত্তর : ১৯২৮সালে

1171.   রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়?

উত্তর : ১৯৩০সালে

1172.   নৌবিদ্ৰোহ কত সালে  হয়?

উত্তর : ১৯৪৬ সালে

1173.   ফরওয়ার্ডব্লক কে গঠন করেন?

উত্তর : সুভাষচন্দ্রবসু

1174.   পুনা চুক্তি হয় কত সালে?

উত্তর : ১৯৩২সালে

1174.   স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন?

উত্তর : যতীনদাস

1175.  গান্ধীবুড়ি কাকে বলা হয়?

উত্তর : মাতঙ্গিনী হাজরা

1176.  বিধবা বিবাহ আইন কবে পাস হয় ?

উঃ ১৮৫৬ খ্রিস্টাব্দে

1177.   রাওলাট আইন পাস হয় কত সালে?

উত্তর : ১৯১৯ সালে

1178.  কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন?

উত্তর : রামপ্রসাদ বিসমিল

1179.   ভারতে  গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন ?

উত্তর : চম্পারনে

1180.  ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন?

উত্তর : গান্ধীজি

1181.   গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়?

উত্তর : ১৯৩১ সালে

1182.   গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?

উত্তর : দক্ষিণ আফ্রিকার নাটালে

1183.   ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন?

উত্তর : গান্ধীজি

1184.  খোদা সত্যাগ্রহ হয় কত সালে?

উত্তর : ১৯১৮ সালে

1185.  কোলবিদ্রোহ হয় কত সালে ?

উত্তর : ১৮৩১ সালে

1186.  ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : কেশবচন্দ্ৰ

1187.  হোমরুল আন্দোলনের প্রবক্তা কে ?

উঃ অ্যানি  বেসান্ত

1188.   হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর : হরিশচন্দ্র মুখোপাধ্যায়

1189.  ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে ?

উত্তর : ১৭৮৪ সালে

1190.   সগৌলির সন্ধি হয় কত সালে?

উত্তর : ১৮১৬ সালে

1191.    বন্দীজীবন কে লেখেন?

উত্তর : শচীনসান্যাল

1192.   হিন্দুমেলা স্থাপ্তিত হয় কত সালে ?

উত্তর : ১৮৬৭ সালে

1193.   ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে?

উত্তর : ফাঁড়কে

1194.   পুরন্দরের চুক্তি হয় কত সালে?

উত্তর : ১৭৭৬ সালে

1195.   ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়?

উত্তর : ১৮৮৩সালে

1196.   অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর : শিশিরকুমারঘোষ

1197.    পরিব্রাজক রচনা করেন কে ?

উত্তর : স্বামী বিবেকানন্দ

1198.    খিলাফত আন্দোলন হয় কত সালে ?

উত্তর : ১৯২০ সালে

1199.   দুদুমিয়া কে ছিলেন ?

উত্তর : ফরাজি আন্দোলনের নেতা

1201.   শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন ?

উত্তর : দয়ানন্দ সরস্বতী

1202.    দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে?

উত্তর : ১৮৭৫ সালে

1203.    বৃহৎকথা কে লেখেন?

উত্তর : গুণাঢ্য

1204.   অন্ধ্রকবিতার পিতামহ কাকে বলা হয়?

উত্তর : পোদ্দন

1205.   কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে ?

উত্তর : ১৮৩৫ সালে

1206.   চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে ?

উত্তর : ১৭৯৩ সালে

1207.   ব্রহ্মানন্দ উপাধি কে পান?

উত্তর : কেশবচন্দ্র

1208.   নিকোলোকন্টি কার আমলে ভারতে আসেন?

উত্তর : প্রথম দেবেরায়ের আমলে

1209.   ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে  ?

উত্তর : ১৮০০ সালে

1210.   উডের ডেসপাচ ঘোষিত হয় কত সালে?

উত্তর : ১৮৫৪ সালে

1211.   পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে?

উত্তর : লর্ড কর্নওয়ালিস

1212.   তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কাদের মধ্যে?

উত্তর : টিপু ও কর্নওয়ালিস এর মধ্যে

1213.   তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় কার আমলে ?

উত্তর : লর্ড হেস্টিংস এর আমলে

1214.   পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে?

উত্তর : ইংরেজ ও মারাঠাদের মধ্যে

1215.   দাক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে ?

উত্তর : ঔরঙ্গজেবের আমলে

1216.   রঙ্গিলা খান কে কি বলা হয়?

উত্তর : দ্বিতীয় আকবর

1217.   অকালি আন্দোলন কোথায় হয়েছিল?

উত্তর : পাঞ্জাব

1218.   ইন্ডিয়ানলিগ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : শিশিরকুমারঘোষ

1219.    সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?

উত্তর : মঙ্গলপান্ডে

1220.   জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন?

উত্তর : ডাফরিন

1221.    পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনে সাহায্যে?

উত্তর : মলেমিন্টো

1222.   কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে?

উত্তর : বেন্টিঙ্কের আমলে

1223.   কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে ?

উত্তর : ১৭৮১ সালে

1224.    সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর : কৃষ্ণকুমার মিত্র

1225.    ১৭৯২ খ্রিঃ বেনারসে কে সংস্কৃত কলেজ  প্রতিষ্ঠা করেন?

উত্তর : জোনাথন ডানকান

1226.   ১৮১৭ খ্রিষ্টাব্দে কোলকাতায় প্রতিষ্ঠিত হিন্দু কলেজের বর্তমানে কি নামে পরিচিত?

উত্তর : প্রেসিডেন্সি কলেজ

1227.    ১৯৪৬ খ্রিঅন্তর্বর্তী সরকারের মুসলিমলিগ নেতা কে ছিলেন?

উত্তর : লিয়াকত আলি

1228.    A nation in making কার লেখা ?

উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

1229.   All white commission' কাকে বলা হয় ?

উত্তর : সাইমন কমিশনকে

1230.   C.R. Martin কার ছদ্মনাম?

উত্তর : মানবেন্দ্রনাথ রায়

1231.    Gathering storm গ্রন্থের লেখক কে?

উত্তর : চার্চিল

1232.    Life divine গ্রন্থের রচ্যিতা কে ?

উত্তর : শ্রীঅরবিন্দ ঘোষ

1233.   M. N. Roy (মানবেন্দ্র নাথ রায়)-এর আসল নাম কি?

উত্তর : নরেন্দ্রনাথ ভট্টাচার্য

1234.    MEIN KEMPF-এর রচয়িতা কে ?

উত্তর: হিটলার

1235.    N.E.F.A- কী?

উত্তর : নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি

1236.    NATO-এর পুরো নাম কী?

উত্তর: North Atlantic Treaty Organization 

1237.     NEFA পুরো নাম কী?

উত্তর: North Eastern frontier Agency

1238.     Now or never-ইস্তাহার কার রচনা ?

উত্তর : চৌধুরী রহমত আলি

1239.     Poverty and un-British rule in India- গ্রন্থের লেখক কে ?

উত্তর : দাদাভাই নৌরজি

1240.    Soul of India(ভারতের আত্মা)-গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : মহাত্মা গান্ধি

1241.     The Indian Struggle-গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর : সুভাসচন্দ্রবসু

1242.     WHO-এর পুরু নাম কী?

উত্তর : ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসন

1243.     অনুশীলন সমিতি কবে স্থাপিত হয়?

উত্তর : ১৯০২খ্রিঃ

1244.     অনুশীলন সমিতির সভাপতি কে ছিলেন?

উত্তর : সতীশচন্দ্রবসু

1245.     অভিনবভারত কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : গণেশ সাভারকর ও বিনায়ক সাভারকর

1246.     অ্যাকাডেমিক অ্যাসোসিয়ন কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

1247.     অ্যান্টিসার্কুলার সোসাইটি কে স্থাপন করেন ?

উত্তর : শচীন্দ্রপ্রসাদ বসু

1248.     অর্ধনগ্ন ফকির' নামে কে পরিচিত?

উত্তর : মহাত্মা গান্ধি

1249.     অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এমন দুজন মহিলার  নাম লেখো

উত্তর : বাসন্তীদেবী ও সরোজিনী নাইডু

1250.     আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনেরেল কে ছিলেন ?

উত্তর : লর্ড আরউইন

1251.      আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদর বিচার কোথায় হয়েছিল?

উত্তর : লাল কেল্লায়

1252.      আত্মীয় সভা কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮১৫ খ্রিঃ

1253.      আত্মত্মীয়সভা কে গঠন করেন?

উত্তর : রাজা রামমোহন রায়

1254.     আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে?

উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায

1255.     আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন?

উত্তর : গান্ধিজি

1256.      আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : স্বামী দয়ানন্দ সরস্বতী

1257.     আর্য সমাজ কত সালেসারা ভারত শুদ্ধি সভা গঠন করেন?

উত্তর : ১৮৭৭

1258.     আলিপুর ষড়যন্ত্র মামলায় রাজসাক্ষী কে ছিলেন ?

উত্তর : নরেন গোঁসাই

1259.      আলীগড় আন্দোলনের প্রবর্তক কে ?

উত্তর : স্যার সৈয়দ আহমদ খান

1260.     আলীগড় কলেজের প্রথম অধক্ষ্য কে ছিলেন?

উত্তর : স্যার থিওডর বেক

1261.      ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটির কে রচনা করেন?

উত্তর : রমেশচন্দ্র দত্ত

1262.     ইকবাল কে ছিলেন?

উত্তর : একজন উর্দুকবি, যিনি সারে জাহাসে আচ্ছা গান রচনা করেছিলেন

1263.      ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : . বি. আরআম্বেদকর

1264.      ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : শ্যামজিকৃষ্ণ বর্মা

1265.      ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে?

উত্তর : সুর্য্যসেন

1266.      ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে?

উত্তর : মহাত্মা গান্ধি

1267.      ইয়ং ইন্দিয়া বইটি কে রচনা করেছিলেন?

উত্তর : মহাত্মাগান্ধি

1268.      ইয়ংবেঙ্গল দলের মুখপত্রের নাম কী?

উত্তর : পার্থেনন

1269.      ইয়ংবেঙল কাদের বলা হয়?

উত্তর : ডিরজিওর অনুগামীদের

1270.      ইলবার্টবিল কে চালু করেন?

উত্তর : স্যার ইলবার্ট

1271.       উনিশ শতকের সমাজসংস্কার আন্দোলনের আধুনিক মানুষ কাকে বলা হয়?

উত্তর : রামমোহনকে

1272.       কংগ্রসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়?

উত্তর : নাগপুর অধিবেশনে

1273.      কংগ্রেসের কোন অধিবেশনে ভারতছাড়ো প্রস্তাব গৃহীত হয়?

উত্তর : বোম্বাই অধিবেশনে

1274.      কংগ্রেসের তৃতীয় অধিবেশনে কে সভাপতিত্ব  করেন?

উত্তর : বদরুদ্দিন তায়েবজি

1275.       কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে?

উত্তর : দাদাভাই নৌরজি

1276.       কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়?

উত্তর : ১৯১১খ্রিঃ

1277.       কত খ্রিষ্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?

উত্তর : ১৮৩৫খ্রিঃ

1278.      কত খ্রিষ্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল?

উত্তর : ১৯১৮খ্রিঃ

1279.       কত খ্রিষ্টাব্দে চেমসফোর্ট সংস্কার আইন পাশ হয়?

উত্তর : ১৯১৯খ্রিঃ

1280.      কত খ্রিষ্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়?

উত্তর : ১৮২৯খ্রিঃ

1281.  কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯১৩খ্রিঃ

1282.  কত সালে নৌবিদ্রোহ ঘটে?

উত্তর : ১৯৪৬ খ্রিঃ

৪৩১. কত সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়?

উত্তর : ১৯১৪-১৯১৮ খ্রিঃ

1282.  কত সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয়?

উত্তর : ১৯০৫ খ্রিঃ

1283.  কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯০৬খ্রিঃ ১৬ই অক্টোবর

1284.  কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়?

উত্তর : ১৮২৯খ্রিঃ

1285.  কবে কার সভাপতিত্বে কংগ্রেসের ৩য় অধিবেশন অনুষ্ঠিত হয়?

উত্তর : বদরুদ্দিন তায়েবজি ১৮৮৭ খ্রিঃ

1286.  কবে প্রতক্ষ্য সংগ্রামের ডাক দেওয়া হয়?

উত্তর : ১৯৪৬খ্রিঃ১৬ই আগস্ট

1287.  কবে পাকিস্তানের জন্ম হয়?

উত্তর : ১৯৪৭ সালের ১৪ আগস্ট

1288.  কবে ভগৎ সিং-এর ফাঁসি হয় ?

উত্তর : ১৯৩১

1289.  কবে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়?

উত্তর : ১৯৪৭খ্রিঃ ৪ঠা জুলাই

1290. কবে সম্মিলিত জাতিপুঞ্জবা রাষ্ট্রসংঘ গঠিত হয়?

উত্তর : ১৯৩৯খ্রিঃ ৩ সেপ্টেম্বর

1291.  কবে সমাজতান্ত্রিক ও  ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংবিধান প্রস্তাবনায় যুক্ত হয়?

উত্তর : ১৯৭৬খ্রিঃ ৪২তম সংবিধান সংশোধনীতে

1292.  কবে সেরাজেভো হত্যাকাণ্ড ঘটনা  ঘটে?

উত্তর : ১৯১৪খ্রিঃ

1292. কয়টি রাষ্ট্রকে নিয়ে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়?

উত্তর : ৫১টি

1293. ক্যাবিনেট মিশন করে ভারতে  আসে?

উত্তর : ১৯৪৬খ্রিঃ

1294.  করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি কার?

উত্তর : মহাত্মাগান্ধি

1295. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে?

উত্তর : চিত্তরঞ্জনদাশ

1296.  কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮৫৭খ্রিঃ

1297.  কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য্য কে?

উত্তর : স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

1298. কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৭১৮খ্রিঃ

1299.  কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস

1300.  কৃষক প্রজাপার্টি কে গঠন করেন?

উত্তর : ফজলুলহক

1301. কাই- জার- হিন্দ উপাধিতে কে ভূষিত হন?

উত্তর : মহাত্মা গান্ধি

1302.  কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়?

উত্তর : প্রমথনাথ মিত্রকে

1303.  কাকে ভারতীয় বিপ্লব্বাদের জনক বলা হয়?

উত্তর : বাসুদেব বলবন্তফাকে

 

1304.  কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়?

উত্তর : বি. আর. আম্বেদকর

1305.  কাকে ভারতের জাতির জনক বলা হয়?

উত্তর : মহাত্মাগান্ধি

1306. কাকে ভারতের  বিসমার্ক  বলা হয়?

উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেল

1307.  কাকে ভারতের মহানবৃদ্ধ বলা হয়?

উত্তর : দাদাভাই নৌরজী

1308.  কাকে রাষ্ট্রগুরু উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

1309.  কার জন্মদিনটি আন্তর্জাতিক অহিংসাদিবস হিসাবে পালিত হয়?

উত্তর : মহাত্মা গান্ধি

1310.  কার স্বাক্ষরের ফলে গণপরিষদে সংবিধান পাশ হয়?

উত্তর : রাজেন্দ্রপ্রসাদ

1311.  কার সম্পাদনায় 'হিন্দুপেট্রিয়ট' পত্রিকা সম্পাদিত হয়?

উত্তর : হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়

1312.  কারা কবে মিত্রমেলার প্রতিষ্ঠা করেন?

উত্তর : গণেশ সাভারকর ও দামোদর সাভারকর

1313.   কে কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে তিনদিনের তামাসা বলেছেন?

উত্তর : অশ্বিনীকুমার দত্ত

1314.  কে গান্ধিবুড়ি নামে খ্যাত?

উত্তর : মাতঙ্গিনী হাজরা

1315.   বক্সারের যুদ্ধ কত সালে হয়?

উত্তর : ১৭৬৪সালে

1316.   কে গান্ধীজীকে মহাত্মা নামে অভিহিত করেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

1317.   কে চৌদ্দদফা দাবী পেশ করেন?

উত্তর: মহম্মদ আলিজিন্নাহ

1318.  কে ঝাঁসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন?

উত্তর : লক্ষ্মী স্বামিনাথন

1319.   কে নাইট উপাধিত্যাগ করেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

1320.   কে প্রথম পাকিস্তান গঠনের প্রস্তাব দেন?

উত্তর : মহম্মদ ইকবাল

1321.   কে প্রথ মমুসলমান রাষ্ট্রের ধারণা ব্যক্ত করেন?

উত্তর : মহম্মদ ইকবাল

1322.    কে বেঙ্গলকেমিক্যাল প্রতিষ্ঠা করেন?

উত্তর : প্রফুল্লচন্দ্র রায়

1323.     কে রাখিবন্দন উৎসব প্রবর্তন করেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

1324.    কে শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন?

উত্তর : স্বামী দয়ানন্দ সরস্বতী

1325.     কেশর--বঙ্গাল নামে পরিচিত?

উত্তর : আব্দুল কাসেম ফজলুলহক

1326.     কে ¢nবাজি ও গণপতি উৎসবের সূচনা করেন?

উত্তর : বালগঙ্গাধর তিলক

1327.     কেশরী পত্রিকর সম্পাদক কে?

উত্তর : বালগঙ্গাধর তিলক

1328.     কোন অধিবেশনে সুভাষচন্দ্রবসু প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়?

উত্তর : ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে

1329.    কোন আইনে ব্রিটিশ কোম্পানি সর্বপ্রথম শিক্ষাখাতে বার্ষিক  একলক্ষ টাকা ব্যয়ের নির্দে দেয়?

উত্তর : ১৮১৩খ্রিঃ সনদ আইনে

1330.    কোন আন্দোলনের সময় গান্ধিজি ব্রিটিশ প্রদত্ত কাইজার--হিন্দ খেতাব বর্জন করেন?

উত্তর : ১৯২১খ্রিঃখিলাফত আন্দোলনের প্রাক্কালে

৫১০. কোন hছর ভারতছাড়ো আন্দোলন শুরু হয়?

উত্তর : ১৯৪২খ্রিঃ

1331.    কোন্ ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাঁটোয়ার নীতি ঘোষণা করেন?

উত্তর : রামসে ম্যাকডোনাল্ড

1332.     কোলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮৫৭খ্রিঃ

1333.     কোলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৭৮১খ্রিঃ

1334.     কোলকাতা মেডিক্যাল কলেজ কবে স্থাপিত হয়?

উত্তর : ১৮৫৭খ্রিঃ

1335.    খিলাফত দিবস কবে পালিত হয়?

উত্তর : ১৯১৯খ্রিঃ ১৭ অক্টোবর

1336.     খেদা--খিদমদগার দলের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : খান আব্দুলগফর খান

1337.    গদর' কথার অর্থ কী?

উত্তর : বিপ্লব

1338.     গদর পার্টি কোথায় (কোনদেশে) প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর : আমেরিকার সানফ্রানসিসকো শহরে

1339.    গদরপার্টির প্রতিষ্ঠাতা কে?

উত্তর : লালা হরদয়াল

1340.     গন্ধি-আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উত্তর : ১৯৩১খ্রিঃ

1341.      গান্ধিজি কখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন?

উত্তর : ১৯১৫খ্রিঃ

1342.     গান্ধিজি কবে কাই-জার--হিন্দ খেতাব বর্জন করেন?

উত্তর : অসহযোগ আন্দোলনের সময়

1343.      গান্ধীজীর রাজনৈতিক গুরু কে?

উত্তর : গোপালকৃষ্ণ গোখলে

1344.      চম্পারন সত্যাগ্রহ (১৯১৭) কার নেতৃত্বে সংগঠিত হয়?

উত্তর : মহত্মাগান্ধি

1345.      চাপেকার  ভ্রাতৃত্বয় কারা?

উত্তর : দামোদর হরিচাপেকার ও বালকৃষ্ণ চাপেকার

1346.     জাতিসঙ্ঘ কখন স্থাপিত হয়?

উত্তর : ১৯২০

1347.     জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮৮৫খ্রিঃ

1348.      জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে?

উত্তর : উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

1349.     জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : . . হিউ

1350.   জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগনমনঅধিনায়ক গানটি গাওয়া হয়?

উত্তর : ১৯১১খ্রিঃ ২৭ডিসেম্বর, কোলকাতা অধিবেশনে

1351.  জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

উত্তর : উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

1352.  জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?

উত্তর : বদরুদ্দিনতয়েজি

1353.   জাতীয় কংগ্রেসের লাহোর (১৯২৯) সভাপতি কে ছিলেন?

উত্তর : জওহরলাল নেহেরু

1354.  দুজন চরমপন্থী নেতার নাম করো

উত্তর : বিপিনচন্দ্র পাল ও অশ্বিনীকুমার দত্ত  

1355.   জাতীয়শোক দিবস পালন করা হয় কেন ঘটনার পরিপ্রেক্ষিতে?

উত্তর : বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে

1356.  জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত?

উত্তর : পাঞ্জাবে

1357.  জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নায়ক কে?

উত্তর : জেনারেল ডায়ার

1358.   ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

উত্তর : সতীশচন্দ্র বসু

1359.   ডান্ডি অভিযান কী?

উত্তর : লবণ আইনভঙ্গ আন্দোলন

1360.   তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক  কে?

উত্তর : দেবেন্দ্রনাথ ঠাকুর

1361.   তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তর : সতীশচন্দ্র সামন্ত

1362.    জাতীয়শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?

উত্তর : ১৯০৬খ্রি

1363.   তিলক সম্পাদিত দুটি পত্রিকার নাম লিখ?

উত্তর : মারাঠা ও কেশরী

1364.   তেভাগা আন্দোলন কবে শুরু হয়?

উত্তর : ১৯৪৬খ্রিঃ

1365.    দ্বি-জাতিতত্ত্বের প্রকৃত প্রবর্তক কে?

উত্তর : স্যার সৈয়দআহমদ খান

1366.    দ্বি-জাতিতত্ত্ব বলতে কি বোঝ

উত্তর : হিন্দু-মুসলিম দুইভিন্ন জাতি

1367.    দ্বিতীয় গোলটেবিল বৈঠক (১৯৩২) জাতীয় কংগ্রেসের প্রতিনিধি কে ছিলেন?

উত্তর : মহাত্মা গান্ধি

1368.   দ্বিতীয় গোলটেবিল বৈঠক (১৯৩২)ভারতিয় মহিলা প্রতিনিধি কে ছিলেন?

উত্তর : সরোজিনী নাইডু

1369.    দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

উত্তর : ১৯৩৯খ্রিঃ

1370.    নীলদর্পণ নাটক কে রচনা করেন?

উত্তর :দীনবন্ধু মিত্র

1371.     দিল্লি চলোর আহ্বান কে করেছিলেন?

উত্তর : সুভাসচন্দ্র বসু

1372.    দেশপ্রিয় নামে কে পরিচিত?

উত্তর : যতীন্দ্রমোহন সেনগুপ্ত

1373.    দেশীয়ভাষায় সংবাদপত্র আইন কে প্রত্যাহার করেন?

উত্তর : লর্ডরিপন

1374.     নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে?

উত্তর : বিপিন বিহারী গাঙ্গুলি

1375.    নিখিল ভারত কৃষক সভার প্রথম সভাপতি কে?

উত্তর : স্বামী সহজানন্দ সরস্বতী

1376.     নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) সভাপতি কে?

উত্তর :লালা লাজপত রায়

1377.     নিখিল  ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস L­h প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯২০খ্রিঃ

1378.     নেহেরু কমিটি কেন গঠিত হয়েছিল?

উত্তর : সংবিধানের খসড়া রচনার জন্য

1379.    পঞ্চশীল নীতির প্রবর্তক কে ছিলেন?

উত্তর : জহরলালনেহেরু

1380.   পুনা চুক্তি কবে, কাদের মধ্যে হয়েছিল?

উত্তর : ১৯৩২খ্রিঃ কংগ্রেসের পক্ষে রাজেন্দ্রপ্রসাদ  অনুন্নত সম্প্রদায়ের পক্ষে বি.আর. আম্বেদকরের মধ্যে

1381.    প্রথম ও দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?

উত্তর : প্রথম-১৯৩০, দ্বিতীয়-১৯৩১খ্রিঃ

1382.    প্রথম জাতীয় স্কুল কোথায় স্থাপিত হয়?

উত্তর :রংপুরে

1383.   প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

উত্তর : ১৯১৪খ্রিঃ

1384.    প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়?

উত্তর : ১৯১৮খ্রিঃ

1385.    ফরোয়ার্ড ব্লক  নামে নতুন দল কখন গঠিত  হয়?

উত্তর : ১৯৩৯খ্রিঃ

1386.    নৌ বিদ্রোহের সূচনা হয় কোন জাহাজে?

উত্তর : তলোয়ার

1387.    দেশীয় ভাষায় সংবাদপত্র আইন  কে পাশ করেন?

উত্তর : লর্ড লিটন

1388.    প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : . আত্মারাম পাণ্ডুরঙ্গ

1389.    পলাশীরযুদ্ধ কাব্য গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর :নবীনচন্দ্র সেন

1390.    পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত?

উত্তর :লালা লাজপত রায়

1391.     ফকির-অব-জংঘিরা কাব্যগ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর :হেনরি  লুই ভিভিয়ান ডিরোজিও৷

1392.     ফাদার মার্টিন কার ছদ্মনাম?

উত্তর :মানবেন্দ্রনাথ রায়

1393.    ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮০০খ্রিঃ

1394.     বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ হয়?

উত্তর :১৯১১খ্রিঃ

1395.     বঙ্গভঙ্গকে রদ করেন?

উত্তর :সম্রাট পঞ্চম জর্জ

1396.    বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশের নাম কি ছিল?

উত্তর : পূর্ববঙ্গ  ও আসাম

1397.     বঙ্গভঙ্গের সময় ভারতের বড়লাট কে ছিলেন?

উত্তর : লর্ড কার্জন

1398.     বন্দেমাতরম মহামন্ত্র কোন উপন্যাসের অন্তর্গত?

উত্তরআনন্দমঠ উপন্যাস

1399.     বন্দেমাতরম সঙ্গীতের রচয়িতা কে?

উত্তর :   বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

1400.    ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : রাজা রামমোহন রায়

1401.    ব্রাহ্মসভা প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : রাজা রামমোহন রায়

1402.     ব্রিটিশ ভারতীয় সেনারা কত খ্রিষ্টাব্দে মুম্বাইতে  বিদ্রোহ  ঘোষণা করেন?

উত্তর: ১৯৪৬খ্রিঃ

1403.     বাংলার প্রথম বিপ্লবী শহীদের নাম কি?

উত্তর : ক্ষুদিরাম বসু

1404.    বাংলার প্রথম বিপ্লবী সমিতির নাম কী?

উত্তর :অনুশীলন সমিতি

1405.     বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর :অরবিন্দ ঘোষ

1406.    নরমপন্থি-চরমপন্থী বিচ্ছেদ কি নামে পরিচিত?

উত্তর :সুরাট বিচ্ছেদ

1407.     পি.এন.ঠাকুর কার ছদ্মনাম?

উত্তর : রাসবিহারী বসু

1408.    বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত?

উত্তর : সুরেন্দ্রনাথ  বন্দোপাধ্যায়

1409.     বি- বা- দি কাদের বলা হয়?

উত্তর : বিনয় বাদল দীনেশ

1410.     বিধবা  বিবাহকে কত খ্রিঃ আইনসম্মত বলে  ঘোষণা করা হয়?

উত্তর  ৮৫৬খ্রিঃ

1411.     বিনয়- বাদল- দীনেশ কোন দলের কর্মী ছিলেন?

উত্তর : বেঙ্গল ভলান্টিয়ার্স

1412.      বিশ্ব  কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনা  প্রতিবাদ স্বরূপ  নাইট উপাধি  ত্যাগ করেন?

উত্তর : জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড

1413.      বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়?

উত্তর : ১৯২১খ্রিঃ

1414.     বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে  প্রতিষ্ঠা করেন?

উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুর

1415.     বেঙ্গলি পত্রিকা কে রচনা করেন?

উত্তর :সুরেন্দ্রনাথবসু

1416.      বেথুন কলেজ কে  প্রতিষ্ঠা করেন?

উত্তর :ড্রিঙ্কওয়াটার বেথুন

1417.      ভগত সিং-এর রাজনৈতিক দলের নাম কি?

উত্তর :নওজোয়ান  ভারতসভা

1418.      ভগত সিং কোন বিপ্লবীদলের সঙ্গে যুক্ত ছিলেন?

উত্তর : হিন্দুস্থান সোশালিস্ট রিপাবলিকান আর্মি

1419.      ভবানীমন্দির গ্রন্থটির লেখক কে?

উত্তর : অরবিন্দঘোষ

1420.    ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?

উত্তর : ১৯৪২খ্রিঃ

1421.    ভারত ছাড়ো প্রস্তাবটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়?

উত্তর : বোম্বাইঅধিবেশনে

1422.    ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়?

উত্তর : ১৯৩৫খ্রিঃ

1423.    ভারতসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

1424.     সত্যাগ্রহ  কে প্রবর্তন করেন?

উত্তর : মহাত্মা গান্ধি

1425.    ভারতীয় কোন বিপ্লবী লন্ডনে কার্জন উইলকে হত্যা করেন?

উত্তর : মদনলাল  ধিংড়া

1426.     ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালে ভারতের  বড়লাট কে ছিলেন?

উত্তর : লর্ড ডাফ্রিন

1427.     ভারতীয় জাতীয়  কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম লেখো?

উত্তর : অ্যানি বেসান্ত

1428.    ভারতীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : কেশবচন্দ্র  সেন

1429.     ভারতীয় স্বাধীনতা  আইন কবে চালু হয়?

উত্তর : ১৯৪৭খ্রিঃ

1430.    ভারতের প্রথম শ্রমিক সংঘ কোনটি?

উত্তর : মাদ্রাজ শ্রমিক সংগঠন

1431.     ভারতে ওয়াহাবি  আন্দোলনের সূচনা  কে করেছিলেন?

উত্তর : রায়বেরিলির সৈয়দআহমদ খান

1432.     ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম জনগণ  গানটি গাওয়া হয়?

উত্তর : ১৯২০খ্রিঃ  কলকাতার বিশেষ অধিবেশনে

1433.     ভারতের প্রথম ভাইসরয়  কে?

উত্তর : লর্ড ক্যানিং

1434.     সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক  কে?

উত্তর : ঈশ্বরচন্দ্রগুপ্ত

1435.    ভারতে  কবে প্রথম স্বাধীনতা দিবস পালন  করা হয়?

উত্তর : ১৯৩০খ্রিঃ

1436.     ভারতের শ্রমিক শ্রেণির প্রথম সর্বভারতীয় সংগঠনের নাম কি?

উত্তর : নিখিল ভারত শ্রমিক ইউনিয়ন (AITUC)

1437.     ভারতের স্বাধীনতালাভের সময় ইংল্যান্ডের  প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : এটলি

1438.     মহাত্মা গান্ধিজি সত্যাগ্রহ আন্দোলন প্রথম কোথা থেকে  শুরু করেন?

উত্তর : সবরমতি  আশ্রম থেকে

1439.    লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

উত্তর : জওহরলাল নেহেরু

1440.     ভারতের শিক্ষা ব্যবস্থার মহাসনদ বলতে কী বোঝ

উত্তর : উডের ডেসপ্যাচ

1441.     লাহোর প্রস্তাবের অপর নাম কি?

উত্তর : পাকিস্তান প্রস্তাব

1442.      ভারতের জাতীয় কংগ্রেসের কোলকাতা অধিবেশনে কে জনগণমনঅধিনায়ক গানটি প্রথম গেয়েছিলেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

1443.     ভারতের প্রথম মহিলা  গ্র্যাজুয়েট কে?

উত্তর : কাদম্বিনী গাঙ্গুলি

1444.      লাহোর ষড়যন্ত্র  মামলার প্রধান আসামি হিসাবে কাকে অভিযুক্ত করা হয়?

উত্তর : ভগতসিং

1445.      লোকহিতবাদী নামে কে f¢l¢Qa ?

উত্তর : গোপালহরি দেশমুখ

1446.     লালকোর্তা বাহিনী কে গঠন করেন?

উত্তর : খান আব্দুল গফর খান

1447.     ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি?

উত্তর : হান্টার কমিশন

1448.     শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন কে?

উত্তর : স্বামী দয়ানন্দ সরস্বতী

1449.      স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮১৭খ্রিঃ

1450.     স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : ডেভিড হেয়ার

1451.      স্যাডলার কমিশনে  ভারতীয় সদস্য কে  ছিলেন?

উত্তর : স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও ড. গিয়াসউদ্দিন আহমেদ

1452.       সাইমন কমিশন কবে ভারতে  আসে?

উত্তর : ১৯২৭খ্রিঃ

1453.       সত্যশোধক সমাজ কে গঠন করেন?

উত্তর : জ্যোতিবাফুলে

1454.       স্বরাজ্য দলে প্রতিষ্ঠাতা কে?

উত্তর : চিত্তরঞ্জন দাশ

1455.      সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে?

উত্তর : উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

1456.       স্বরাজ পার্টি  কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯২৩খ্রিঃ

1457.       স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে  ছিলেন?

উত্তর : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ

1458.       সুভাষচন্দ্র বসু ভারতের  অভ্যন্তরে প্রথম কোথায় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা  উত্তোলন করেন?

উত্তর : মনিপুরের ইম্ফলে

1459.      সুরাট কংগ্রেসের অধিবেশন কবে হয়?

উত্তর : ১৯০৭খ্রিঃ

1460.     সিঙ্গাপুরে  আজাদ হিন্দফৌজের প্রতিষ্ঠা  কে  করেন?

উত্তর : রাসবিহারীবসু

1461.     স্বদেশীভাণ্ডার কে  গঠন করেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

1462.      সারা ভারত কিষানসভা কৰে গঠিত  হয়?

উত্তর : ১৯৩৬খ্রিঃ

1463.     সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন?

উত্তর : রমসেম্যাকডনাল্ড, ১৯৩২খ্রিঃ

1464.      সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : স্যারসৈয়দ আহমদ খান

1465.     সারা ভারত কিষানসভার প্রথম সাধারণ সম্পাদক কে?

উত্তর : স্বামী দয়ানন্দ সরস্বতী

1466.      হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : মহাত্মা গান্ধি

1467.      সেফটি ভাল্ব তত্ত্ব প্রথম কে উত্থাপন করেন?

উত্তর : এলান অক্টোভিয়ান হিউম

1468.      সীমান্তগান্ধি কাকে বলা হয়?

উত্তর : খান আব্দুল গফর  খান

1469.      হরিজন পত্রিকার সম্পাদক কে?

উত্তর : মহাত্মা গান্ধি

1470.     হান্টার কমিশন কবে গঠিত হয়?

উত্তর : ১৮৮২খ্রিঃ

1471.     সীমান্ত গান্ধীর  অনুগামীদের  কী বলা হয়?

উত্তর : খুদা--খিমদ্গার

1472.      হিন্দস্বরাজ গ্রন্থের লেখক কে?

উত্তর : মহাত্মা গান্ধি

1473.     হোমরুল  শব্দের অর্থ  কী?

উত্তর : স্বায়ত্তশাসন

1474.     স্বাধীন ভারতে প্রথম কখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

উত্তর : ১৯৫১-৫২খ্রিঃ

1475.     ভারতের শেষ ভাইসরয় কে?

উত্তর : লর্ড মাউন্টব্যাটেন

1476.     স্বাধীন ভারতের প্রথম গভর্নর  জেনারেল কে?

উত্তর : লর্ড মাউন্টব্যাটেন

1477.      স্বাধীন ভারতের  প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর : চক্রবর্তী রাজা গোপালাচারি

1478.      ভারতের প্রজাতন্ত্র দিবস প্রথম কবে অনুষ্ঠিত হয়?

উত্তর : ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি

1479.     ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেল

1480.   ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে  ছিলেন?

উত্তর : জহরলাল নেহেরু

1481.    সুভাষচন্দ্র বসু আন্দামান-নিকবর দ্বীপপুঞ্জ দুটির কী  নাম রেখেছিলেন?

উত্তর : স্বরাজদ্বীপ ও শহীদদ্বীপ

1482.    ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হয়?

উত্তর : রাষ্ট্রপতি

1483.   ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন?

উত্তর : সুকুমার সেন

1484.    ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি?

উত্তর : . রাজেন্দ্রপ্রসাদ

1485.   ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর : . রাজেন্দ্রপ্রসাদ

1486.    ভারতের সংবিধান কবে গৃহীত হয়?

উত্তর : ১৯৪৯ সালের ২৬ নভেম্বর


এই পোস্টের pdf download করতে নিচের লিংকে ক্লিক করুন ⤵️

একটি মন্তব্য পোস্ট করুন for "ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ১৪৫০+ প্রশ্নোত্তর: (Important 1450+ Indian History Questions and Answers):"